আপনি সচেতন তো ????
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১৮:০৩ রাত
ঘটনা ঃ- ১= ৫ মাসেই কন্যা সন্তানের জননী
এই বিষয় নিয়ে একজন বিজ্ঞ ব্লগার ইতিমধ্যে তার সমালোচনা এবং ঘৃণার জায়গা থেকে পোস্ট করেছেন , যিনি এই ঘটনার নিন্দনীয় ব্যাক্তি তিনি একজন নারী (ছোট পর্দার অভিনেত্রী ) আর যিনি এই বিষয়ে সমালোচনা এবং চরম ঘৃণা ভরে পোস্ট করেছেন তিনিও একজন নারী , এখন কথা হচ্ছে পোস্ট দাতা যদি নারী হয়ে অন্য নারীর অপকর্মকে ঘৃণা করেন তাহলে বাকী নারীদের জন্য শিক্ষা হিসেবে তেনার বিশ্লেষণ ধর্মী পোস্ট ই যথেস্থ , কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে তিনি এই পোস্ট করে যতনা কল্যাণ ভয়ে এনেছেন তার চেয়ে বেশী অমঙ্গল ডেকে নিয়ে এসেছেন , তেনার পোস্ট পড়ে ঐ পোস্ট কে হাইলাইট করে একজন নাস্তিক (ছুপা হিন্দু ) আমাদের প্রিয় নবী মোঃ( সঃ ) (আঃ) এর বহু বিবাহকে কটূক্তি করে সম্প্রতি পোস্ট করেছেন , যা একজন মোসলমান হিসেবে আমাদের জন্য চরম পরিহাস এবং লজ্জার ব্যাপার , অভিনেত্রী ফারজানার ৫ মাসে সন্তান প্রসব একটি সামজিক অবক্ষয় এতে কোন সন্দেহ নেই , আপনার কাছে বিষয়টি ঘৃণার হলেও আমার কাছে নিতান্তই স্বাভাবিক মনে হল ,কারন তাদের বিয়ের ৫ মাসের মাথায় সন্তান আসার পর যদি আমরা জানতে পারতাম এই রকম সমাজ বিরোধী কর্মের পর ফারজানার স্বামী তাকে ত্যাগ করেছেন তাহলে এই নিয়ে যত সমালোচনা , উপহাস , পরিহাস, ঘৃণা্ করা যেত , কিন্তু তিনি তা না করে বাচ্চার সাথে ছবি তুলেছেন যা বিজ্ঞ ব্লগারের দেওয়া ছবিতে প্রতীয়মান ,
এর ফলে কি আপনাদের বুজতে বাকী আছে ফারজানা দম্পতি যে বিয়ের আগে লিভটুগেদার করেন নি ? না বুজতে বাকী থাকার কথাও না , অদ্যকার দিনে প্রেম ভালোবাসা মানেই লিভটুগেদার ইহা সামাজিক ফ্যাশনে রুপ নিয়েছে যার প্রমান ফারজানাদের দেখলেই বুজা যায় , এখন আপনি ফারজানাদের দেখে নিজে সচেতন হবেন নাকি ফারজানাদের সমালোচনা করে আপনিও একই কর্মে লিপ্ত হবেন ?
আজকে হয়ত ফারজানা একজন মিডিয়া কর্মী হওয়ায় বিষয়টা আমার , আপনার দৃষ্টি গোচরে এসেছে কিন্তু আমাদের সমাজের আনাচে কানাচে এই রকম হাজারো ফারজানা আছে যারা আমাদের দৃষ্টি গোচরে আসেনা , কিন্তু এর জন্য দায়ী কে ? আমি যদি বলি আপনি নিজেই দায়ী , কারন আপনি কি কোনদিন কোন ফারজানাকে রাতের বেলায় নির্জন জায়গায় দেখে প্রশ্ন করেছেন সে এত রাতে নির্জন জায়গায় কি করে ? না করেন নি ঘৃণা করে তাকে এড়িয়ে গিয়েছেন যা আমাদের সমাজে সহসারচর হয়ে থাকে , আর আপনার ঐ দিনের ঘৃণাকে উৎসাহ হিসেবে পুঁজি করে ফারজানাদের গর্ভে বড় হতে থাকে অবৈধ সন্তান , এর ফলে পুরুষ যদি কিঞ্চিৎ ভালো হয় তাহলে ফারজানাকে বিয়ে করে না হয় ঐ নবজাতকের শরীর পড়ে থাকে ডাস্টবিনে , অতঃপর টেলিভিশনে ব্রেকিং নিউজ হয় অমুক জায়গায় নবজাতকের দেহ পাওয়া গিয়েছে ,
হয়তবা আমি বিষয়টা উপস্থাপনের ক্ষেত্রে অজ্ঞতা দেখিয়েছি কিন্তু এটাই চরম বাস্তবতা , আর নাস্তিকেরা (ছুপা হিন্দু ) সবসময় ওঁত পেতে বসে থাকে কখন এমন সমাজ বিরোধী খবর নজরে আসে আর মনে মনে সেটাকে সাধুবাদ জানিয়ে ইসলামের লুঙ্গি নিয়ে টানাটানি করবে ,
ঘটনা ঃ- ২ শেখ মুজিবুর রহমানকে ব্যঙ্গ করে গান রচনা করে তা মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অপরাধে ৭ বছর কারাগারে থাকতে হবে খুলনার দাকোপের এক ব্যক্তিকে। আমি বাংলাদেশের রাজনীতিকে পতিতার চেয়েও বেশী ঘৃণা করলেও এই জায়গায় অনেক সচেতন , কারন একজন নিমক হারাম , বেঈমান , অকৃতজ্ঞ ব্যাক্তি কতটা নির্লজ্জ হলে রক্তে অর্জিত স্বাধীন দেশে এসে নিজেকে প্রথমে প্রধান মন্ত্রী পরে রাষ্ট্রপতি দাবী করেন ? অতঃপর তার পেটুয়া রক্ষী বাহিনী দিয়ে বাংলার নিপীড়িত মানুষকে হত্যা করেন , একাত্তর নিয়ে যত ব্যাক্তি সঠিক ইতিহাস লিখেছেন প্রত্যেকে একটি জায়গায় একমত যে শেখ মুজিব বাংলার সহজ সরল মানুষের সাথে ১৯৭১ সালের ২৫ শে মার্চ বেঈমানি করেছেন , কিন্তু তার রেখে যাওয়া কুলাঙ্গারেরা ঐ মহান ব্যাক্তিদের কখনো পাকিস্তানের দোসর কখনো রাজাকার বলে গালি দিয়েছেন , সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ঐ ব্যাক্তি গুলো তৎকালীন সময় যুদ্ধের জন্য উপযুক্ত হয়েও সীমান্ত পাড়ি দিয়ে নারী আর মদ নিয়ে ব্যাস্ত ছিলেন আর এখন তেনারা বীর মুক্তিযুদ্ধা , প্রিয় পাঠক সর্বশেষ এ কে খন্দকার তার সৃতি চারন মুলক বই ১৯৭১ ভেতরে ও বাহীরে বইতে লিখেছেন শেখ মুজিব ৭ ই মার্চ ভাষণ শেষে বলেছিলেন জয় পাকিস্তান ! এই ভিডিও দেখে কনফার্ম হতে পারেন , এই ভিডিওতে জয় পাকিস্তান সাংবাদিকের ধারাভাষ্যের কারনে স্পষ্ট নয় আগেই বলে নেই , কারন অনেকের চুলকানি থাকতে পারে
এখন মূল ঘটনায় আসি , শেখ হাসিনা যে বর্তমানে জাতির গাঁড়ের উপর অবৈধ ভাবে বসে আছেন তা কিছু প্যাঁচেটা সুশীল উপলুব্ধি করতে না পারলেও একজন বিবেক বান সাধারন নাগরিক কিন্তু পদে পদে টের পাচ্ছেন , আর কয়দিন পর পর কিছু কালো আইন করে তার ক্ষমতা পাকা পোক্ত করতেছেন , আজকে যে লোক কে গ্রেপ্তার করা হল তার মামলার এজাহারে লেখা থাকবে বঙ্গবেঈমান শেখ মুজিবকে নিয়ে কটূক্তি করার জন্য ICT ACT 57 অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে , আচ্ছা যদি শেখ মুজিব কে নিয়ে কটূক্তি করায় এই লোকের ৭ বছরের জেল হয় তাহলে সেখ মুজিবকে একজন অদক্ষ নেতা বলায় বর্তমান তথ্যমন্ত্রী পীরে কামেল হাদিয়ে বাঙ্গাল , আলহাজ্ব হাসানুল হক ইনুর কত বছর জেল হবে এই এই লিংকে গিয়ে ভিডিও দেখে বলে দিন , বিচার আপনার হাতে ,
ফেসবুকে আমি
বিষয়: বিবিধ
১৩৯১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে
এখানে
ধিক এসব কুলাংগারদের....শত ধিক!!!
পোস্টের শেষাংশ নিয়ে কিছু বলা অনর্থক,কেননা শক্তির দম্ভে মানবতা এভাকেই গোমরে কাদে সদা।
সমাজ সচেতন মুলক লেখার জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে।
বরং শাহবাগি চেতনা দিয়েই এইসব হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন