তাহার সাহায্য কামনা করি... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৫ জুন, ২০১৬, ০৫:৩১:২৪ সকাল

ভুল গুলো সুধরাতে যাই
প্রতিনিয়ত মনকে সাথে নিয়ে,
ভুল তবুও রয়ে যায়
যায়না ভুল গুলো পালিয়ে।
![]()
ভুলের কোন স্বামী নেই
নেই তার সংসার জগৎ,
ভুল গুলো শয়তানের সহযোগী
মানুষকে করে আঘাত।
![]()
ভুলের কারণে কিপ্ত দেখি
শুভাকাংখী ও স্বজনদের মুখ,
কোনো ভুল দেখলে তবে, শত্রুরা
অনুভব করে নিজের ভেতরে সুখ।
![]()
শত্রুরা কামনা করে ভুল হোক
বদনাম রটুক জনে জনে,
ভুল কিছু পেলে জোড়া
লাগিয়ে পৌঁছে দেয় কানে কানে।
![]()
নিজের লাভ না হলেও
তিনি খুঁজেন মনের লাভ,
তাহার ভিতরে হিংসার আগুন
আছে সততার অভাব।
![]()
ভুল গুলো পালিয়ে যাক
ফিরে আসুক আত্মশুদ্ধি,
কর্ম হোক গতিশীল
প্রকাশিত হোক সঠিক জ্ঞান বুদ্ধি।
![]()
সঠিক পথে সঠিক সিদ্ধান্তে
সৃষ্টি হোক নতুন দ্বারা,
তিনি সব কিছুতে সর্বশক্তিমান
সব কিছুতে তাহার ইশারা।
![]()
তাহার সাহায্য কামনা করি
ভুল সুধরে নিয়ে এগিয়ে চলার পথে।
পরিকল্পনা যেন না হয় বাধাগ্রস্ত
কোন নতুন ভুলের আঘাতে।
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন