আভিজাত্যের সর্বোচ্চ চূড়া আবুধাবীর ডব্লিউ টি সি এডি
লিখেছেন লিখেছেন নয়া জামানার ডাক ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৫:১৬ রাত
আবুধাবীর কর্ণিস রোড ও হামদান রোডের কূল ঘেষে সিটির পুরানা সেন্ট্রাল মার্কেট এলাকায় আড়াআড়ি ভাবে প্রতিষ্ঠিত রাজধানীর সর্বোচ্চ টাউয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এডি (ডব্লিউ টি সি এডি)।দুবাই’র পৃথিবী বিখ্যাত বুর্জ আল খলিফা আর আবুধাবীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাউয়ার সংযুক্ত আরব আমিরাতের সুউচ্চ দালান যা ভ্রমণ পিপাসু ভি আই পি পর্যটকদের নজর কাড়ে। আন্তর্জাতিক প্রপার্টিজ কোম্পানি আল দার প্রপার্টিজের সুনিপন কারুকার্যে তৈরী এ টাউয়ার চোখ জুড়ানো আশ্চ্যর্য সব ডিজাইন এ যুগের প্রযুক্তিবিদদের নতুন সৃষ্টি।গত বছরের জুলাই মাসে লাউঞ্জ হওয়া ৪৭৪ রেসিডেন্স ইউনিটের টাউয়ারদ্বয় ৯২ তলা,৮০হাজার স্কয়ার মিটার উচ্চতা এবং ৩৮২ মিটার প্রস্থ টাউয়ারের ৫৮ তলায় রয়েছে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত সুবিশাল জীম(ব্যায়ামাগার) এবং সুইমিং পুল।আর টাউয়ার দ্বয়ের পাদদেশে সুপ্রষ্টিত আভিজাত শপিংমল ডব্লিউ টি সি মল।মলের মধ্যে রয়েছে ১৬০ টি আন্ত্রর্জাতিক মানের দোকান ও ২০ টিরও বেশি ডাইনিং এবং আট পর্দার সিনেমা হল।এখানে রয়েছে প্রথম বারের মত মধ্যপ্রাচ্যে বিশের সাড়া জাগানো সব বিপনী ষ্টোর-বৃটিশ ডিপার্টমেন্টাল ষ্টোর,হাউস অফ ফ্রাসার,কারেন মিলান, বি সি বি জি ম্যাক্সাসরিয়া,এম মিশনী,রোডেও ড্রাইভ,গেরী ওয়েবার এবং ভাইয়া রোডেও’র মত বিশ্বমানের ষ্টোর। মলের তৃতীয় তলা পুরুটাই ফুড কোর্ট যেখানে রয়েছে আন্তর্জাতিকমানের খাবার পরিবেশক রেস্টোরেন্ট নান্ডুস,শেইক শেক,ফ্যাট বার্গার,পি এফ চান্স,স্টারবাকস,ডোমি ক্যাফে,কোস্তা ক্যাফে এবং ব্রাইওসি ডোরী’র মত নামি দামী রেস্টোরেন্ট।সম্পূর্ণ কাঠের তৈরী এ শপিংমলে আভিজাত সব পণ্য সামগ্রী পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে রীতিমত।আরবি ও ইংরেজদের জন্য আলাদা স্টাইলে তৈরী এ মলে বলিউড তারকাদের ভিড় জমে প্রতিনিয়ত।বিশ্ব সাড়া জাগানো সব ব্রান্ডের পণ্য সামগ্রী এ মলে শোভা পায় যা মডেলারদের দৃষ্টি আকর্ষণ করে। 





বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন