উঁচু মানের লোক

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৯:১২ রাত

আয়নার সামনে দাঁড়িয়ে আছো।

অথচ আয়নার মাঝে দেখছো পৃথিবীর মানুষকে।

কে কতটা খাটো, লম্বা কিংবা চিকন।

খুঁজছো তার অঙ্গ-প্রতঙ্গের কালো তিলক,

মস্তিস্কের ভিতর চিন্তার ভ্রুনগুলো।

মাঝে মাঝে আক্রমণাত্মক ভঙ্গিতে

আঘাত হানো মানুষের মস্তিষ্কে।

লাজ-লজ্জা ছেড়ে অন্যের লজ্জার কারণ হয়ে দাঁড়াও,

বুঝিয়ে দাও আফ্রিকার জঙ্গলের

কোন গোত্রে তোমার আদিবাস।

-

ইদানিং সভ্যতার মুখোশ পরে মানুষকে চ্যালেঞ্জ

দিতে চাইছো কত উচ্চ 'মান' বহন করো তুমি।

-

চোখের মাঝে জমে থাকা অহংকারের পর্দা সরাও,

হ্রদয়ের বন্ধ দরজা খুলো,

এবার তাকাও আয়নার সামনে;

দেখো আয়নার মাঝে দাঁড়িয়ে আছ তুমি,

পৃথিবীর অন্যকোন মানুষ নয় ।।।

বিষয়: বিবিধ

৮১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267709
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫১
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১১
212127
বদরুজ্জামান লিখেছেন : ধন্যবাদ
267849
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৩
212128
বদরুজ্জামান লিখেছেন : আল্লাহ আপনাকেও জাজায়ে খায়ের দান করুন।ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File