বহুমুখী সেবা নিয়ে ইউএই গ্রাহকদের দোরগোড়ায় ডিজিটাল মেশিন
লিখেছেন লিখেছেন নয়া জামানার ডাক ২৫ জুন, ২০১৬, ০৪:৫৫:৫৫ রাত
কালের আবর্তে আধুনিক বিজ্ঞান মানবসভ্যতার জীবনযাত্রার মান প্রযুক্তি নির্ভর করেছে। ক্রমান্বয়ে মানুষের প্রয়োজনীয়তাকে দিন দিন সহজলভ্য করে তুলছে। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের কিয়স্ক আইটি সিস্টেম ট্রেডিং কোম্পানি নিয়ে এসেছে এনটিপেইমেন্ট সিস্টেম নামে বহুমুখী মানিট্রান্সফার সেবার ডিজিটাল মেশিন।
এটিএম বুথের মতো এ ডিজিটাল মেশিনের মাধ্যমে বিশ্বের দুশটিরও বেশি দেশে টাকা পাঠানো যায়। এসব দেশের মোবাইল অপারেটরে ব্যালান্স ট্রান্সফার বা ইজিলোড করাসহ পার্কিং পেইড, টেলিফোন বিল, ইন্টারনেট, টিভি বা ডিশঅ্যান্টেনা বিল প্রদানের মতো টাকা আদান-প্রদানসহ বিভিন্ন কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থাও আছে এ ডিজিটাল বুথে। প্রায় সাত বছর আগে প্রথম রাশিয়ায় চালু হয় এ বহুমুখী সেবার
বুথ। ২০১৩ সালের অক্টোবরের শেষের দিকে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ ব্যবসায়িক সেবা কার্যক্রম শুরু করলে বর্তমানে এ সেবার পরিধি ক্রমান্বয়ে বাড়তে চলছে। আমিরাতের দুটি ব্যবসায়িক জোনে (আবুধাবি, দুবাই-শারজা) আবুধাবিতে এর বুথ সংখ্যা রয়েছে ৫৬০টি ও দুবাই-শারজা জোনে রয়েছে ২৭৬টিসহ মোট ৯৮২টি বুথ। সপ্তাহের প্রতিদিনই এ বুথ সার্ভিস দিয়ে যাচ্ছে। ওই ব্যবসায়িক সংস্থার ডেভেলপমেন্ট ম্যানেজার মুহাম্মদ জিহাম আনসারীর সঙ্গে যোগাযোগ করলে চলতি বছরে আরো ৭৮০টি বুথ নতুন স্থাপন করা হবে বলে তিনি জানান।
বিভিন্ন দোকানপাট, ক্লিনিক, গ্রোসারি বিশেষ করে মোবাইলের দোকান ও লোকালয়পূর্ণ এলাকায় এ বুথ স্থাপন করা হয়েছে। এ ডিজিটাল ব্যবসায় যেমন কোম্পানি লাভবান হয়, তেমনি স্থাপিত বুথের স্পন্সরকেও প্রতিমাসে বিদ্যুৎ বিল বাবদ ২২০০ টাকা ও লেনদেনের ১ শতাংশ করে দেয়া হয়।
উল্লেখ্য, এ ডিজিটাল বুথের মাধ্যমে সর্বনিম্ন ৫ দেরহাম থেকে সর্বোচ্চ অঙ্কের যে কোনো অ্যামাউন্টের মোবাইল ব্যালান্স রিচার্জ করা যাবে। অন্যদিকে এটা ব্যবহারের ফলে কোনো দুর্ভোগ পোহাতে হবে না বলে কর্তৃপক্ষ জানায়। গ্রাহকদের মতে, সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার এর ব্যবহার বেশি হওয়ায় সিস্টেম ধীরগতিতে থাকে। অন্যথায় কোনো বিড়ম্বনা ছাড়া নিজ নিজ তত্ত¡াবধানে এ সেবা উপভোগ করা যায় যা অন্য প্রতিষ্ঠানের মতো টিকেট নিয়ে লাইনে অপেক্ষা করার প্রয়োজন পড়ে না।
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন