Crying Crying হায়রে হতভাগা স্বদেশ ! এগুতে এগুতে গিয়ে পোঁছালি বঙ্গপ্রসাগরের তলদেশ ! Crying Crying

লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ০১ অক্টোবর, ২০১৪, ০২:০৩:৪৫ রাত



এই গৌরব নিচ্ছই আমাদের রাজনীতিবিদদের যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এই স্বদেশ এই মাতৃভূমিকে এই দেশের জনগণকে ধর্ষণ করে আসছেন ? বাহ ! দারুণ , অসাধারণ আমার মাতৃভূমি অসাধারণ তার জনগণ অসাধারণ তার গণতন্ত্র , সংসদ , বিচারবিভাগ , সমাজনীতি , অর্থনীতি , ভাবতেই আনন্দে বুকের মাঝে কে যেন বার বার চাকু দিয়ে আঘাত করে যাচ্ছে ! এশিয়ার মধ্যে দরিদ্রতার শীর্ষে বাংলাদেশ ! অনলি ৮৬ মিলিয়ন ! যার খাটি বাংলা ৮ কোটি ৬০ লক্ষ ! অনলি ৫৯% ! আমরা দরিদ্র ? আমরা দরিদ্র ? আমরা দরিদ্র ?

কে বলেছে ভাই আমরা দরিদ্র ? যে এই ক্যাল্কুলেশন করেছে তার মাথা কি আদৌ ঠিক আছে ? আমার বিশ্বাস হয়না , অবশ্যই তার হসেবে গড়মিল আছে নয়তো সে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বে প্রোপ্যাগান্ডা চালাচ্ছে । আরে ভাই আমরা যদি দরিদ্র হতাম কোটি কোটি টাকা খরচ করে বলিউডের তারকাদের ভাঁড়া করতাম না , আমরা যদি দরিদ্রই হই তাহলে ৯০ কোটি টাকা খরচ করে জাতীয় সঙ্গীত গেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখাতে পারতাম না , আমরা যদি দরিদ্রই হই তাহলে ঘটা করে বিশ্বকাপ আয়োজন করতে পারতাম না (যদিও আইসিসি অর্ধেক বহন করে ) আমরা যদি দরিদ্রই হই তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে সুন্দর বন ধ্বংস করতাম না , আমরা যদি দরিদ্রই হই তাহলে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের নামে কোটি কোটি টাকা ভর্তুকি দিতাম না , আমরা কীসের দরিদ্র ? আমাদের সংসদে মিনিটে ২৫ হাজার টাকা খরচ হয় , আমরা কীসের দরিদ্র আমাদের এম্পি মন্ত্রীরা কোটি কোটি টাকা দামের সরকারী গাড়ি ব্যাবহার করে , আমরা কীসের দরিদ্র আমাদের অর্থমন্ত্রীর কাছে ৪ হাজার কোটি টাকা কোন টাকাই না , কো থেকে আসে এই গাঁজাখুরি গল্প !!!!!!!!!!!!!

সত্যি একজন বাংলাদেশী হিসেবে আমি অত্যন্ত লজ্জিত , আমাদের দেশের গার্মেন্টস শিল্পে অরাজগতা সৃষ্টি করে আমাদের দেশের বায়ারদের স্বুকোশলে নিজেদের দেশে নিয়ে গিয়েছে ভারত , কিন্তু আমাদের টকশো ম্যানেরা ঘণ্টার পর ঘন্টা ক্যামেরার সামনে বসে অপ রাজনীতির কোশল হিসেবে একে ওপরের দিকে কাদা ছোড়াছুঁড়ি করেন আর আমরা হুজুগে বাঙ্গালী তা দেখে বিশ্বাস করি , কেউ কাউকে ছাড় দিবার নয় প্রত্যেকে সত্যমিথ্যা মিলিয়ে নিজেদের দায় এড়ানো নিয়ে ব্যাস্ত থাকেন , কিন্তু এই সহজ কথাটিতে একমত হতে পারেন না আমাদের গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে , আজকে গার্মেন্টস শিল্পের লোকেরাই এই হিসেবের একটা বড় অংশ দখল করে আছে ,

আর আমাদের পররাষ্ট্র নীতি ! সত্যি সেটা কোন ভিন গ্রহের বস্তুর নাম , যার একাদিক বড় বড় ব্যার্থতার জন্য দিনে দিনে আমাদের দেশের অর্থনীতির ২য় বৃহত্তম আন্তর্জাতিক শ্রম বাজার আজ হুমকির মুখে , দুর্বল পররাষ্ট্র নীতির কারনে অনেক প্রবাসীকে রেসিডেন্সি হারিয়ে চিরতরে স্বদেশ মুখী হচ্ছে , এই হিসেবের মধ্যে প্রবাসীরাও একটি অংশ ,

অতঃপর শেয়ার মার্কেট ! বাংলাদেশের অর্থনীতি হ্রাসের সর্বকালের শ্রেষ্ঠ কালোযুগের নাম শেয়ার মার্কেট লুটপাট , প্রায় ৯৮ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে , শেয়ার মার্কেটের গ্রাহকরা এই হিসেবের একটা অংশ ,

এছাড়া ডেস্টিনি , হলমার্ক গ্রুপ , সোনালী ব্যাংক , বেসিক ব্যাংক , ইত্যাদি ইত্যাদি সংস্থা গুলোর গ্রাহক, কর্মকর্তা ও শ্রমিকরা এই হিসেবের অংশ . .......................................

আর আমাদের অবৈধ প্রধান মন্ত্রী ধর্না দিয়ে বেড়ান দেশ এগিয়ে যাচ্ছে ! হেইল হাসিনা , হেইল আওয়ামীলীগ অবৈধ সরকার , হেইল সেকুলারিস্ট , হেইল ইমোশনাল নেশন Not Listening Not Listening Not Listening

বিষয়: বিবিধ

১৩৪৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270361
০১ অক্টোবর ২০১৪ রাত ০২:২২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


অবশ্যই এটা জামায়াত-শিবিরের ষড়যন্ত্র!!!

আর না হয় বিএনপি/খালেদা/তারেক কারো হবে!

বাংলাদেশে শেখেরবেটি ছাড়া একজনও গরীব নেই
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৫২
214593
কাজী লোকমান হোসেন লিখেছেন : সহমতGood Luck ধন্যবাদ অনুভূতি রেখে যাওয়ার জন্য ,
270401
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২৭
বুড়া মিয়া লিখেছেন : টার্গেট ৯০% এ পৌছানো!

১০% রাজনীতি ও ব্যবসায়ী
৯০% গোলাম

মিলেনিয়াম ডেভেলোপমেন্ট গোল – এটাই!
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৩
214595
কাজী লোকমান হোসেন লিখেছেন : ঠিক বলেছেন Good Luck Good Luck ধন্যবাদ অনুভূতি রেখে যাওয়ার জন্য ,Good Luck
270409
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩৪
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সুন্দরভাবে তুলে ধরেছেন হালচাল-২০১৪ ইং।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
214596
কাজী লোকমান হোসেন লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখে যাওয়ার জন্য ,Good Luck Good Luck আপনার প্রতি শুভ-কামনা রইলো Good Luck Good Luck
270433
০১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৯
লাল সবুজ লিখেছেন : মাতাল মন্ত্রিসভা দিয়ে আর বলুন ভাই, যা উল্লেখ করছেন এর চাইতে আর ভাল কিছু আশা করাটা কি ঠিক? মাতালে কি না বলে হাম্বালিগে কি না করে।
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
214597
কাজী লোকমান হোসেন লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখে যাওয়ার জন্য ,Good Luck Good Luck
270447
০১ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৭
দ্য স্লেভ লিখেছেন : ভাল বলেছেন,সত্য কথা
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
214598
কাজী লোকমান হোসেন লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখে যাওয়ার জন্য ,Good Luck Good Luck
270483
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪২
egypt12 লিখেছেন : দুর্নীতিতে অবশ্য টাকার অপচয় হয়না Loser
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৫
214599
কাজী লোকমান হোসেন লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখে যাওয়ার জন্য ,Good Luck Good Luck Good Luck Good Luck
270530
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৯
আফরা লিখেছেন : ভাল বলেছেন ভাইয়া ধন্যবাদ ।
০২ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৫
214600
কাজী লোকমান হোসেন লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখে যাওয়ার জন্য ,Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File