আসেন সবাই সৃজনশীল হয়ে যাই
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৫:২৪ রাত
ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান একজন ভালো প্লেয়ার এতে কোন সন্দেহ নেই , প্রথম তার ভীষণ ভক্ত ছিলাম , তিনি যখন বিশ্বসেরা ওলরাউন্ডার ছিলেন না তখনো বাংলাদেশ জাতীয় দলের একজন আস্থাবাজন খেলোয়াড় হিসেবে তার প্রতি আলাদা একটা আত্মবিশ্বাস থাকতো , কিন্তু আস্তে আস্তে তার প্রতি ঘৃণা জন্ম নিতে শুরু করে , এই মাত্রা আরও অগ্রসর হয় যেদিন আলেম ওলামাদের বিরুদ্ধে তার টুইট দেখেছি , তার পর শুরু হয়ে যায় তার অহংকারী চরিত্র উন্মোচন হতে , তিনি যে ভাব নিয়ে চলাফেরা করেন তার বিন্দুমাত্র কৃতিত্ব তার নেই বললেই চলে , যে কোন খেলার মূল আকর্ষণ দর্শক , দর্শক উৎসাহ না দিলে কোন এথলেটের পক্ষেই ভালো করা সম্ভব না , আমরা যদি সাকিব আল হাসান কে মেসির সাথে তুলনা করি তাহলে দেখতে পাই বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর মেসির প্রতি যে ভালবাসা তার লেশ মাত্র সাকিব আল হাসান এর নেই , কিন্তু ভাবের দিক থেকে সাকিব আল হাসান এভারেস্টের ছুঁড়ায় , যেখানে মেসির মদ্ধে সেটা অনুপস্থিত ,
বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত সাকিব আল হাসান ভুলেই গিয়েছিল যে তার এই জায়গায় আসার ক্ষেত্রে এই মানুষ গুলোর অবদান অনেক বেশী , তাই সে যা ইচ্ছে তাই করে যাচ্ছিলো , যার ধরন ক্রিকেট বোর্ড তাকে ছয় মাসের জন্য ব্যান করে ,
সাকিব আল হাসানের কথা তো গেল , এখন কথা হচ্ছে বাংলাদেশে কি সবাই পাগল হয়ে গেল নাকি ? সাকিব আল হাসান কীভাবে আদর্শ হয় আমার বোধ গম্য নয় , একজন ক্রিকেটার বড় জোর একটা ভালো ম্যাচ উপহার দিতে পারে সে তো কারো আদর্শ হতে পারেনা , এখানে বলা যেত সাকিব হাসানের প্রবল ইচ্ছাশক্তি আজ তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে যা দেখে আমাদের মনে রাখা উচিৎ প্রবল ইচ্ছাশক্তিই একজন মানুষের সাফল্যের চাবিকাঠি । তাই নয় কি ?
ব্যাপার টা আরও হাস্যকর মনে হল যে সাকিব আল হাসান হেফাজত ইস্যুতে এমন কথা বলেছেন তাকে মুসলিম ভাবতেও কষ্ট হয় কিন্তু তার সম্পর্কে প্রশ্ন করার আগে প্রশ্ন করেছেন "হামিদাহ শব্দের অর্থ কি ? "আখলাকে যামিমা বর্জনীয় কেন "? আসলে আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি ?
তাই ভাই এবং আপুরা আসুন আমরা সবাই সৃজনশীল হয়ে সাকিব আল হাসানের মত একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হয়ে বিদেশী চেতনাকে ধারন করে নিজ নিজ স্ত্রীকে আপত্তিকর জামাকাপড় পরিয়ে রাস্তায় বের হয়ে ঘুরি , আর কেউ টিচ করলে তাকে পিটিয়ে পা ভেঙ্গে দেই ,
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতির মাথায় পচন ধরলে এসব অতি স্বাভাবিক
ইতিহাস পড়ে এমনটাই পাই
যারা এই প্রশ্ন প্রণয়ণ করেছেন, তারা আদৌ সুস্থ রয়েছেন কিনা সন্দেহ রয়েছে।
শুভেচ্ছা রইলো আপনার জন্য।
মন্তব্য করতে লগইন করুন