যাইতূন : ব্লগারদের লেখায় সমৃদ্ধ চমৎকার একটি পত্রিকা

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:১৫:০৮ সকাল



যাইতূন

খুবই চমৎকার একটি নতুন পত্রিকা। অনলাইনের বিশ্বসেরা লেখক-লেখিকাদের চমৎকার সব লেখায় সমৃদ্ধ ৫২ পৃষ্ঠার, অফসেট সম্পূর্ণ ফোর কালারের আন্তর্জাতিক মানের একটি আকর্ষণীয় পত্রিকা। আসন্ন হজ ও কুরবানীর উপর বিশেষভাবে গুরুত্বারোপ করে প্রস্তুত যাইতূনের এই সংখ্যাটি খুবই সুন্দর হয়েছে। এই মহতি উদ্যোগে অধমও শরীক হতে পেরে শোকরিয়া জ্ঞাপন করছি। গত কয়েকদিন পত্রিকাটির বিভিন্ন কাজে খুব ব্যস্ততা ছিলো।

খুচরা বিক্রয় মূল্য মাত্র ৫০ টাকা।



আপনার কপি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন:

বাংলাদেশ-

খান প্রকাশনী, দোকান নং ৩৮, ইসলামী টাওয়ার, ১১ বাংলাবাজার ঢাকা।

ফোন: ০১৭৫৩৫৬৩১১৫ (বিকাশ)



জাকির হোসেন পান্নু ০১৯২২০৭২৪৪৪

Chittagong, Br Shahidul Islam ০১৮১২৭৯৪৫৩৩

ইউকে ও ইউরোপে ০০৪৪ ৭৫৫২২২৪৫০৪

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263505
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:২৩
কাহাফ লিখেছেন : একঝাক মেধাবী আদর্শবাদী কলম সৈনিক সৃষ্টিতে উজ্জ্বল ভূমিকা রাখবে এই নতুন পত্রিকা-এই দোয়া মহান রবের কাছে। অনলাইনে পড়ার লিংক দিলে ভালো হতো।ধন্যবাদ আপনাকে......
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:২৭
207087
মাই নেম ইজ খান লিখেছেন : মহান আল্লাহ আপনার প্রত্যাশা পূরণ করুন।
যাইতূন এর ওয়েব লিঙ্ক
http://monthlyzaitun.com/
263513
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৪১
শেখের পোলা লিখেছেন : আপনার প্রচেষ্টা এগিয়ে চলুক৷ ধন্যবাদ৷
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২০
207100
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।

আপনার বইটিও প্রুফ দেখা হচ্ছে। অনেক বড় বই তো, তাই একটু সময় লাগছে। দোয়া করবেন যেনো দ্রুত শেষ করতে পারি। Good Luck Good Luck
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
207286
শেখের পোলা লিখেছেন : দোওয়া করি যেন আল্লহ আপনাকে সুস্থ রাখেন, আরও উদ্দমী করেন৷ আপনাার আশ্বাসেে সত্যই পুলকিত হলাম৷ আলহাদু লিল্লাহ৷
263530
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৪
নূর আল আমিন লিখেছেন : সিলেটে কোন শাখা নাই?
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৭
207105
মাই নেম ইজ খান লিখেছেন : সিলেট বন্দর বাজার ও কুদরতুল্লাহতে খোঁজ করুন।
মাকতাবাতুল জামীল, মাকতাবাতুস সালাম এ কালকে পেতে পারেন।
263547
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৬
নিউজ ওয়াচ লিখেছেন : বিক্রয় মূল্য মাত্র ৫০ টাকা !
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
207192
মাই নেম ইজ খান লিখেছেন : খুচরা মূল্য।

তবে ডিসকাউন্ট আছে আপনাদের জন্য Winking) Winking)
263567
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪২
বেআক্কেল লিখেছেন : আমার গুরুত্বপূর্ন লিখাটা আপনার পত্রিকায় হাবলিশ হইছেনি ভাই??
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
207193
মাই নেম ইজ খান লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
263898
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৪
প্রেসিডেন্ট লিখেছেন : ভাল লাগলো। চলুক। তবে ব্লগারদের লেখা বলা হলেও পরিচিত কোনো ব্লগারের লেখা দেখলাম না। কোথায় পাওয়া যাবে?
264075
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
চিটাগাং এ কোথায়???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File