এখন আর কেউ আসেনা, কেউ ভালোবাসে না

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:০৪:০৪ রাত

একদা যে মঞ্চ ছিল খাদ্য রসদে ভরা,

নিরাপদ আভাস ছিল,অবাধ স্বাধীনতা ছিল, ছিল নিষিদ্ধ সম্ভার-

এখন ধু ধু মরুর মতোই প্রচন্ড খরা,

এখন কেউ আসেনা, কেউ ভালোবাসেনা, যেন উচ্ছিষ্ট আহার।

তখন অমাবশ্যার রাত ছিল, ছিল জম জমাট মধুময় মেলা-

পাশে ছিল সাহসী স্যার,বসু,চঞ্চলা হরিনী লাকি,ছিল সবাক,

আজ কোথাও কেউ নেই,লাকি নেই,পাখি নেই, সব মিছে খেলা-

নিকশ আঁধার আজ চারিদিক, একি নিক্ষিপ্ত গরম জল?নির্বাক!

তাহলে কি স্বপ্ন ছিল? তাহলে কি মিথ্যা সেই যুদ্ধের সনদ?

এ কেমন বিচার তবে, এ কোথায় আজ শুনি মানবাধিকার?

কই সুলতানা? কই হাসি খুশী,মুরগী চোরা, আমি নই নিরাপদ

এখন কেউ আসেনা, কেউ ভালোবাসেনা, নিক্ষিপ্ত হয় চেয়ার।

বিষয়: সাহিত্য

১০৫৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266640
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৩
মাজহারুল ইসলাম লিখেছেন : কবি সাহেব লাখি আইছে আজকে দেখলাম
266641
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৬
বিদ্রোহী কবি লিখেছেন : আইছে, মাগার সঙ্গে ছিল না,
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২১
210389
মাজহারুল ইসলাম লিখেছেন : হাত ধরছে চ্যানেল আইয়ের খবরে দেখলাম
266647
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৬
বিদ্রোহী কবি লিখেছেন : হায় হায় হাতও ধইরা ফেলাইছে? বাপ্পাই কিছু কইলো না ?
266740
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১১
egypt12 লিখেছেন : ভুঁইফোড় সবই একসময় বাতাস বেরিয়ে স্ব-স্থানের চেয়েও নিচে চলে যায় Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File