হায়রে হতভাগা স্বদেশ ! এগুতে এগুতে গিয়ে পোঁছালি বঙ্গপ্রসাগরের তলদেশ !
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ০১ অক্টোবর, ২০১৪, ০২:০৩:৪৫ রাত
এই গৌরব নিচ্ছই আমাদের রাজনীতিবিদদের যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এই স্বদেশ এই মাতৃভূমিকে এই দেশের জনগণকে ধর্ষণ করে আসছেন ? বাহ ! দারুণ , অসাধারণ আমার মাতৃভূমি অসাধারণ তার জনগণ অসাধারণ তার গণতন্ত্র , সংসদ , বিচারবিভাগ , সমাজনীতি , অর্থনীতি , ভাবতেই আনন্দে বুকের মাঝে কে যেন বার বার চাকু দিয়ে আঘাত করে যাচ্ছে ! এশিয়ার মধ্যে দরিদ্রতার শীর্ষে বাংলাদেশ ! অনলি ৮৬ মিলিয়ন ! যার খাটি বাংলা ৮ কোটি ৬০ লক্ষ ! অনলি ৫৯% ! আমরা দরিদ্র ? আমরা দরিদ্র ? আমরা দরিদ্র ?
কে বলেছে ভাই আমরা দরিদ্র ? যে এই ক্যাল্কুলেশন করেছে তার মাথা কি আদৌ ঠিক আছে ? আমার বিশ্বাস হয়না , অবশ্যই তার হসেবে গড়মিল আছে নয়তো সে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বে প্রোপ্যাগান্ডা চালাচ্ছে । আরে ভাই আমরা যদি দরিদ্র হতাম কোটি কোটি টাকা খরচ করে বলিউডের তারকাদের ভাঁড়া করতাম না , আমরা যদি দরিদ্রই হই তাহলে ৯০ কোটি টাকা খরচ করে জাতীয় সঙ্গীত গেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখাতে পারতাম না , আমরা যদি দরিদ্রই হই তাহলে ঘটা করে বিশ্বকাপ আয়োজন করতে পারতাম না (যদিও আইসিসি অর্ধেক বহন করে ) আমরা যদি দরিদ্রই হই তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে সুন্দর বন ধ্বংস করতাম না , আমরা যদি দরিদ্রই হই তাহলে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের নামে কোটি কোটি টাকা ভর্তুকি দিতাম না , আমরা কীসের দরিদ্র ? আমাদের সংসদে মিনিটে ২৫ হাজার টাকা খরচ হয় , আমরা কীসের দরিদ্র আমাদের এম্পি মন্ত্রীরা কোটি কোটি টাকা দামের সরকারী গাড়ি ব্যাবহার করে , আমরা কীসের দরিদ্র আমাদের অর্থমন্ত্রীর কাছে ৪ হাজার কোটি টাকা কোন টাকাই না , কো থেকে আসে এই গাঁজাখুরি গল্প !!!!!!!!!!!!!
সত্যি একজন বাংলাদেশী হিসেবে আমি অত্যন্ত লজ্জিত , আমাদের দেশের গার্মেন্টস শিল্পে অরাজগতা সৃষ্টি করে আমাদের দেশের বায়ারদের স্বুকোশলে নিজেদের দেশে নিয়ে গিয়েছে ভারত , কিন্তু আমাদের টকশো ম্যানেরা ঘণ্টার পর ঘন্টা ক্যামেরার সামনে বসে অপ রাজনীতির কোশল হিসেবে একে ওপরের দিকে কাদা ছোড়াছুঁড়ি করেন আর আমরা হুজুগে বাঙ্গালী তা দেখে বিশ্বাস করি , কেউ কাউকে ছাড় দিবার নয় প্রত্যেকে সত্যমিথ্যা মিলিয়ে নিজেদের দায় এড়ানো নিয়ে ব্যাস্ত থাকেন , কিন্তু এই সহজ কথাটিতে একমত হতে পারেন না আমাদের গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে , আজকে গার্মেন্টস শিল্পের লোকেরাই এই হিসেবের একটা বড় অংশ দখল করে আছে ,
আর আমাদের পররাষ্ট্র নীতি ! সত্যি সেটা কোন ভিন গ্রহের বস্তুর নাম , যার একাদিক বড় বড় ব্যার্থতার জন্য দিনে দিনে আমাদের দেশের অর্থনীতির ২য় বৃহত্তম আন্তর্জাতিক শ্রম বাজার আজ হুমকির মুখে , দুর্বল পররাষ্ট্র নীতির কারনে অনেক প্রবাসীকে রেসিডেন্সি হারিয়ে চিরতরে স্বদেশ মুখী হচ্ছে , এই হিসেবের মধ্যে প্রবাসীরাও একটি অংশ ,
অতঃপর শেয়ার মার্কেট ! বাংলাদেশের অর্থনীতি হ্রাসের সর্বকালের শ্রেষ্ঠ কালোযুগের নাম শেয়ার মার্কেট লুটপাট , প্রায় ৯৮ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে , শেয়ার মার্কেটের গ্রাহকরা এই হিসেবের একটা অংশ ,
এছাড়া ডেস্টিনি , হলমার্ক গ্রুপ , সোনালী ব্যাংক , বেসিক ব্যাংক , ইত্যাদি ইত্যাদি সংস্থা গুলোর গ্রাহক, কর্মকর্তা ও শ্রমিকরা এই হিসেবের অংশ . .......................................
আর আমাদের অবৈধ প্রধান মন্ত্রী ধর্না দিয়ে বেড়ান দেশ এগিয়ে যাচ্ছে ! হেইল হাসিনা , হেইল আওয়ামীলীগ অবৈধ সরকার , হেইল সেকুলারিস্ট , হেইল ইমোশনাল নেশন
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অবশ্যই এটা জামায়াত-শিবিরের ষড়যন্ত্র!!!
আর না হয় বিএনপি/খালেদা/তারেক কারো হবে!
বাংলাদেশে শেখেরবেটি ছাড়া একজনও গরীব নেই
১০% রাজনীতি ও ব্যবসায়ী
৯০% গোলাম
মিলেনিয়াম ডেভেলোপমেন্ট গোল – এটাই!
সুন্দরভাবে তুলে ধরেছেন হালচাল-২০১৪ ইং।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন