অপেক্ষিত

লিখেছেন লিখেছেন মুনির রাইয়ান ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০০:১৯ সকাল

কালো মেঘে আকাশ ভারি

ডাকে গুড়ো গুড়ো,

একটু পরে ঝমঝমিয়ে

বৃষ্টি হবে শুরু।

মেঘের সারি থমকে আছে

আকাশ আঙিনাতে,

এই বুঝি সব ধমকে এলো

ক্রদ্ধ ভঙ্গিমাতে!

সকাল হলো সেই যে কবে

রোদে উঠেনি হেসে,

মেঘরা সবাই আকাশটাকে

ধরছে ভীষণ ঠেসে!

রোদ বেচারী অপেক্ষিত

মেঘরা কখন যাবে,

বিশ্ব আবার দেখে যাওয়ার

সুযোগ কখন পাবে!

বিষয়: সাহিত্য

৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File