দেশপ্রেমিক হতে চাইলে একবারের জন্য প্রবাস ঘুরে যান
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫৩:০৩ রাত
বাংলাদেশের যে সকল কোম্পানির পণ্য বিদেশে রপ্তানি হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশী প্রান গ্রুপ , এ সি আই , পিওর এই কোম্পানি অন্যতম , সকল বাংলাদেশী প্রবাসীদের মধ্যে দেশীয় পন্যের প্রতি আলাদা একটা রুচিবোধ কাজ করে , সবাই স্বুদুর প্রবাসে থেকেও দেশীও পণ্য ভোজ্য হিসেবে পছন্দ করে থাকেন , একটু বেশী দাম দিয়ে হলেও দেশী স্বাদের মজা উপভোগ করার জন্য সবাই মুখীয়ে থাকেন , কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই পণ্য পেতে অনেক প্যারা অতিক্রম করতে হয় , অনেক সময় বাধ্য হয়েই অনেকে রুচি না থাকা সত্তেও বিদেশী পণ্য ক্রয় করে থাকেন সম্পূর্ণ নিজের অনিচ্ছায় ।
বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীদের এই সমস্যায় বেশী পড়তে হয় , মধ্যপ্রাচ্যে বেশীর ভাগ গ্রোসারি যেহেতু কেরালারা পরিচালনা করে সেহেতু এই ভোগান্তি দিগুণ আকার ধারণ করে , কেরালা স্টেটের নাম শুনেন নাই বর্তমানে এমন লোক বাংলাদেশে কম আছেন , বিশেষ করে যারা তামিল ফ্লিম দেখেন তারা বিনা ক্লেশেই বলে দিতে পারবেন হয়ার ইজ কেরালা স্টেট ? যাই হোক আমিই বলে দিচ্ছি , কেরালা ভারতের একটি প্রদেশ যেখানে হিন্দু এবং মোসলমান প্রায় সমানে সমান এবং শিক্ষিতের হার ভারতের প্রথম স্থান অধিকার কারী , আমি ব্যাক্তিগত ভাবে কেরালাদের তেমন পছন্দ না করলেও তাদের অনেকের সাথে আমার সামাজিক রাজনৈতিক অর্থনীতিক বিষয়ে কথা হয়ে থাকে , অনেকে হিন্দি বলতে পারেনা তবে ইংরেজিতে ইংরেজরা ফেল ,
মধ্যপ্রাচ্যে ব্যাবসা থেকে শুরু করে এহেন কোন প্রতিষ্ঠান নেই যেখানে কেরালাদের পাবেন না , এক কথায় মধ্যপ্রাচ্যে তাদের একক আধিপত্য ! আর কেরালাদের পছন্দ না করার অন্যতম কারন হচ্ছে তারা নিজ দেশের পণ্য বিক্রয় করার জন্য এমন কোন কোশল নেই অবলম্বন করেন না , এই নিয়ে প্রায় আমার সাথে অনেক গ্রোসারি মালিকের সাথে ঝগড়া হয়ে থাকে , তারা তাদের দোকানে নিজ দেশের পণ্য গুলোকে সামনে রেখে বিদেশী পণ্য হয় তাদের দেশের পণ্যের পিছনে না হয় কোন ছিপায় লুকীয়ে রাখেন , এতে করে সমস্যা হয়কি কেউ নিজ দেশের পণ্য না পেয়ে বাধ্য হয়েই ভারতীয় পণ্য ক্রয় করে , আর ভারত সরকার তার সুফল ভোগ করে ,
কিন্তু আমাদের বাংলাদেশী গ্রোসারিতে বাংলাদেশী পণ্যের পাশাপাশি ভারতীয় পণ্য ও সাজিয়ে রাখা হয় , মূলত ভারতীয় দের দেশপ্রেম আর আমাদের দেশপ্রেমের পার্থক্য এই একটা জায়গায় , আমি কোন দিন দেখিনি বা আমার নজরে কখনো আসেনি একজন ভারতীয় নাগরিক ভুল করে বাংলাদেশী হোটেল কিংবা গ্রোসারি থেকে একপয়সার কোন একটা পণ্য ক্রয় করতে , কিন্তু স্থানভেদে কেরালা গ্রোসারি গুলো চলে বাংলাদেশীদের পদ চারণায় এবং পণ্য ক্রয়ের মধ্য দিয়ে ,
একজন ভারতীয় নাগরিক তার জীবনের চাইতেও বেশী নিজের স্বদেশকে ভালোবাসে যা তাদের আচার আচরনের মাধ্যমেই উপলব্ধি করা যায় , আপনি যদি আপ্যায়নের খাতিরে একটা প্রান পাওয়ারের ক্যান নিয়ে কোন ভারতীয়কে খেতে দেন তাহলে সে ঐ ক্যানটি রেখে তার দেশের একটা কোল্ড ড্রিঙ্ক এর ক্যান নিবে , এটা আমি অনেক জনকে করতে দেখেছি , হয়ত চোখ লজ্জায় কিছু বলতে পারিনি , কিন্তু মনে মনে নিজেকে প্রশ্ন করতাম শালার এই না হয় দেশপ্রেম ?
এখন অনেকে প্রশ্ন করতে পারেন নিজের দেশের পণ্য ক্রয় কিংবা খেলে দেশের কি লাভ হবে ? যে কোন দেশ থেকে কোন পণ্য রপ্তানি হলে সেই পণ্য থেকে ঐ দেশের সরকার কর পেয়ে থাকেন , এবং ঐ পণ্যটি বিদেশে যত বেশী বিক্রয় হবে তার উপর থেকেও সরকারকে আলাদা কর দিতে হয় , যেমন পেপসি ইসরাইলের পণ্য , মধ্যপ্রাচ্যের কাতার , সৌদি , উ এ ই তে পেপসির ক্রয় মূল্য 1.50 রিয়াল/দিরহাম , আর এই 1.50 রিয়াল/দিরহাম থেকে ইসরায়েল সরকারের আন্তর্জাতিক একাউন্টে প্রতি বিক্রয়কৃত পেপসি থেকে .50 রিয়াল/দিরহাম যোগ হয়ে যায় , এবং সেটা ইসরায়েলের অর্থনীতির উপর বিশেষ ভূমিকা রাখে , যার ধরন ইসরায়েল আজ এতোটা শক্তিশালি,
তাই ভারতীয়রা নিজের দেশের পণ্য বিক্রি করার জন্য তাদের পরিচালিত গ্রোসারি এবং ডিপার্টমেনটাল স্টোর গুলোতে নিজ দেশের পণ্যকে অগ্রাধিকার দিয়ে থাকেন , যা একজন বাংলাদেশীর কাছে অনুপস্থিত , আমাদের দেশে রাজনীতিবিদদের দেশপ্রেম দেখলে মাঝে মাঝে এই কেরালাদের স্যালুট দিতে ইচ্চে করে , নিজ দেশের প্রতি ভালোবাসা কতটুকু হতে পারে হয়ত কেরালাদের দেখলে বুজতে পারতাম না , আফসোস সে সকল বাংলাদেশীদের জন্য যারা স্বজ্ঞানে বিদেশী পণ্য বক্ষন করে থাকেন ,
[b] পরিশেষে এটাই বলতে চাই রাজনীতি করার আগে আসুন দেশপ্রেমিক হই তারপর না হয় রাজনীতি করবো
বিষয়: বিবিধ
১৭৭৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাসে না আসলে দেশের প্রতি প্রকৃত টান অনুভব করা যায় না।দেশের প্র্তি-দেশের মানুষের প্রতি আবেগময়ী সম্পর্ক সৃষ্টি হয় প্রবাসে থাকলে।প্রবাসীরাই প্রকৃত দেশ প্রেমিক।
অসাধারণ সুন্দর উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ সুন্দর বিষয়টি নিয়ে অনুপম লিখাটি উপহার দেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ
আমরা বাংলাদেশে থেকেও কিন্তু আমাদের নিজ পণ্য বাদ দিয়ে ভারতীয় পন্য কিনে থাকি। আমাদের মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে।
আমাদের দেশের মানুষ নিজের দেশেই বিদেশি জিনিস খুজে সেখানে বিদেশে গিয়ে কি করবে??
এর জন্য আমাদের মানসিকতা পরিবর্তন প্রয়োজন। তবে মান সম্পন বিদেশি জিনিস ব্যবহারে ভুল নাই। যেটা প্রয়োজন সেটা হলো সুলভ মুল্যে মান সম্পন্ন দেশি জিনিস এর উৎপাদন।
মন্তব্য করতে লগইন করুন