মক্কার কাফের জাহেলরা আর মদিনার মুনাফিকরাও এই মুরতাদ লতিফ সিদ্দিকীর মতকথা বলার সাহস পায় নাই ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০১ অক্টোবর, ২০১৪, ০২:২৬:২০ রাত



জাগো জাগো , আমার প্রানপ্রিয় মুসলমান

ভাইরা বোনেরা ঘুমাইও না আর ।

মুরতাদেরা সমালোচনা করছে

আমার প্রানের রাসুলের সাঃ ও মক্কার পবিত্র হজ্জের ।

আর ঘুমাইয়ে ঘুমায়ে জান্নাতের স্বপ্ন তবসির দানায় খুজো না।

আজ দেখো তোমাদের অপমান করতে গিয়ে রাসুল সাঃ কেও ছাড়লো না। নীচে পড়ে দেখো কি বলেছে ?



তাগুতের বিরুদ্ধে রুখে দাড়াবার শক্তি কেন আজ তোমরা পাচ্ছ না ।

কোরানের আইন বাস্তবায়ন করার জন্য রাসুল এসেছিলেন ।আর তোমরা কি করছ ?



বস্তা আর তবসির দানার মাঝে জান্নাত থাকলে হেরা গুহা থেকে বের হতেন না রাসুল সা;

শুধু দাওয়াত দিলে কোরানের আইন বাস্তবায়ন হলে তিনি কেন মক্কা ত্যাগ করে মদিনা গেলেন ।



মক্কার কাফের জাহেলরা আর মদিনার মুনাফিকরাও এই মুরতাদ লতিফ সিদ্দিকীর মত

কথা বলার সাহস পায় নাই ।



তোমরা বিশ্ব এস্তেমা কে ২য় হজ্জ বল তাই তোমাদের ২য় হজ়জ় আর সারা বিশ্বের মুসলিম উম্মার আল্লাহর ঘরের মিলন মেলাকেও কটাজ্ঞ করতে ছাড়ে নাই ।



কই তোমরা তো তার বিচার চেয়ে একটা মিছিল বের করলে না ।

তার মানে তোমরা এখনো জেগে ঘুমের বান ধরে আছো। অস্তাদ রা বলছে না তাই জেগে ঘুমাচ্ছ ।



আমার প্রানপ্রিয় তাবলীগের ভাইরা এই বার জাগো আসো রাসুল সাঃ অবমাননায় কোরানের পথ ধরে সিরাতুল মুস্তাকিমের পথে সমোবেত হই ।



আসও বাতিলের বিষদাত ভেঙ্গে দেই । শয়তানদের শক্তি মাকসাড় জ্বালের চেয়েও দুর্বল । আসো আলোর পথে মানবতার মুক্তি রাসুল সা এর পথে ।



দেখো প্রবাসে গিয়ে কি বলেছে সে

মোহাম্মদকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এসময় তিনি হজ, তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়েও বিরূপ মন্তব্য করেন।

রোববার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী নবীকে নিয়ে কটূক্তিসহ অন্যদের নিয়ে বিরূপ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারাতো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।’

মতবিনিময় কালে মন্ত্রী আরো বলেন,

‘আমি হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলীগ জামাতের।’


হজ প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, ‘হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। গড়ে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’

এসময় তাবলীগ জামাতের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তাবলীগ জামায়াত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।’


মতবিনিময় সভায় টেলিভিশন টক শোরও কঠোর সমালোচনা করেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘যারা টক শোতে যায়, তারা টক ম্যান। নিজেদের কোনো কাজ না থাকায় ক্যামেরার সামনে যেয়ে তারা বিড়বিড় করে। চু***ভাইদের আর কোনো কাজ নেই।’

http://www.banglamail24.com/news/2014/09/29/id/73593/



বিষয়: বিবিধ

৩৩৭৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270382
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫০
শেখের পোলা লিখেছেন : এরা নাস্তিক মুনাফেক কাফের নয়৷ এরা অন্য কিছু৷ এদের জন্য আল্লাহর বিশেষ ট্রাইবুনাল থাকতে পারে, কিন্তু মার দেশের আলেম ওলামা, ইমাম মুসুল্লি যারা এ সবের প্রতিবাদ করেনা তাদের কি হবে?
270406
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:১০
মোতাহারুল ইসলাম লিখেছেন : ইসলামী শরীয়তের প্রাপ্য সাজাই তাকে দেয়া উচিৎ। তবে আদৌ তার কিছু হবে কিনা এ ব্যাপারে আমি সন্দিহান। কারন এর আগেও উনি এবং অন্যরা এই ধরণের উক্তি করে কিছুই হয়নি। আর সামান্য কিছু শাস্তি পায়, তা হবে তার তৃতীয় মন্তব্যের জন্য।
270408
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩২
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সহমত আপনার সাথে।
ব্লগে প্রতিবাদ জানিয়েছি, সবসময়ই জানাবো।
লিখাটি ভালো লেগেছে।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
270481
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪১
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো Rose
270518
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৫
আফরা লিখেছেন : ধন্যবাদ আমি আপনাদের সাথে আছি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File