মা!আজো স্বপ্ন দেখি,

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৯:৩৪ রাত



বলি বলি করে বলতে পারিনি আর

তবে বলব বলব করে ভেবেছি শত বার

আজ তা হলে বলেই ফেলি,শুনে নে শুধু একবার

জানিস মা তোদের ভালবাসি কোটি কোটি বার ।।

কথাটা আগে বলেছি নির্ঘুম জোনাকীদের কানে কানে

আমার সেই ভালবাসা আজো তোদের খোজে সকাল সাঝে,

তাই রাজহংসের মত ডানা ঝাপটিয়ে ভেসে বেড়ায় নয়নের স্বচ্ছ জলে।

হৃদয়ের নদীটির তীরে খেলা করিস কিন্তু ঢিল ছুড়েসনে সেই নদীর বুকে।।

এখনো কি তোরা আগের মত ছুটাছুটি করে গায়ে কাদা মেখে ফেলিস?

কিচ্ছু হবে না স্নান সমার্পন করেনিস সেই নদীর পাড়ে সান বাধানো ঘাটে।

নাকি অনেক বড় হয়েছিস ভেবে গুটিয়ে নিয়েছিস ঘন শুভ্র কুয়াশার ভয়ে?

তাই খোকারা ভয় পেয়ে এখন আর আগের মত ঝাপ্টিয়ে ধরে না মাকে,

বলতাম মিষ্টি হেসে ভয় পাচ্ছিস কেন?

আল্লাহ যাদের সাথে থাকে ভয় কি তাদের থাকে?

এখন কাকে বলিস ?

বিদ্ধা বুদ্ধি সবই পারি যদি থাকিস মা তুই বসে পাশে

ঘুম পাড়ানির গান টা বল না মা মাথায় হাত টা বুলিয়ে বুলিয়ে

ঘুমের বান করে থাকতি যখন যাবার বেলায় দেখি আচলটি আসছে না সাথে

মা!আজো স্বপ্ন দেখি, তোরা কোরান সুন্নাহর হেদায়াতের পথে চলে

এনে দিবে পরকালে সোনালী রো্দ্রু ভরা সবুজ জান্নাতী এক উদ্যান।



বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267703
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৩
বুড়া মিয়া লিখেছেন : ছবিতে ওরা কে?

আপনিতো মেয়ে, এখানেতো সব ছেলে দেখা যাচ্ছে ...
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪২
211456
সত্যলিখন লিখেছেন : আমার বড় ৩ ছেলে আর মুখে হাত দেওয়াটা আমার সাহেবের বর ভাইর ছেলে । এই ৪ টা কে এক্ সাথে লালন পালন করি । যৌথ সংসারে ওরা বড় হয়। তাই চার জনেই আমাকে মা ডাকে ।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৬
211458
বুড়া মিয়া লিখেছেন : ছবিগুলা দেখে মনে হচ্ছে এগুলো অনেক আগের আমলের।

যদি কিছু মনে না করেন, আপনার বয়স কতো?
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫২
211460
সত্যলিখন লিখেছেন : ছেলে রা ৩জন আমার টিনএইজের। বর্তমানে ৪৪ বছর চলছে।আমার বড় ছেলের এইজ ৩০ চলছে।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৬
211461
বুড়া মিয়া লিখেছেন : আইশ-সর্বনাশ!

আমি তো মনে করছিলাম, আপনি আমার চাইতেও ছোট – এই জন্য অনেক জ্বালাময়ী বক্তব্য দেন, এখন দেখা যাচ্ছে – আপনার ছেলের বয়সী আমি!

আগে যে আপনাকে ঝাড়ি-মার্কা কথাবার্তা বলেছি, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৫
211466
সত্যলিখন লিখেছেন : আমি যে কত বার বলেছি আমি ২ জন নাতি নাতনির দাদী হয়েছি ।আমার কথা তো কানে তুলেন নাই ।
আমি তো আপনার কথায় কোন কিছু মনে করি নাই । কারন আমি ইসলামের যে পথ পছন্দ করেছি এই পথে এই রকম ঝাড়ি আর ঝাড়ুর সব খেতে হয় ।কিন্তু কিছুই মনে রাখি না । কারন আমরা সবাই ব্লগে একই পরিবারের সন্তান এর মত । এখানে কেউই কারো কথায় মনে কিছু নেন না ।
আর ছেলের বয়সের বলে তো আরো আকাশের হৃদয়ের বিশালতা বাড়ায়ে দিলেন। তাই ক্ষমার তো প্রশ্নই আসে না। আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দান করুন।
267708
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫০
কাজী লোকমান হোসেন লিখেছেন : ছবিতে বাচ্চাগুলো কিউট Rose অনেক ভালো লাগলো Rose , এই রকম লেখা আরও চাই , ধন্যবাদ Thumbs Up Thumbs Up
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৬
211462
সত্যলিখন লিখেছেন : আমার আব্বুদের জন্য দোয়া চাইবেন , তারা যেন হেদায়াতের পথে চলতে পারে সারা জীবন। আন্দোলনের যেই শপথ নিয়েছে । ৫ ছেলেই যেন তা ধরে রাখতে পারে ।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৮
211463
সত্যলিখন লিখেছেন : ইনশাল্লাহ আমি অসুস্থ্যতা নিয়েও অনেক সময় লিখে যাই । আল্লাহ ভাল জানেন কি লিখান তিনি আমাকে দিয়ে ।আমি জানি না।
267726
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫২
211601
সত্যলিখন লিখেছেন : আল্লাহ আমার দুষ্ট ছেলে গুলো সহ সব ছেলে গুলোকে নেক হায়াত ও উত্তম পুরুস্কার দান করুন।
267746
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:২৮
আবু সাইফ লিখেছেন : আজো স্বপ্ন দেখি, তোরা
কোরান সুন্নাহর হেদায়াতের পথে চলে
এনে দিবে পরকালে
সোনালী রো্দ্রু ভরা
সবুজ জান্নাতী এক উদ্যান।


আ মী ন
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩১
211717
সত্যলিখন লিখেছেন :
267764
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২১
মামুন লিখেছেন : নেক ভালো লাগলো লিখাটি।
সেই সাথে কিউট বাবুগুলোও। ওদের জন্য আআম্র পক্ষ থেকে এত্তো এত্তো ভালো বাসা পয়ছে দিবেন।
সবাইকে নিয়ে আল্লাহপাক আপনাকে অনেক ভালো রাখুন।
জাজাকাল্লাহু খাইর। Rose Good Luck
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
211718
সত্যলিখন লিখেছেন :
267848
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
ফেরারী মন লিখেছেন : আজো স্বপ্ন দেখি, তোরা কোরান সুন্নাহর হেদায়াতের পথে চলে । এনে দিবে পরকালে সোনালী রো্দ্রু ভরা সবুজ জান্নাতী এক উদ্যান।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
211720
সত্যলিখন লিখেছেন :
267870
২৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসসালামু আলাইকুম। আপা কবিতা সুন্দর হয়েছে Rose Rose Rose
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
211723
সত্যলিখন লিখেছেন : ওয়ালাইকুময়াসসালাম। আপা আমাকে লজ্জা দিলেন ।আপনার লিখার যোগ্যতার কাছে এটা খুবই নগন্য ।





মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File