Crying Crying Crying আমরা শোকাহত Crying Crying Crying

লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ১৩ অক্টোবর, ২০১৪, ০৮:০০:৫৬ রাত



আওয়ামী লীগের শেষ ঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগের যতগুলো ভালো লক্ষণ থাকা দরকার সবগুলোতেই পরাজিত হয়েছে। এছাড়া এই মুহূর্তে সরকার যে অবস্থানে আছে, তাতে সরকারের মৃত্যুর ঘণ্টা বেজে গেছে। সরকার বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য পুলিশবাহিনী মোতায়ন করেছে।

এদিকে সরকারের মৃত্যুর ঘণ্টা বাজছে অপর দিকে বিরোধী দল সেই ঘণ্টা অর্জন করছে। নির্বাচনকালীন সরকারের প্রধান যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকেন, তাহলে বিএনপি মারাত্মক ভাবে ক্ষতির মুখে পরবে। এটা বুঝতে পেরেই তারা তাদের স্ট্যান্ড নিয়েছে।(শুক্রবার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘ইনডিপেনডেন্ট’ ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে রাজনীতি বিশ্লেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.পিয়াস করিম এসব কথা বলেন। সেই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘ ছাপ্পান্নো হাজার বর্গমাইল’।)

টকশোতে যাকে দেখে আমরা অনুপ্রাণিত হতাম, যিনি আমাদের আশার বাণী শুনাতেন, আলোর পথ দেখাতেন, টকশোতে যে যোদ্ধাকে দেখে আমরা সাহসী হতাম, তিনি আজ আর আমাদের মাঝে নেই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিম আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

গনতন্ত্রর শবযাত্রায় যে কজন ব্যক্তি সরব প্রতিবাদ করতেন প্রতিনিয়ত তাদের মধ্য অন্যতম ছিলেন

ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ পিয়াস করিম। তার মৃত্যূতে আজ গনতন্ত্রপ্রেমীদের হ্রদয়ে নেমে এসেছে

শোকের ছায়া। বিভিন্ন টিভি-মিডিয়ায় টকশোতে তিনি সরব প্রতিবাদ করতেন বাকশালী গনতন্ত্রর।

আমরা আজ দেশের একজন সুযোগ্য বুদ্ধিজিবী এবং একজন সুনাগরিককে হারালাম।

ভারাকান্ত হ্রদয়ে বছলি ‘নিশ্চয়ই আমরা আল্লাহর, আর একমাত্র তার নিকট প্রত্যাবর্তনকারী’

সকাল থেকেই মনটা অনেক খারাপ,মনে হচ্ছে আমার পরিবারের কেউ মারা গেছে।ড.পিয়াস করিম স্যারের এই অবেলায় চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না ,

সত্যি পৃথিবীতে সত্যিকারের ভালো মানুষগুলো বেশীদিন থাকেনা , ডঃ পিয়াস করিম স্যার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই , কারন জাফ্রিক বাল ষাঁড় আর পিয়াস করিম স্যারের তুলনা করলেই ভালো মানুষটা দিনের আলোর মত বেরিয়ে আসবে ,

পরিশেষে আবারো বলছি



আমীন ------- চুম্মা আমীন

বিষয়: বিবিধ

১৯২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274024
১৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
তার প্রতিবাদি কন্ঠ সকললে জন্য প্রেরনার উৎস ছিল।
274068
১৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন ও জান্নাতনসীব করুন
এবং
তাঁর পরিবারের সদস্যদেরকে পারলৌকিক কল্যানের পথে পরিচালিত করুন


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File