সাজ রণ সাজ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:২৫:১৬ সকাল
চাল-ডাল-তেল-নুন পিয়াজ-মরিচ
যারা বাড়ায় এর দাম তাদের ধরিস।
আমরা কৃষক-মজুর-তাঁতি-কুলি-জেলে
আমাদের নিয়ে তারা রাজনীতি খেলে।
-
মন্ত্রী এম পি'রা বলে বড় বড় কথা
কথা কাজে মিল নেই, নেই মাথা ব্যাথা ।
তারা চায় বাড়ী গাড়ী কাড়ি কাড়ি টাকা
আমাদের ঘামে চলে কারখানা চাকা।
-
ভোটের আগে বলেছিল পাবো সব কিছু
খানা পিনার অভাব আজ ছাড়ে নাতো পিছু।
আমাদের ধৈর্য্যের সীমা ছেড়ে গেছে আজ
অধিকার ফিরে পেতে সাজ সবে রণ সাজ।
বিষয়: বিবিধ
৯০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন