মানের লোক...
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০০:২৩ রাত
এই শহরে একজন আছে
নিজেকে খুব জ্ঞানী ভাবে
মানে'র পাল্লা খুব ভারী তার
বুঝিয়ে দেয় ভাবেসাবে।
-
দিন-রাত সে সব মানুষের
দোষ-ত্রুটি খুঁজে
উঁচু মানের লোক তো তাই
কয়জনে তা বুঝে।
-
ইদানিং সে বলে বেড়ায়
সবার সেরা জ্ঞানে গুনে মানে
অমুক তমুক খেলতে আসুক
হারিয়ে দেবো শতরানে।
-
দূর থেকে করে বুকুম-বাকুম
সামনে এলে প্যাঁচা
সমালোচনায় মূখর থাকে
দেয় সবাই খোঁচা।
-
আসলে তার মান ভালো
মেইড ইন জিঞ্জিরা
প্রদর্শনের ও স্টক ভালো
শুধু ফাঁকা পিঞ্জিরা।
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
********************************
মন্ত্রী সাবের মাথায় টাক,
মাথার ভেতর মহা ফাঁক।
গায় গতরে মোটা তাজা,
ভাবখানা তার মহারাজা।
কথায় কথায় গালাগালি,
তার উপরে করতালি।
মনের ভেতর হাট্রিমাটিম,
তিনি ছাড়া সব পঁচাডিম,
চোখ রাঙ্গিয়ে কথা বলেন,
সম্মানীদের চামড়া তুলেন।
প্রথম ধাপেই মন্ত্রী হলেন,
বিষণ তাপে কথা বলেন।
আগে পিছে ভাবেন্না সে,
মিথ্যা বলেন ভেংচি হেসে।
ক্ষমতা তার অনেক বেশি,
যাকে তাকে দিবেন ফাঁশি।
দেশটা তাহার পিতামহের,
আর যতসব ভিন্ন গ্রহের...। অনেক ধন্যবাদ
তবে আপনি যাদের সম্পর্কে লিখেছেন তাদের কেও আমরা চিনি। লিখা খুবই সুন্দর হইছে।পড়ে মুগ্ধ হলাম।তাই আবারো ধন্যবাদ।
ঢাবিতে পড়েন?
কিন্তু আসলে অচেনা। ব্যাপক ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে এভাবে আসলে খুশি হবো।
একজনই কিন্তু বানিয়েছেন।ধন্যবা ।
আমিও পড়েছি
মাথার চুল চিড়েছি।
চিড়লে কিন্তু লোকে বলবে ঠাক্কু
আর দেখা হলে আমি বলব কাক্কু।
মন্তব্য করতে লগইন করুন