অচিন পাখি
লিখেছেন লিখেছেন মুনির রাইয়ান ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২১:৪৪ রাত
নীরব সাধক ছিলে তুমি
ধন্য তোমার জীবনভূমি
সবার প্রিয় মানুষ ছিলে
সফলতা আকাশচুমি।
আজকে তুমি চলে গেলে
অচিন দেশে ডানা মেলে
ক্ষণস্থায়ী জীবন ছেড়ে
স্মৃতির পাহাড় শুধুই ফেলে।
আজকে তুমি অচিন পাখি
করবে না আর ডাকাডাকি
তোমার বিয়োগ ব্যথায় কাঁদে
অশ্রু সজল হাজার আঁখি।
উৎসর্গঃমরহুম প্রিয় হুজুর মাওলানা আব্দুল হান্নান কুতুবী (রহঃ)
বিষয়: সাহিত্য
৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন