১৯৪ জঙ্গির কে কোন মাদরাসার ছাত্র?

লিখেছেন লিখেছেন নয়া জামানার ডাক ২০ জুন, ২০১৬, ০৪:৫৬:৩৪ রাত



জঙ্গি শব্দটি উর্দ্দু শব্দ জঙ্গ থেকে এসেছে যার অর্থ যুদ্ধ। যে যুদ্ধ ক্ষেত্রে বা রণাঙ্গনে জীবন বাজী রেখে জীবণপণ লড়ে সেই জঙ্গি। সম্প্রতি আমাদের দেশীয় মিডিয়ায় জঙ্গি শব্দটি প্রতিনিয়ত শুনা যায় । এ শব্দটি পার্বত্য চট্রগ্রামের বিচ্ছিন্নতাবাদী পাহাড়ী সন্ত্রাসীদের ক্ষেত্রে অধিকতর প্রযোজ্য , কেননা তারাই আজীবন জঙ্গি তৎপরতায় তৎপর থাকে এবং হুমকি দেয় রীতিমত। কিন্ত তাদের প্রতি এ শব্দটি ব্যবহার হয় না। কিন্ত সরকারের দায়িত্ববান এমপি-মন্ত্রী, রাষ্ট্রীয় প্রতিষ্টানের কর্তা ব্যক্তিগণ ও বামপন্থী রাজনীতিবিদরা এ শব্দটি পাইকারী হারে মিডিয়ার মাধ্যমে ব্যবহার করছে। এর আগে বলত মৌলবাদী, এখন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হারিয়ে জঙ্গি প্রচারেই মহা ব্যস্থ। উদ্দেশ্য একটাই ইসলাম পন্থী রাজনৈতিক দলের কালিমা লেপন করা। দেশের কোথাও কোন ঘটনা সংঘটিত হলে বিনা তদন্তে প্রচার করা হয় এটা জঙ্গিরা ঘটিয়েছে। তাদের সুরে সুর মিলিয়ে পশ্চিমা বিশ্ব যখন জঙ্গি আস্তানার অভিযোগ করল তখন স্বরাষ্ট্র মন্ত্রী সাফ জানিয়ে দিল এদেশে কোন জঙ্গি নেই। তাহলে কেন এর আগে বলা হয়েছিল কওমী মাদরাসা জঙ্গি তৈরীর কারখানা? মসজিদ মাদরাসা বন্ধ না করলে অরাজকতা থামবে না। কেন জুমা মসজিদে খতীবকে নজরদারী করা হয়েছিল ?

এ সব প্রশ্নোত্তর খোলাসা হয়েছে সর্বশেষ চট্রগ্রামে এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আক্তারকে নগরীর জিইসি মোড়ের আর নিজাম রোডে তাদের বাসার কাছে তাকে গুলি করে দুর্বৃত্ত হাতে নৃশংসভাবে খুন হওয়ার পর। এ হত্যাকান্ডে দীর্ঘ এক সপ্তাহ দেশ ব্যাপি সাঁড়াশি অভিযানে প্রায় ১৫ হাজার গণগ্রেপ্তারে, ১৯৪ জন জঙ্গি বলে পুলিশ প্রশাসন জানিয়েছেন কিন্ত তার মধ্যে একজনও জঙ্গি তৈরীর কারখানা কওমী মাদ্রাসার( কর্তা ব্যক্তিদের ভাষায়) ছাত্র ছিল তা এখনও প্রমাণিত হয়নি। এখন জনতার প্রশ্ন , তাই যদি হয়ে থাকে তাহলে কেন কর্তা ব্যক্তিগণ মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যায়। এর ফলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। বিনষ্ট হয় রাষ্ট্রের আইনের শাসন। নিরবে নিভৃতে কাঁদে বিনা বিচারে গ্রেপ্তার হওয়া বিচার প্রার্থীরা।





বিষয়: বিবিধ

৫৪৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372569
২০ জুন ২০১৬ সকাল ১০:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জঙ্গি ধরার চেয়ে পুলিশের ব্যবসা জরুরি!
372575
২০ জুন ২০১৬ দুপুর ০১:০৩
আবু জান্নাত লিখেছেন : ভাই এসব যুক্তিতে আমাদের দেশের মিডিয়া অন্ধ।
তারা দাড়ি টুপি সহ্য করতে পারে না। তাই জঙ্গী শব্দ ব্যবহার করে নিজেদের মনের জ্বালা মেটায়। বর্তমান সময়ের শ্রেষ্ঠ জঙ্গী ছাত্রলীগ। ভার্সিটিগুলোতে এটাই প্রমাণিত।


372686
২১ জুন ২০১৬ রাত ০৪:৩১
নয়া জামানার ডাক লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File