আসসালামু আলাইকুম

লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:০৮:৪১ সকাল



আসসালামু আলাইকুম – আপনার প্রতি শান্তি বর্ষিত হোক! এটাই হবে জান্নাতবাসীদের পারস্পরিক সম্ভাষন। আমাদের আদিপিতা আদম (আ) ফেরেস্তাকুলের সাথে প্রথম সাক্ষাতে তাঁদের এভাবেই অভিবাদন জানান এবং সৃষ্টির সেরা জীব হবার দাবীদার হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করেন। মানবকুলশ্রেষ্ঠ রাসূল (সা)কে সালামের প্রতিযোগিতায় কেউ কোনদিন হারাতে পারেনি, সালাম প্রদানকারী সালাম গ্রহীতার চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী, তিনি আক্ষরিক অর্থেই সর্বাধিক মর্যাদার অধিকারী ছিলেন। সালাম দাতা অবশ্য অন্যদিকেও সালাম গ্রহীতার চেয়ে শ্রেয় অবস্থানে থাকে। কারণ রাসূল (সা) বলেছেন সালামের জবাব ততোধিক অথবা ন্যূনপক্ষে সমান দু’আর মাধ্যমে দিতে। যারা সালামের তাৎপর্য বোঝেন তারা পরস্পর প্রতিযোগিতা করেন সালাম দেয়ার ব্যাপারে।

অভিবাদন হিসেবে সালামের শ্রেষ্ঠত্ব এখানেই সীমাবদ্ধ নয়। আমার ব্যাক্তিগতভাবে এমন ব্যাক্তির সাথে পরিচয় হয়েছে যিনি শুধু সালামের অর্থ শুনে ইসলাম গ্রহন করেন। এক দুর্যোগপূর্ণ প্রভাতে তাঁর যার সাথেই দেখা হচ্ছিল সেই বলছিলো, ‘গুড মর্নিং’ কিংবা ‘হাই’, আর তিনি মনে মনে গজগজ করছিলেন, ‘ইটস নট আ গুডমর্নিং অ্যান্ড আই অ্যাম নট ফিলিং হাই, রাদার আই অ্যাম অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট অফ মাই লাইফ’! এমন সময় তাঁর প্রতিবেশী প্রতিদিনের মত সেই দুর্বোধ্য সম্ভাষনে তাঁকে অভিবাদন জানায়। তিনি তেড়ে গিয়ে বলেন, ‘কি বলছ ইংরেজীতে বল, কিছুই বুঝিনা, ছাই!’ প্রতিবেশী ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, ‘আমি তো কেবল বললাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক!’ তিনি অভিভূত হয়ে পড়লেন, ‘আহ! শান্তি! এই তো আমার চাই! যে ধর্মের অভিবাদন এতটা প্রশান্তিদায়ক সে ধর্ম আদতে না জানি কতখানি শান্তিময়!’ ব্যাস, চলে এলেন ইসলামের পথে!

তবে সালামের একটা ভয়ানক দিকও আছে। আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট প্রানীদের একজন সেই ব্যাক্তি যার অনিষ্টের ভয়ে মানুষ তাকে সালাম দেয়। এই ভয়ে এমনি সময় সালামের প্রতিযোগিতা করলেও দায়িত্বশীল পদে থাকলে নিশ্চিত করতাম দারোয়ান, পিয়ন থেকে কেউ যেন আমার আগে সালাম দিতে না পারে। স্বাভাবিক অবস্থায় নিজের তল্পি নিজেই বহন করতাম কিন্তু দায়িত্বশীল পদে গেলে অসুস্থ অবস্থাতেও কারো সাহায্য নিতে পারতাম না। এমনকি একদিন ছোটভাই শাওন রাস্তার মধ্যখানে ব্যাগ নিয়ে টানাটানি দিলে ওকে নিরস্ত করার জন্য বললাম, ‘এবার কিন্তু লোকজন তোমাকে ছিনতাইকারী মনে করবে!’

বৃটিশরা তাদের দু’শ বছরের শাসনকালে আমাদের মাঝে সালাম এবং তল্পিবহন সংক্রান্ত হীনমন্যতা প্রোথিত করে দিয়ে গিয়েছে। এজন্য আমাদের পদস্থ কর্মকর্তারা লোকজন দেখলে মুখে কুলুপ এঁটে সালামের আশায় ভিক্ষার ঝুলি বিছিয়ে বসে থাকেন, সুস্থ সমর্থ দেহ নিয়েও অপরকে দিয়ে নিজের ব্যাগ বহন করিয়ে একপ্রকার আত্মপ্রসাদ লাভ করে থাকেন। অথচ এগুলো সবই অজ্ঞতাপ্রসূত অহমিকা। সালামের প্রকৃত উদ্দেশ্যের সাথে এর কোন মিল নেই! দুঃখের ব্যাপার হোল বৃটিশরা যদিও গত অর্ধশতাব্দিতে শেষপর্যন্ত সভ্যতার নাগাল পেয়েছে, পরস্পরকে নাম ধরে ডাকতে শিখেছে, নিজের কাজ নিজে করতে শিখেছে, নিজের বোঝা নিজে বহন করতে শিখেছে, আমরা এখনো কুনোব্যাঙের মত গর্তের ভেতর বসে আত্মতুষ্টি নিয়ে সেই পুরোনো সুরে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং করতেই আছি। তবে আমাদের এই অজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরা কি খুব জরুরী? শিক্ষিত লোকজনের এই অবস্থা হলে জাতি হিসেবে আমাদের ভবিষ্যত কোনদিকে ধাবমান? এবার মনে হয় আমাদের ভেবে দেখা দরকার।

বিষয়: বিবিধ

৪৯৯০ বার পঠিত, ৮৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268056
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:১৫
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
খুব খুব ইন্সপায়ারিং এবং প্রচন্ড শক্তিশালী পোস্ট এটি আমাদের ধর্মের সম্ভাষন সংক্রান্ত, যা ইতোপূর্বে কখনো পড়েছি বলে মনে হয় না। আর বিশেষ করে একজন বৃটিশের ইসলাম গ্রহনের যে ঘটনাটি কোট করেছেন, তা তো একেবারেই মার্ভেলাস।
জাযাকুমুল্লাহু খাইরান।
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৩৬
211811
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ওয়া মাগফিরাতুহু Happy
আপনাদের তো সকাল মনে হয় Happy
এই লেখাটির জন্য ছোটভাই লাল্বৃত্ত দায়ী, সে এখন নিজে লেখেনা, আমাদের মত গাধাঘোড়াদের দিয়ে লেখায় Tongue
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১২
213083
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1729/mslaila/22917#.VCbhaRYzez4

এই লেখাটাও সালাম বিষয়ে একবার ঘুরে আসার অনুরোধ থাকলো!
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৪
213084
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন :


এই লেখাটাও সালাম বিষয়ে একবার ঘুরে আসার অনুরোধ থাকলো!
268057
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:০৬
কাহাফ লিখেছেন :
পরিপুর্ণ জীবন ব্যবস্হা ইসলাম সব বিষয়েই নিজের স্বতন্ত্রতা বজায় রেখেছে অনুপম বৈশিষ্ট্যের আলোকে।
অভিভাধনের জন্যে প্রার্থনাময় 'সালাম'এর বিধান দিয়েছে।ভ্রাত্তিত্ব বন্ধনে কার্যকর সালামের বহুল প্রচলন সমাজে নিশ্চিত হলে এর সুন্দর প্রভাব পাওয়া যাবে।
অসাধারণ প্রয়োজনীয় পোস্টের জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে। Good Luck
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:২০
211812
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভ্রাত্তিত্ব বন্ধনে কার্যকর সালামের বহুল প্রচলন সমাজে নিশ্চিত হলে এর সুন্দর প্রভাব পাওয়া যাবে - ঠিক বলেছেন!
অনেক ধন্যবাদ Good Luck Good Luck
268064
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২২
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম বোন।
অনেক ভালো লাগলো আপনার এই লেখাটি।
আমাদের মহানবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শিক্ষা ছিল সবার আগে সালাম দেয়া। এতে নেকিও বেশী পাওয়া যায়। আমিও আমার জুনিয়রদেরকে আগেই সালাম দেই। তবে আমাদের মন-মানসিকতা এমন হয়েছে যে, সিনিয়রেরা সালাম দিলে এরা কেমন যেন কুন্ঠিত বোধ করে। অনেকেই উত্তর না দিয়ে উল্টো 'আসসালামু আলাইকুম' বলে।
আর একটি জিনিস দেখেছি, অনেকে সিনিয়রকে সালাম দিলে শুধু মাথা নাড়ান, এটিও ঠিক নয়। আবার অনেকে শুধু অশুদ্ধভাবে বলে, সালাআলাইকুম' এতে মূল অর্থের বিকৃতি যে ঘটে সেদিকে কারো খেয়াল নেই।
শুভেচ্ছা রইলো আপনার জন্য নিরন্তর।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Rose Good Luck
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৩
211844
রেহনুমা বিনত আনিস লিখেছেন : য়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ভাই Angel
সালামের ব্যাপারে ভুল ধারণাগুলো দূর করা দরকার, নইলে শান্তি পাওয়ার লক্ষ্য অর্জন হবেনা :Thinking
দু'আর জন্য ধন্যবাদ Good Luck Good Luck
268065
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৪
মামুন লিখেছেন : স্যরি, কমেন্টে টাইপে ভুল হয়েছে,
আবার অনেকে শুধু অশুদ্ধভাবে বলে, 'সালামালাইকুম' Good Luck
268097
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৮
egypt12 লিখেছেন : আপা অনেক ভালো বলেছেন এবার একটু বুয়েট ঘুরে আসুন Worried
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
212261
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সেজন্যই তো বললাম, আমাদের এই অজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরা কি খুব জরুরী? Yawn
268103
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
আমজনতার কথা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মাননীয়া? দীর্ঘদিন পর উঁকি মারলেন। ব্যস্ততা কেড়ে নিয়েছে অবসর?

ভাল লাগলো।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৬
212262
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ওয়া মাগফিরাতুহু Happy
জ্বী ভাই Sad
ধন্যবাদ Good Luck Good Luck
268116
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
বিন হারুন লিখেছেন : وعليكم السلام ورحمة الله প্রতিবারের মতো লেখাটি খুবই ভাল লাগল. আমিও গরিব, অসহায় ছেড়া জামার অধিকারীদের সালাম দিতে পারলে পুলকিত হই.
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
212263
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Angel Good Luck Good Luck
268117
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
ফাতিমা মারিয়াম লিখেছেন :

শুধুমাত্র সালামের গুঢ় অর্থে অনুপ্রাণিত হয়ে কেউ ইসলাম গ্রহণ করেছে জেনে বেশ ভালো লাগলো।

স্কুল, কলেজ বা ভার্সিটি জীবনে অনেক শিক্ষক/ শিক্ষিকাকে দেখেছি সালামের জবাবে মাথা ঝাঁকি দিতে। এ থেকে কি যে শিক্ষা পাওয়া যায় তা কখনো বুঝিনি।

এখনতো আবার সালাম আদান প্রদানের নতুন রাজনৈতিক রূপও চলে এসেছে।


চমৎকার শিক্ষণীয় পোস্ট। ধন্যবাদ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০২
212265
রেহনুমা বিনত আনিস লিখেছেন : শিক্ষক শিক্ষকাদের ব্যাপারে একটু সাফাই দেই (এককালে এই শ্রেনীভুক্ত ছিলাম তো Tongue ), তাঁরা সম্ভবত সালামের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পরে মাথা ঝাঁকাতে শুরু করেন Worried চিন্তা করুন আপা একবার সিঁড়ি দিয়ে উঠতে যদি ২০০ বার সালামের জবাব দিতে হয় বা বাজারে, রাস্তায় অপরিচিত ছাত্রছাত্রীরা পর্যন্ত সালামের প্রতিযোগিতা লাগায় Worried :Thinking Yawn বলছিনা সালামের জবাবে মাথা ঝাঁকানো গ্রহনযোগ্য, কিন্তু একজন সালাম দিলে যে পুরো দলের সালামের দায়িত্ব আদায় হয়ে যায় এই কন্সেপ্ট এখনো আমাদের ছাত্রছাত্রীদের কাছে ক্লিয়ার না।
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৬
212296
ফাতিমা মারিয়াম লিখেছেন : জ্বি-না আপা, একা একা সালাম দিয়েও উনাদের কাছে ঝাঁকুনী ছাড়া কিছু পাইনি। তবে সবাই নয়.....ভার্সিটিতে আমাদের অতি জনপ্রিয় আতিক স্যার সব সময় সবাইকে সালামের জবাব দিয়েই প্রশ্ন করতেন,'ভালো আছ?' সাথে থাকত মুচকি হাসি। ছেলেমেয়ে নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় ছিলেন তিনি।
268126
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৫
সুশীল লিখেছেন : আবার ফিরে আসার জন্য ধন্যাব্দ। কয়েকদিন দেখলাম ফেস বুকে বিডিটুডের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছেন। সাড়া না পেয়ে ফিরলেন নাকি অন্য কোন কাড়ন বুঝতে অনেক সময় লাগবে
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৬
212268
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়েলকাম করার জন্য ধন্যবাদ Happy
তবে আপনার দেখায় ভুল আছে, আমি বিডিটুডে নয়, যে ভাইয়েরা নারীদের প্রতি বিষোদ্গার করতে করতে নিজের মাকে আশ্রিতা বা নিজের স্ত্রীকে পতিতার সাথে তুলনা করতে শুরু করেছিলেন তাদের প্রতি হতাশায় ব্লগ ছেড়েছিলাম।
কেন ফিরে এলাম এ নিয়ে এত গবেষনার কি আছে? জিজ্ঞেস করলেই তো হয়! Angel
১০
268140
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৯
ধ্রুব নীল লিখেছেন : লগইন করিনা অনেকদিন। আজ আপার পোষ্টে কমেন্ট করতে ইচ্ছে হল খু-উ-ব।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৯
212270
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ Happy
শুধু কমেন্ট করতে ইচ্ছে করে? কিছু লিখে আমাদের উপহার দিতে ইচ্ছে করেনা? Angel
১১
268163
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা রাস্ট্র ও সরকারের বিভিন্ন পদে বসে আছেন তারা তো সালাম দেওয়াকে মনে করেন অপমান। আমি একসময় কিছুদিন সরকারি চাকরি করতাম। সবাইকে সালাম দিতে দেখে আমার কলিগরা বলে ছিলেন যে এটা নাকি সরকারি সিষ্টেম এর বাইরে!! আমি জিজ্ঞেস করেছিলাম সালাম কি সরকারি নিয়ম হয়ে গেল!!! স্কুল কলেজে সন্মানের নামে সিনিয়র-জুনিয়র দন্দ কেন হয় সেটাও অদ্ভুত লাগে। আসলে আমরা নিজেদেরকে বড় ভাবতে খুবই আনন্দ পাই।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১১
212273
রেহনুমা বিনত আনিস লিখেছেন : নিজেকে বড় ভাবার মাঝেই যে ক্ষুদ্রতা লুকিয়ে আছে সে বোধের অভাবেই সম্ভবত, অথচ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি -
আপনারে বড় বলে, বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়। :Thinking
১২
268164
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
প্রবাসী আশরাফ লিখেছেন : আলহামদুলিল্লাহ, সৌদি আরবে খু্বই ভালো একটা পরিবেশে কাজ করছি। এখানে সালামের ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। ছোট-বড় পোষ্ট নয়, যে যাকে পারছে প্রথম সালাম দিচ্ছে। আমার বস আর আমার মধ্যেও ঘটে ব্যাপারটা, অনেকসময় এমন হয় যে দুজনে একসাথে একে-অপরকে সালাম দিচ্ছি।

হুমম...এই সালামের আসল ব্যাপারটা সমাজে বেশি বেশি করে প্রচার করতে হবে। আপনাকে ধন্যবাদ বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপনের জন্য।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৩
212276
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পরিবারেও সালামের প্রচলন প্রয়োজন, শান্তি তো নিজের পরিবারেই সবচেয়ে জরুরী Happy
১৩
268182
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৩
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : ওয়ালাইকুম আস্সালাম।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৪
212278
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy Good Luck Good Luck
১৪
268202
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৯
আফরা লিখেছেন : চমৎকার শিক্ষণীয় পোস্ট। ধন্যবাদ আপু ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৪
212279
রেহনুমা বিনত আনিস লিখেছেন : তোমাকেও ধন্যবাদ আপু Love Struck
১৫
268209
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আল্লাহর রাসুল (সাঃ) বেশী বেশী সালামের প্রচলন করতে বলেছেন। অফিসে যাবার সময়, ভবনের লিফটে মুসলমানদের সাথে অধিক সংখ্যক ইউরোপীয়ানদের সাথে সাক্ষাত হয়। তারা সালামের প্রচলন দেখে ওয়ালাইকুম সালাম বলে। তারা এতটাই মুগ্ধ হয় যে, সকালে আমাদের সাথে দেখা হতেই, তার কল্যান ও শান্তি কামনা করে কথা শুরু করি। তারা এই আচরনে খুব প্রভাবিত হয়।

শুধুমাত্র সালাম প্রথার কারণে মুসলমান হয়েছে এমন কয়েকজন কে আমি ব্যক্তিগত ভাবে চিনি।

আমাদের মানসিকতা গোলামী নির্ভর তাই অন্যের সংস্কৃতি নিয়ে আমরা বড়াই করি। মুসলমানদের চেয়ে সেরা সংস্কৃতি পৃথিবীর কোন জাতির কাছে নাই। আপনার সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৬
212280
রেহনুমা বিনত আনিস লিখেছেন : গতকাল ট্রেন থেকে নামার সময় শুনি পেছন থেকে কেউ একজন 'সরি' 'সরি' বলতে বলতে এগিয়ে আসছে, বুঝলাম অসুবিধায় আছে, সরে গিয়ে জায়গা করে দিলাম। লোকটা সুবিধাজনক জায়গায় গিয়ে দাঁড়ালে দেখি এক বয়স্ক হিপ্পি, বিশাল এক ব্যাগ নিয়ে হিমসিম খাচ্ছে। কি মনে করে আমার দিকে তাকিয়ে প্রানখোলা হাসি দিয়ে বলল, 'সালাম আলাইকুম!' বুঝলাম কোথাও শিখেছে। মুসলিম দেখে 'থ্যাঙ্ক ইউ'র পরিবর্তে নতুন শিক্ষাটা প্রয়োগ করল! যারা সালামের তাতপর্য বোঝে তারা অমুসলিম হলেও সালাম দিয়ে আনন্দ পায় Happy
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ Good Luck
১৬
268275
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪২
মুিজব িবন আদম লিখেছেন : প্রাগৈতিহাসিক যুগ থেকেই সালাম প্রথা বিরাজমান। সালামের মাধ্যমে দোয়া করা হয়। এতে তৈরী হয় আন্তরিকতা। শুধু তাই নয়, প্রাচীন আরবে কেউ সালাম দিলে তার কাছ থেকে কোন আক্রমন আশঙ্কা হত না।
আর সেই সালাম নিয়ে বাংলাদেশে গ্রেফতার হতে হয় জেনে কেবল মনকষ্ট ছাড়া কী পাই???
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৭
212281
রেহনুমা বিনত আনিস লিখেছেন : দুঃখজনক! Broken Heart
১৭
269223
২৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
আলা মানিত্তাবায়াল হুদা


সালাম দেয়ার চর্চাটা আমরা ব্লগে স্থায়ী করে নিতে পারি-
এটাই হোক প্রতিবাদের আপাতঃ হাতিয়ার


*

শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে একটু সাফাই দেই (এককালে এই শ্রেনীভুক্ত ছিলাম তো Tongue)

আমি শিক্ষক না হয়েও এ কষ্টটা বুঝি-
কিন্তু মনকে সওয়াব ও পুরস্কারের লোভের কথা স্মরণ করাই, তখন আর কষ্ট মনে হয়না

ভয়ের সালাম নয়-
আসলেই ভক্তি ও ভালোবাসার সালাম-
চোখ ভিজে যায়-
এ নেয়ামতের শোকর আদায় হচ্ছে কি??
নিজেকে অপরাধী মনে হয়!
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫১
213318
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনার প্রতিবাদের পন্থার সাথে একমত Happy>-
এজন্যই তো গলা শুকিয়ে কাঠ হয়ে থাকত তবু জবাব দিতাম এবং কুশলাদি জানতে চাইতাম। কিন্তু যারা পারেন না তাদের দোষ দিতে পারিনা ;Winking
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২১
213338
আহ জীবন লিখেছেন : সহমত।
১৮
269224
২৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
দুষ্টু পোলা লিখেছেন : thank you for sticky post
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫২
213319
রেহনুমা বিনত আনিস লিখেছেন : sticky post? Surprised
১৯
269239
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : স্টিকি পোস্ট দেখিয়া বড়ই ভয়ের মধ্যে আছিগো আপা Give Up Give Up Give Up I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৬
213323
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপাগো! আমি জানিতাম না, জানিয়া ব্যাপক ভয় পাইতেছি Worried Worried Worried
এতদিন পর এই পোস্ট কেমন করিয়া চোখে পড়িল? পরামর্শ দেন কি করিব Broken Heart
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৩৪
214050
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপাতত হীরক রাজার শ্লোগাণ ধরতে পারি

'... পোস্ট ধরে মার টান,
স্টিকি হোক খানখান...Rolling on the Floor '
২০
269242
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১০
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ! Love Struck Rose Good Luck

স্টিকি পোস্টে অভিনন্দন আপু! Music

নতুন লিখা চাই আরো আপু Loser
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
213324
রেহনুমা বিনত আনিস লিখেছেন : স্টিকি পোস্ট দেখে ভাবছি লেখাল্কেহি ছেড়ে দেব কি'না Worried Worried Worried
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২১
213345
সাদিয়া মুকিম লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying
২১
269257
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ! Happy
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
213325
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Angel
২২
269265
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৯
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস সালাম৷
ভিক্ষার ঝুলির একটা উদাহরণ আমার জীবন থেকে বলি, কারো নাম বলবনা৷ আমি ডিসপাচ পিওন, আমার টেবিলটা, এ্যাসিসটেন্ট এ্যাডমিনিষ্ট্রটিভ অফিসারের ঠিক দরজার সামনে একটা চিপার মধ্যে৷ ইমেলতো নয়ই বরং ফ্যাক্সও তত সহজ লভ্য হয়েে ওঠেনি, ডাকের চিঠিই ভরসা, তাই ডিসপাচ সারাদিনই ব্যস্ত৷ সকালে প্রথম দেখায় সালাম বিিনিময় হেয়েছে৷ মাঝেও দু একবার হয়, আবার চোখের বাইরেদিয়ে স্যার চলেগেলে হয়না৷ একদিন স্যার বললেন, 'তুমি কেমন লোক'? বললাম,কিছু কি ভুল হয়েছে স্যার! বললেন,'তুমি সালাম টালাম দাওনা'৷ এর পর সতর্ক থাকতাম, উনি যতবার সামনে পড়তেন সালাম দিতাম৷
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০০
213326
রেহনুমা বিনত আনিস লিখেছেন : দুঃখজনক! Broken Heart
এভাবে মনের ক্ষুদরতা প্রকাশ করতে কি তারা লজ্জা পান না? Straight Face
২৩
269294
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার গুরুত্বপূর্ণ পোস্টের জন্য মোবারকবাদ
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০১
213327
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকেও আপনার গুরুত্বপূর্ণ পোস্টের জন্য মোবারকবাদ Happy>- Love Struck
২৪
269360
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪১
সত্যলিখন লিখেছেন :



২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০১
213328
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২৫
269362
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪২
সত্যলিখন লিখেছেন :
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০২
213329
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া আলাইকিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Love Struck
আলহামদুলিল্লাহ Happy আপনি কেমন আছেন আপা? Angel
২৬
269385
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৯
পবিত্র লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার আব্বু আমাদেরকে সবসময় আমরা দেয়ার আগেই সালাম দিয়ে দেয়, আর ছোট থেকেই দেখেছি ঘরে ঢুকতেই বড় করে সালাম দেয়।

স্টিকি পোস্টে অভিনন্দন!

২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৪
213332
রেহনুমা বিনত আনিস লিখেছেন : তাঁর এই চর্চাটি আপনাদের ভবিষ্যৎ জীবনে ধরে রাখার চেষ্টা করবেন প্লিজ Happy
ধন্যবাদ Happy Good Luck Good Luck
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৮
213650
পবিত্র লিখেছেন : শ্রদ্বেয়া আপুজ্বী, প্রায়ই চেষ্টা করি ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ্! Happy Love Struck
২৭
269455
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৬
দ্য স্লেভ লিখেছেন : আস সালামুআলাইকুম,সিটি পোষ্টের জন্যে স্বাগতম। আপনি বস্ Happy, মানে লেখাটি বস টাইপ
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৭
213333
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Happy
লেখাটি ফরমায়েশি। স্টিকি হওয়ায় ভয় পাচ্ছি। Worried
আপনার অনেকগুলো লেখা পড়েছি কিন্তু মন্তব্য করার সময় পাচ্ছিনা Sad
২৮
269467
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৩
আহ জীবন লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
213690
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy Good Luck
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
213772
আহ জীবন লিখেছেন : আজকের সালাম গ্রহন করুন।
আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০৪
214033
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু Happy
২৯
269478
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
আবু ফারিহা লিখেছেন : ওয়া অালাইকুম ওয়াসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

দুঃখ হয় মুসলিম প্রধান দেশ হয়েও অামরা এখনো সালাম পাওয়াটাকে সম্মান অার দেওয়াটাকে অসম্মান মনে করি। ধন্যবাদ অাপনাকে।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩২
213691
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পুরোই উলটো Rolling Eyes
৩০
269484
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : সালাম নিষিদ্ধ করা হউক।
ভাবছি সবার জন্য শান্তি কামনা করবো, মানে আসসালামুআলাইকুম বলবো, কিন্তু আবার ভয়ও পাচ্ছি যদি শান্তি কামনা করার কারনে জেলে যেতে হয়, যেমন বুয়েটের মেধাবী ছাত্র তানজিল ভাই ছোটদের জন্য শান্তি কামনা করতে গিয়ে আজ জেলখানায় বন্ধী।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩২
213692
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Worried Worried Worried
৩১
269615
২৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
আতিক খান লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম নিয়ে সুন্দর একটা লেখার জন্য ধন্যবাদ। Applause Thumbs Up Good Luck
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৩
213693
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ফরমায়েশি লেখা ভাই, খুব অল্প সময়ে মাত্র কয়েকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা। আপনাদের ভালো লাগায় আপ্লুত বোধ করছি Angel
৩২
269714
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৫
বাজলবী লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।সালাম নিয়ে লেখাটি পড়ে খুব ভাল লাগলো।সালাম বিনিময়ে একে অপরের প্রতি অান্তরিকতা বৃদ্ধি হয়।জাজাকাল্লাহ খাইর।

২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
213694
রেহনুমা বিনত আনিস লিখেছেন : জ্বী ভাই, যে সমাজে আন্তরিকতার অভাব সেখানে দেখি সালাম দেয়াও অপরাধ Worried
৩৩
269767
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৯
সাফওয়ান লিখেছেন : আসসালামু আলাইকুম!

খুব ভালো লাগলো পড়ে! Happy
শেষ প্যারাগ্রাফটা বেশি সুন্দর!
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০৯
214034
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ওয়া মাগফিরাতুহু Happy
ভাল আছ?
তোমার লেখা পড়ি, কিন্তু মন্তব্য করা হয়না। লেখাগুলো বিবাহেচ্ছুদের জন্য, আমার তো বিয়ে হয়ে বাচ্চাদের বিয়ে দেয়ার বয়স হয়ে গেল! ;Winking
০৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৬
216432
সাফওয়ান লিখেছেন : হাহাহা! যদি কারো কোন উপকারে আসে, তা ভেবে লেখাগুলো লেখি। অন্য টপিকেও কম বেশি লেখার ট্রাই করি।

আপনার দুয়াতে আমাকে স্মরণ রেখেন আপু!
০৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৬
216433
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Praying Praying Praying Happy
৩৪
269821
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথাটাই বলেছেন। ব্যক্তিগত জীবেন অজ্ঞের মত অনুশীলন করা ইসলামের কুফল এটা। এভাবে পজেটিভ এবং গঠনমুলক বিষয়গুলো নিয়ে নিয়মিত লিখতে পারলেই হয়তবা ব্লগারদের মাঝে অন্তত সচেতনতা সৃস্টি করা যাবে বৈ কি? ধন্যবাদ।
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১২
214035
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু Happy
ঠিক বলেছেন!
চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মেধা কম, যোগ্যতা কম, তাই হয়ত খুব বেশি পরিবর্তন চোখে পড়ছেনা Sad
আপনার কাছেও লেখা আশা করছি।
৩৫
269840
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ পোস্টটা পড়ার জন্য ৩ বার ওপেন করছি, কিন্তু এখনও পড়তে পারি নি Sad Broken Heart এটা না পড়েই অন্য দিকে দৌড় মারি I Don't Want To See কেন এমন হচ্ছে? Crying Crying
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৩
214036
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু Happy
যাক, একজন শেষ পর্যন্ত স্বীকার করলেন লেখাটা রস্কষহীন Angel
যাজ্জাকাল্লাহ খাইর Praying Happy>-
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৩৩
214049
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.... Good Luck না ........ মানে ...... আসলে....... আপনার এখানে দুষ্টুমি করতে পারার চান্স কম Winking তাই হয়তো ওমনটি হয়েছিল Broken Heart ওই কমেন্ট করার পর পড়ছিলাম, রস না থাকলেও কষ পাইছি Big Grin I Don't Want To See I Don't Want To See
৩৬
270286
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৯
মাহমুদ১২১৩ লিখেছেন : রেহনুমা আপু, অনেক দিন পর আপনার লেখা পড়লাম। আপনার সবগুলো লেখাই ভাবনার খোরাক দেয়। এটাও ব্যতিক্রম হয়নি । অনেক ভালো লাগলো ।
Rose Rose Rose Rose
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৩
214331
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ Happy ধন্যবাদ ভাই Good Luck
৩৭
271646
০৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১২
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : সালাম যারা দেই ও নেই, তাদের মাঝেও এত এত প্রকার রয়েছে যা দেখে হয়রান হই।

কেউ সালামকে নানা রঙে সাজিয়েছে। যেমন-স্লামালিকুম, আ-স্লামালিকুম, আস্সামালাইকুম ইত্যাদি।
কেউ সালামের জবাবে শুধু মাথা হেঁট করে, অনেকে তাও করে না। অথচ সালাম দেয়া সুন্নাত, নেয়া ওয়াজিব।
কেউ আবার খাবার সময় সালাম না দেয়াকে ফরদ্বতুল্য করে নিয়েছে। বলে- 'খেতে বসেছেন তো, তাই আর সালাম দিলামন না'। অথচ তারও কম শব্দ ব্যয় করে 'আসসালামু আলাইকুম' বলা যেত। এমনকি যাকে বলা হয়, তিনিও কিছু একটা জবাব দিয়ে থাকেন, যা অন্তত 'ওয়ালাইকুম'-এর চেয়ে বড়ই হবে।

অনেক আগে 'সালাম' বিষয়ে লিখেছিলাম।
০৫ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩২
215830
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু Happy
ঠিক বলেছেন!
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ তবে আপনার লেখাটি শেয়ার করলে আমরা সবাই উপকৃত হতে পারতাম Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File