টুডে ব্লগের ভাইয়া - আপুরা আমি কি ভূল করেছি ? Give Up Give Up Give Up

লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩২:৫৪ রাত

গত কাল এক বাংলাদেশী ভাইয়ের সাথে দেখা হওয়ার পর উনি আমার কাছে জানতে চাইলেন আমি কি করি ? নিজেকে একটু আলাদা ভাবে প্রকাশের জন্য বললাম ভাই লেখা লেখি করি Big Grin। উনি শুনেই এতটা আবেগময় হয়ে আমার হাত ধরে বলেন ভাই আপনার মত ব্যক্তির সাথে পরিচিত হতে পেরে আমি গর্বীত I Don't Want To See। ভাই আপনাকে আমার বাসায় যেতে হবে দুটো ডাল-ভাত Cookখেতে হবে। ভারী বিপদে পড়লাম। ইচ্ছা না থাকলেও যেতে হল। ঘরে ডুকার সাথে ভাই বলল এই দেখ কাকে নিয়ে এসেছি। উনি লেখা লেখি Tongueকরে।তাড়াতাড়ি রান্না-বান্না Cookকর। ভাবী বলল আমি অনেক কিছু রান্না করেছি।আমার মন বলছিল আমাদের বাসায় কনো মেহমণ Give Upআসতে পারে তোমার সাতে তাই।

খাওয়ার টেবিলে ভাবী জানতে চাইল আমি কোথায় লেখা-লেখি করি ভাবীকে টুডে ব্লগের Unluckyকথা বললাম। ভাবী কে বললাম খাওয়ার পর আপনাকে দেখাব আমি কি লেখা -লেখি Day Dreamingকরি। ভাবী খুশী হয়ে নিজ হাতে তুলে Happyখাওয়ালেন।

খাওয়া শেষে টুডু ব্লগে লগ ইন করে একটা কমেন্ট Tongueকরে দেখালাম।এই দেখেন আমার লেখার কি গুরুত্ব Big Hugসাথে সাথে প্রকাশ করে দিয়েছে কতৃপক্ষ। ভাবী বলল ভাই আপনার নাম কেন এবেলা- ওবেলা। Music বললাম ছদ্মনামে লিখে সব বিখ্যাত ব্যক্তিরা -আমিও Big Grinতাই।

ব্লগার ভাই এবং আপুরা আমি যে এভাবে লেখা-লেখির কথা বলে একজনের বাসায় ভূরি ভোজ করলাম Thinking Thinkingএট কি ঠিক হয়েছে? আপনাদের কাছে জানতে চাই? Waiting Waiting

বিষয়: বিবিধ

১৮৮৪ বার পঠিত, ৬১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266639
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৮
আফরা লিখেছেন : আপনি এত চাপাবাজ তাতো জানতাম না । আজকে থেকে আপনার নাম চাপাবাজ ভাইয়া ।
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৭
210380
মাজহারুল ইসলাম লিখেছেন : আমি আর কিছু বললাম না
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০০
210382
এবেলা ওবেলা লিখেছেন : আপু আপনি তো ফরেন দেশে থাকেন - তাই আপনি নিজেই বিখ্যাত বৈদেশে থাকেন বলে আমার বাংলা মায়ের সব মানুষের কাছে আপনি দেশে আইলে সবাই আপনারে এমনে ডাইকা খাওয়াইব। আর আমাগোরে কেউ মূল্যায়ণ করে না ।তাই লেখা-লেখি করি বলে একটু ভূরী বোঝ করলাম --Tongue Tongue
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১১
210385
আফরা লিখেছেন : আর যত যাই বলেন আপনার নাম আজকে থেকে চাপাবাজ ভাইয়াই ।
০৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৪
215513
এবেলা ওবেলা লিখেছেন : আফরা আপু হ্যরি ভাইয়া এই পোষ্টের ১৯ ং কমেন্টে ঈদ মোবারক জানাইছে-- আমি উনার হয়ে আপনাকে পোছাইয়া দিলাম উনাকে ঈদ মোবারক বলতে ভূলবেন না--
@আফরামণি,

@ ব্লগার আফরা
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
215527
আফরা লিখেছেন : আপনাদের দুইজনকেই ঈদ মোবারক @ সূর্যের পাশে হ্যারিকেন ভাইয়া @ এবেলা ওবেলা ভাইয়া ।
266643
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১১
সুশীল লিখেছেন : ভালো লাগলো Tongue Tongue
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২২
210390
এবেলা ওবেলা লিখেছেন :
Tongue Tongue
266656
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৪
দিগন্তে হাওয়া লিখেছেন : খারাপ লাগেনি Applause Applause
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫০
215184
এবেলা ওবেলা লিখেছেন : দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--- আপনার উৎসাহের জন্য ধন্যবাদ--
266658
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২৮
বৃত্তের বাইরে লিখেছেন : দাওয়াত খেলে দাওয়াত দিতে হয়। ওই ভাই ভাবীকে আপনার নিজের হাতে তৈরি রুটির দাওয়াত দিবেন। ভুল হয়েছে কিনা ওনাদের মন্তব্য শুনে বুঝা যাবে
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৭
215185
এবেলা ওবেলা লিখেছেন : আপনি দেখি আমারে লস প্রজেক্টে নামাতে চাচ্ছেনWorried - যাও একদিন ফ্রী খাইলাম - আমি একা খাইয়ে দুজন কে দাওয়াত করে খাওনোSurprised -তবে আপনি যদি রান্না করে পাঠান তাহলে কথা দিচ্ছি উনাদের কে দাওয়াত করে খাওবোTongue

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী-
০৪ অক্টোবর ২০১৪ রাত ০১:০০
215405
বৃত্তের বাইরে লিখেছেন : এই নিন চুলা থেকে একদম গরম গরম রান্না করে নামালামRolling Eyes Angel ঈদ মোবারাক!!Good Luck Good Luck

০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৯
215423
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @বৃত্ত আপুনি.... আমিও খাবো Crying ওবলা ভাইয়া এত্ত এত্ত খাবার খেতে পারবে না একা একা..... আমিও ......... Broken Heart Broken Heart
০৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৬
215517
এবেলা ওবেলা লিখেছেন : এবেলা ওবেলা লিখেছেন : আপনি যে এই কাজে এত পারদর্শী জানা ছিল না- সংসার সুখের হয় রমণীর গুনে -সেটা আপনার মনের মানুষ টি হাতে নাতে ফল পাবে -- আমার মনে হ।আপনাকেও ঈদ মোবারক। @বৃত্তের বাইরে--

আফরা আপু এত খাবার আমি একা কেমনে খাব আপনার জন্য ও থাকল যখন মন চায় খেয়ে নেবেনHappy @ আফরা
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
215536
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওহে পন্ডিত ভাইয়া @ওবেলা..... চোখে ঝাপসা দেখতেছেন বুঝি, নাকি আকাবাকা রুটিদিয়ে কুরবানীর গোস্ত বেশি খেয়ে ঝিমুনি ধরেছে? এই কমেন্টএর কোথাওতো আফরাপুর প্রতিমন্তব্য দেখলাম না Time Out Frustrated Time Out তো খাওয়ার জন্য উনাকে টেনে আনলেন কেনু কেনু? Time Out Frustrated Time Out আমাকে দিতে ইচ্ছে করতেছে না বুঝি Surprised Frustrated Surprised
266668
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:১০
কাহাফ লিখেছেন : বড় কপালের অধিকারী আপনি,বুঝতে পারছি তা।কয় হাত লম্বা তা মাপতে পারেন নিজেই।দাওয়াত খেয়েছেন ভালো কথা,তবে সাথে আমাকে রাখলে আরো ভাল হতো.......লিখতে না পারলেও আমিও দু'একটা মন্তব্য করে থাকি তো............।
সামনের বার ভুইলেন না যেন.......। Hypnotised Hypnotised
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৮
215186
এবেলা ওবেলা লিখেছেন : ভাই সামনের বার যাওয়ার আগে আপনি কেন ভাবী কেও দাওয়াতের খবর আগে বাগে জানাব-- কথা দিচ্ছি---Happy

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১১
215196
কাহাফ লিখেছেন :

আমাকে জানালেই হবে,ভাবী সহ ই আসতে চেষ্টা করবো।
দেরীতে হলেও জবাব দিয়েছেন এটাই তো অনেক,নো স্যরি.....।Good Luck
266673
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩৪
তায়িফ লিখেছেন : সবই বুঝলাম কিন্তু ভুল বানানটা কেন ভুল করলেন সেটা কি বলা যায়?
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০০
215187
এবেলা ওবেলা লিখেছেন : ভাই ভূল করে ভূল দাওয়াত খাওয়ার কারণে হয়েছে মনে হয়-- মনে কিছু নিয়েন না-Yawn

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
266683
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৪২
নূর আল আমিন লিখেছেন : ভাইয়ু আন্নে এত্তগোলা চাপাবাজ :-P
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৩
215188
এবেলা ওবেলা লিখেছেন :
Surprised

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
266688
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২০
মামুন লিখেছেন : না, আপনি ভুল করেন নি। যেচে তো আর খেতে চান নি। আপনি কি করেন জানতে চাওয়াতেই তো লেখালিখি করেন জানিয়েছেন। তবে আপনি যদি 'আমি লেখালিখি করি' লেখা কোনো প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে কারো বাসায় খাবার পায়তারা করতেন, তখন না হয় অন্য কিছু লিখার কথা ভেবে দেখতাম। Rose Good Luck
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৪
215189
এবেলা ওবেলা লিখেছেন : ভালই বলেছেন মামুন ভাইHappy Happy

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
266714
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনিতো আমাদের জন্য খাবারের ছবি এবং সেই ভাই ভাবীর ছবি শেয়ার করতে পারতেন Sad আমরা না হয় দেখেই অর্ধভোজণ করে নিতাম Loser আপনি ওবেলায় খেয়ে এসে এবেলায় জানালেন তার জন্য ধন্যবাদ Eat Eat Eat
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৭
215192
এবেলা ওবেলা লিখেছেন : আপু ছবী তুলার রিক্স নি নাই -- এর পর যদি আমার ভূয়ামি ধরে পড়ে -- তাই তাড়াতাড়ি কেটে পড়েছি-- আপনি যদি আমাকে এভাবে দাওয়াত দিয়ে খাওয়ান - তাহলে ছবী কেন পত্রিকায় নিউজ চাপানোর ব্যবস্তা করতামTongue

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৩
215212
ফাতিমা মারিয়াম লিখেছেন : ছবি তুললেই বুঝি ভুয়ামী ধরা পড়ে?Smug Tongue
১০
266734
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০১
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : খারাপ হয়নি মোটেও। তবে কী কী খেলেন?
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৯
215194
এবেলা ওবেলা লিখেছেন : ভাইরে কত কি -- মনে রাখবার পারি নাই-- ভবীষ্যতে এরকম ঘটলে লিখে রাখব -ঠিক করেছি - আপনাকে জানানোর জন্যHappy

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
১১
266736
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৬
egypt12 লিখেছেন : হুম লেখার বিনিময়ে খাদ্য কর্মসূচী-লেবিখা তো ভালোই খারাপ না...মাঝে মাঝে ভিন্ন টেস্ট পেতে চলতে পারে Happy
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৪
215198
এবেলা ওবেলা লিখেছেন :


লেখার বিনিময়ে খাদ্য কর্মসূচী- এ রকম ঘটার ভয়ে এর মধ্যে আমি নাইWorried

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
১২
266749
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৯
আবু আশফাক লিখেছেন : আমিতো হগ্গল সময়ই কই যে, আমি লেহালেহি করি। মাগার কেউ দাওয়াত দুরে থাক, বেড়াতে যেতেও কয় না!!!!!!!!!!!
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৯
211028
আফরা লিখেছেন : বুঝেছি ভাইয়া আপনি উনার মত চাপাবাজি করতে পারেন না । তাই আপনাকে কেউ দাওয়াত খাওয়ায় না ।

ভাইয়া আপনার আড্ডা পোষ্টের খবর কি ?আর কি আড্ডা হবে না ভাইয়া ।
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৭
211348
আবু আশফাক লিখেছেন : বিদগ্ধ ব্লগাররা আড্ডায় না আসায় আড্ডা জমে না। তবে আফরা মনি আড্ডায় থাকলে অবশ্য অন্যদের তেমন লাগেও না!!
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৬
215199
এবেলা ওবেলা লিখেছেন : আমার মত একটু খানি বুদ্ধি খাটান-- দেখবেন দাওয়াত কেন আরো কিছু পাইবার পারেনTongue

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
১৩
266751
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০২
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৮
215200
এবেলা ওবেলা লিখেছেন :
Worried Worried

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
১৪
266765
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লেখালেখির কথা শুনেই খাওয়াইল...
আল্লাহ আমি এতদিন ধরে লিখি কিন্তু কেউ একটাকার বাদাম ও খাওয়াইলনা।
তবে মনে হয় আপনি চেক লেখেন মনে করছিল!!!
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২০
215202
এবেলা ওবেলা লিখেছেন : খালি লেখা লেখি করলে হবে এর সাথে চাপবাজী করা জানতে হয়-- চেষ্টা করেন আমার মত দেখবেন কপাল খুইলা গেছেTongue

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
১৫
266772
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভাইরে খাওয়া তো দূরের কথা ব্লগ লেখি শুনলেই নাউজুবিল্লাহ , আস্তাগফেরল্লাহ পড়া শুরু কইরা দেয় , ব্লগে নাকি নাস্তিকেরা লেখালেখি করে , আর আপনারে খাওয়ায় !! ভাই ঠিকানা দেন এখুনি আইতাছি Cheer Cheer Rolling on the Floor Rolling on the Floor Call Me Call Me
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৩
215203
এবেলা ওবেলা লিখেছেন : সমাজ বদলানোর দায়িত্ব আপনার এবং আমার তাই যারা ব্লগ লেখা নিয়ে এভাবে ভাবে তাদের বদলানোর চেষ্টা করি আসুন আমি এবং আপনি-- ধন্যবাদ কমেন্টের জন্য।

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
১৬
266938
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
বুড়া মিয়া লিখেছেন : আমাদেরকে ভাগ না দিয়ে ব্যাপারটা য়ামাদের মাঝে জানাজানি করায় খুবই খারাপ হয়েছে কাজটা; তবে ভাগ দিলে হয়তো অন্যভাবে দেখা যেতো ...
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৫
215204
এবেলা ওবেলা লিখেছেন : ভবীষ্যতে এরক হবে না আপনাকে না জানিয়ে-- কথা দিলামHappy

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
১৭
267034
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১২
মাহাভূব আল হাসান লিখেছেন : হুম Eat
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৯
215208
এবেলা ওবেলা লিখেছেন :
Give Up Give Up

দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--

১৮
271181
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দেরীতে কমেন্ট করার জন্য সরী-- Love Struck Love Struck Tongue Tongue
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:১৮
215353
এবেলা ওবেলা লিখেছেন : আপনি মনে হয় প্রথম এলেন কিছু বলার জন্যHappy Happy -- ধন্যবাদ থাকল। Good Luck Good Luck
আরেকটি কথা হাসি-খুশির আনন্দ মাখা জীবন মেনে পথ চলায় আমি বিশ্বাসী - তাই আপনার সাথে কিছু দুষ্টামি করি-- তাই ভুল হলে জানাবেন - আশা রাখছিYawn Yawn
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:১৮
215378
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি ২ম? Crying Crying Crying আমিও শিউর না :Thinking phbbbbt phbbbbt ওক্কে ভাইয়া......... সীমার ভিতরে থেকে দুষ্টুমি করতে ভালো লাগে আমারও। তবে যেহেতু আমিও মানুষ, আমারও ভুল হয়। আমাকেও ভুল হলে জানাবেন, আমার আচরনে মনে কষ্ট পাইলে জানাবেন, নিজেকে শুধরিয়ে নেবো ইনশা আল্লাহ্ @ওবেলা ভাইয়া
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:২৭
215380
আফরা লিখেছেন : অনেক ভাল লাগল----------এবার দুইজনে সই পাতেন @এবেলা ওবেলা ভাইয়া ও @ সূর্যের পাশে হারিকেন ভাইয়া ।
০৪ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৪
215439
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :

@আফরামণি, ও @এবেলা ওবেলা ভাইয়া
০৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৬
215515
এবেলা ওবেলা লিখেছেন : ভাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক এবং প্রাণঢালা শুভেচ্ছা -- আফরা আপুর ১ং কমেন্টে আপনার ঈদ শুভেচ্ছা পৌঁছিয়ে দিয়েছি আপনার পক্ষ থেকে---Happy Happy
১৯
273557
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
আবু জারীর লিখেছেন : লেখালেখির কথা এখন দেখছি আর কাউকে বলা যাবেনা। যদি কেউ এমন করে খেতে নিয়ে যায় তাহলে বিপদ আছে। এখন মেপে মেপে খেতে হয়। আগের দিন আর নাই। আল্লাহর ইচ্ছায় সুস্থ আছি কিন্তু সাবধানতার মাইর নাই সেজন্যই আগাম ডায়েটিং
এমন খাতির যত্নের জন্য ভাই ভাবি দেবর সবাইকে শুভেচ্ছা।
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
217550
এবেলা ওবেলা লিখেছেন : ভাইয়া আপনার অনুমতি ছাড়া পোষ্ট দেওয়াতে রাগ করেন নি তো-- এনি হাউ আমি আপনাকে চিনি-- আর সেখান থেকে আপনার এই প্রতিভা চোখে পড়াতে লোভ সামলাতে পারলাম না---

আপনার এই প্রতিভার আরো বিকশিত করবেন -- এই আশা রাখছি-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File