Rose Rose গল্প -------------- একটি (এম এল এম) কোম্পানি ও তার ইতিকথা Rose Rose

লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২৭:২৮ রাত



আমি তখন কলেজে পড়ি। সেই সময় হঠাৎ আমাদের এলাকায় মাল্টি লেভেল মার্কেটিং (এম এল এম) কোম্পানী এল, নাম (ডেস্টিনি ২০০০) । অল্প দিনে ধনী হওয়ার 'নতুন রাস্তা' পেয়ে সবাই ঝাপিয়ে পড়ল। বাতাসে কান পাতলেই শোনা যায়, ডানহাত-বামহাত, এক বাইক-দুই বাইক ইত্যাদি। রাস্তায় বেরুলেই অন্তত ১০-১২ জন আমাকে ছেঁকে ধরে, কেউ আমাকে তার ডানহাত আবার কেউবা বামহাত বানাতে চায়। আমি দরিদ্র, তাদের আহবানে সাড়া দিয়ে ৫০০০ টাকা দেয়ার সাধ্য আমার নেই, লোকজনের টাকা কামানোর গল্প শুনি আর মনমরা হয়ে ঘুরি। এম এল এম এর এমনই জাদু, আপনি যত বেশী বুঝবেন, এর চোরাবালিতে আপনি ততই ডুববেন। এই ফাঁদে চালাকরাই ধরা পড়ে, বোকারা বেঁচে যায়। তো, এলাকায় এম এল এম এর জোয়ার এসেছে। গ্রামের বেকার ছেলে পেলে সব 'এক্সিকিউটিভ' হয়ে গেছে। গ্রামের চায়ের দোকানে লুঙ্গি পরে সারাদিন আড্ডা দেয়া ছেলেটা আজকাল গলায় টাই লাগিয়ে অফিসে যায় আর ডানহাত-বামহাত ধান্দা করে। চায়ের দোকানের রাজনীতি বিশ্লেষকরা এই টাইয়ের নাম দিল 'কুত্তার জিহ্বা'।আবার এই ডান হাত বাম হাতদের নিয়ে টাই ওয়ালারা মারামারি করে , তারা অনেক ব্যাস্ত , দিন নেই রাত নেই সারাদিন বাইকের উপর , মার্ক করে আত্মীয়দের সিলেক্ট করে দিন সময় ঠিক করা থাকে ্‌ কখন কার বাড়িতে যাবে , একদিন একজনের অনেক ওজুহাতের পর তার সাথে তার এক আত্মীয়ের বাড়ি গেলাম , বাইক বাহীরে রেখে ঘরে ঢুকলাম নাস্তা করলাম , তারপর শুরু হয়ে গেলো ঐ টাই লাগানো ভদ্রলোকের তার আত্মীয়কে পাঠদান , মাত্র ৫০০০ হাজার টাকা বিনিয়োগ করলে আপনার নামে রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকায় ট্রি প্লান্টিশন করা হবে , ১২ বছর পর গাছ গুলো আপনার হয়ে যাবে , আরও কত পাঠদান ব্লা ব্লা ব্লা , ভালই যাচ্ছিলো এই টাই কোর্ট আর বাইক ওয়ালাদের দিন , আমার মনে সন্দেহ জাগল একটা গ্রাহক দিতে পারলে লাভ স্বরূপ ৩০০ টাকা পাবো কিন্তু কোন রকম জালিয়াতি হলে আত্মীয়দের মুখ দেখানো যাবেনা , তাই সরে গিয়ে প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কয়েকদিন কাজ করে প্রবাস চলে আসলাম , এখন দেশ থেকে এলাকার কেউ আসলে তাদের জিজ্ঞেস করি কোর্ট টাই আর বাইক ওয়ালাদের কি খবর , উত্তরে অনেকে গালিগালাজ করেন আর অনেকে বলেন তারা নাকি আগের ন্যায় লুঙ্গী পরে দোকানের এক কোনায় মন মরা হয়ে বসে থাকে , তাদের বাইক নেই কোর্ট টাই নেই , নেই আলাদিনের যাদুর প্রদীপের ন্যায় দৈত্য ডেস্টিনি ২০০০ এম এল এম কোম্পানি , নেই তাদের রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকার গাছ গুলো , এখন শুধু হায় হায় ,

ফেসবুক

বিষয়: বিবিধ

১৮৬৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268457
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪২
শিশির ভেজা ভোর লিখেছেন : আমাকেও নিয়ে আচ্ছামত বুঝাইছিলো কিন্তু হালারা কাজে সফল হয়নি। তবে বেচারাগুলোর যে এখন কি অবস্থা আল্লাহই জানেন।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৩
212159
কাজী লোকমান হোসেন লিখেছেন : আসেন ভাই নাচি :D/ :D/ :D/ :D/
268462
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫২
আফরা লিখেছেন : হায় আল্লাহ ! এখন শুধুই হায় হায়......।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৪
212160
কাজী লোকমান হোসেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
268489
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১০
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহে...আমি ওদের পুরো ইতিহাস জানি,একেবারে কাছ থেকে...Happy
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৯
212177
কাজী লোকমান হোসেন লিখেছেন : হুম , ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য Good Luck
268531
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৩
কাহাফ লিখেছেন :

'অতি লোভে তাতি নষ্ট' প্রবাদের বাস্তব উপমা এই'কুত্বার জিহ্বা'ওয়ালা এসব মানুষ।বলতে গেলে বিনে পরিশ্রমে রাতা-রাতি বড়লোক হওয়ার মিথ্যে ছলনায় পড়ে অনেকেরই মাথা খারাপ অবস্হা হয়েছিল।শেষে ফল ভালই পেয়েছে-সেই লুংগী আর গামছা ......।
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৫
212320
কাজী লোকমান হোসেন লিখেছেন : সহমত Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File