Rose Rose আপনি সচেতন তো ???? Rose Rose

লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১৮:০৩ রাত

ঘটনা ঃ- ১= ৫ মাসেই কন্যা সন্তানের জননী

এই বিষয় নিয়ে একজন বিজ্ঞ ব্লগার ইতিমধ্যে তার সমালোচনা এবং ঘৃণার জায়গা থেকে পোস্ট করেছেন , যিনি এই ঘটনার নিন্দনীয় ব্যাক্তি তিনি একজন নারী (ছোট পর্দার অভিনেত্রী ) আর যিনি এই বিষয়ে সমালোচনা এবং চরম ঘৃণা ভরে পোস্ট করেছেন তিনিও একজন নারী , এখন কথা হচ্ছে পোস্ট দাতা যদি নারী হয়ে অন্য নারীর অপকর্মকে ঘৃণা করেন তাহলে বাকী নারীদের জন্য শিক্ষা হিসেবে তেনার বিশ্লেষণ ধর্মী পোস্ট ই যথেস্থ , কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে তিনি এই পোস্ট করে যতনা কল্যাণ ভয়ে এনেছেন তার চেয়ে বেশী অমঙ্গল ডেকে নিয়ে এসেছেন , তেনার পোস্ট পড়ে ঐ পোস্ট কে হাইলাইট করে একজন নাস্তিক (ছুপা হিন্দু ) আমাদের প্রিয় নবী মোঃ( সঃ ) (আঃ) এর বহু বিবাহকে কটূক্তি করে সম্প্রতি পোস্ট করেছেন , যা একজন মোসলমান হিসেবে আমাদের জন্য চরম পরিহাস এবং লজ্জার ব্যাপার , অভিনেত্রী ফারজানার ৫ মাসে সন্তান প্রসব একটি সামজিক অবক্ষয় এতে কোন সন্দেহ নেই , আপনার কাছে বিষয়টি ঘৃণার হলেও আমার কাছে নিতান্তই স্বাভাবিক মনে হল ,কারন তাদের বিয়ের ৫ মাসের মাথায় সন্তান আসার পর যদি আমরা জানতে পারতাম এই রকম সমাজ বিরোধী কর্মের পর ফারজানার স্বামী তাকে ত্যাগ করেছেন তাহলে এই নিয়ে যত সমালোচনা , উপহাস , পরিহাস, ঘৃণা্‌ করা যেত , কিন্তু তিনি তা না করে বাচ্চার সাথে ছবি তুলেছেন যা বিজ্ঞ ব্লগারের দেওয়া ছবিতে প্রতীয়মান ,

এর ফলে কি আপনাদের বুজতে বাকী আছে ফারজানা দম্পতি যে বিয়ের আগে লিভটুগেদার করেন নি ? না বুজতে বাকী থাকার কথাও না , অদ্যকার দিনে প্রেম ভালোবাসা মানেই লিভটুগেদার ইহা সামাজিক ফ্যাশনে রুপ নিয়েছে যার প্রমান ফারজানাদের দেখলেই বুজা যায় , এখন আপনি ফারজানাদের দেখে নিজে সচেতন হবেন নাকি ফারজানাদের সমালোচনা করে আপনিও একই কর্মে লিপ্ত হবেন ?

আজকে হয়ত ফারজানা একজন মিডিয়া কর্মী হওয়ায় বিষয়টা আমার , আপনার দৃষ্টি গোচরে এসেছে কিন্তু আমাদের সমাজের আনাচে কানাচে এই রকম হাজারো ফারজানা আছে যারা আমাদের দৃষ্টি গোচরে আসেনা , কিন্তু এর জন্য দায়ী কে ? আমি যদি বলি আপনি নিজেই দায়ী , কারন আপনি কি কোনদিন কোন ফারজানাকে রাতের বেলায় নির্জন জায়গায় দেখে প্রশ্ন করেছেন সে এত রাতে নির্জন জায়গায় কি করে ? না করেন নি ঘৃণা করে তাকে এড়িয়ে গিয়েছেন যা আমাদের সমাজে সহসারচর হয়ে থাকে , আর আপনার ঐ দিনের ঘৃণাকে উৎসাহ হিসেবে পুঁজি করে ফারজানাদের গর্ভে বড় হতে থাকে অবৈধ সন্তান , এর ফলে পুরুষ যদি কিঞ্চিৎ ভালো হয় তাহলে ফারজানাকে বিয়ে করে না হয় ঐ নবজাতকের শরীর পড়ে থাকে ডাস্টবিনে , অতঃপর টেলিভিশনে ব্রেকিং নিউজ হয় অমুক জায়গায় নবজাতকের দেহ পাওয়া গিয়েছে ,

হয়তবা আমি বিষয়টা উপস্থাপনের ক্ষেত্রে অজ্ঞতা দেখিয়েছি কিন্তু এটাই চরম বাস্তবতা , আর নাস্তিকেরা (ছুপা হিন্দু ) সবসময় ওঁত পেতে বসে থাকে কখন এমন সমাজ বিরোধী খবর নজরে আসে আর মনে মনে সেটাকে সাধুবাদ জানিয়ে ইসলামের লুঙ্গি নিয়ে টানাটানি করবে ,

ঘটনা ঃ- ২ শেখ মুজিবুর রহমানকে ব্যঙ্গ করে গান রচনা করে তা মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অপরাধে ৭ বছর কারাগারে থাকতে হবে খুলনার দাকোপের এক ব্যক্তিকে। আমি বাংলাদেশের রাজনীতিকে পতিতার চেয়েও বেশী ঘৃণা করলেও এই জায়গায় অনেক সচেতন , কারন একজন নিমক হারাম , বেঈমান , অকৃতজ্ঞ ব্যাক্তি কতটা নির্লজ্জ হলে রক্তে অর্জিত স্বাধীন দেশে এসে নিজেকে প্রথমে প্রধান মন্ত্রী পরে রাষ্ট্রপতি দাবী করেন ? অতঃপর তার পেটুয়া রক্ষী বাহিনী দিয়ে বাংলার নিপীড়িত মানুষকে হত্যা করেন , একাত্তর নিয়ে যত ব্যাক্তি সঠিক ইতিহাস লিখেছেন প্রত্যেকে একটি জায়গায় একমত যে শেখ মুজিব বাংলার সহজ সরল মানুষের সাথে ১৯৭১ সালের ২৫ শে মার্চ বেঈমানি করেছেন , কিন্তু তার রেখে যাওয়া কুলাঙ্গারেরা ঐ মহান ব্যাক্তিদের কখনো পাকিস্তানের দোসর কখনো রাজাকার বলে গালি দিয়েছেন , সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ঐ ব্যাক্তি গুলো তৎকালীন সময় যুদ্ধের জন্য উপযুক্ত হয়েও সীমান্ত পাড়ি দিয়ে নারী আর মদ নিয়ে ব্যাস্ত ছিলেন আর এখন তেনারা বীর মুক্তিযুদ্ধা , প্রিয় পাঠক সর্বশেষ এ কে খন্দকার তার সৃতি চারন মুলক বই ১৯৭১ ভেতরে ও বাহীরে বইতে লিখেছেন শেখ মুজিব ৭ ই মার্চ ভাষণ শেষে বলেছিলেন জয় পাকিস্তান ! এই ভিডিও দেখে কনফার্ম হতে পারেন , এই ভিডিওতে জয় পাকিস্তান সাংবাদিকের ধারাভাষ্যের কারনে স্পষ্ট নয় আগেই বলে নেই , কারন অনেকের চুলকানি থাকতে পারে
এখন মূল ঘটনায় আসি , শেখ হাসিনা যে বর্তমানে জাতির গাঁড়ের উপর অবৈধ ভাবে বসে আছেন তা কিছু প্যাঁচেটা সুশীল উপলুব্ধি করতে না পারলেও একজন বিবেক বান সাধারন নাগরিক কিন্তু পদে পদে টের পাচ্ছেন , আর কয়দিন পর পর কিছু কালো আইন করে তার ক্ষমতা পাকা পোক্ত করতেছেন , আজকে যে লোক কে গ্রেপ্তার করা হল তার মামলার এজাহারে লেখা থাকবে বঙ্গবেঈমান শেখ মুজিবকে নিয়ে কটূক্তি করার জন্য ICT ACT 57 অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে , আচ্ছা যদি শেখ মুজিব কে নিয়ে কটূক্তি করায় এই লোকের ৭ বছরের জেল হয় তাহলে সেখ মুজিবকে একজন অদক্ষ নেতা বলায় বর্তমান তথ্যমন্ত্রী পীরে কামেল হাদিয়ে বাঙ্গাল , আলহাজ্ব হাসানুল হক ইনুর কত বছর জেল হবে এই এই লিংকে গিয়ে ভিডিও দেখে বলে দিন , বিচার আপনার হাতে ,

ফেসবুকে আমি

বিষয়: বিবিধ

১৩৯১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268506
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩৪
কাজী লোকমান হোসেন লিখেছেন : দুঃখিত আমার ব্যাক্তিগত অজ্ঞতার জন্য ভিডিও টি এখানে দিতে পারিনি , তাই এখানে দেখুন
এখানে
এখানে
268516
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:০৪
কাহাফ লিখেছেন : সামাজিক নৈতিকতার কতটা অধঃপতন ঘটেছে পোস্টের প্রথমাংশ পঠনে তা বুঝা যায়।
ধিক এসব কুলাংগারদের....শত ধিক!!!
পোস্টের শেষাংশ নিয়ে কিছু বলা অনর্থক,কেননা শক্তির দম্ভে মানবতা এভাকেই গোমরে কাদে সদা।
সমাজ সচেতন মুলক লেখার জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে। Rose
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:১৬
212221
কাজী লোকমান হোসেন লিখেছেন : ধন্যবাদ কাহাফ ভাই সত্যি এই রকম খবর পড়লে অত্যন্ত খারাপ লাগে যা মুখে প্রকাশ করার মত নয় Angel Angel
268539
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
শেখের পোলা লিখেছেন : না ভাই, ওরা তো আওয়ামী মেশিনে ঢুঁকে পবিত্র মুক্তিযোদ্ধা বনে গেছে৷ দা কোপের ঐ লোকটা যদি ঐ মেশিনটা ছুঁয়েও দেখত তবে অন্ততঃ মাথায় গোলমাল আছে বলে রেহাই পেত৷ আসুন আমরা সবাই ঐ মেশিনে শুদ্ধ হয়ে আসি৷
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
212317
কাজী লোকমান হোসেন লিখেছেন : তাহলে চলুন ঢুকা যাক Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
268545
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
212318
কাজী লোকমান হোসেন লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
268598
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সচেতন আমরা না।
বরং শাহবাগি চেতনা দিয়েই এইসব হচ্ছে।
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
212319
কাজী লোকমান হোসেন লিখেছেন : Praying Praying Praying Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File