উষ্ঞ পথযাত্রা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৯:৫০ রাত
উষ্ঞ প্রতীক্ষার দীর্ঘ পথের উষ্ঞ পথযাত্রা,
রক্তের নাড়ী কাঁটা দেহ ক্রমশ উষ্ঞতা হারায়,
দ্বন্দ্বের জালে বন্দি নিঃশ্বাস বিশ্বাসের পথ খুঁজে।
-
বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে ভরা পৃথিবীতে
সত্যভাষী কণ্ঠের আরতি এখন অর্থহীন ।
সুখ গাঁথা স্মৃতি বয়ে শোকে মুহ্যমান
পৃথিবী ঘুরছে আপন গতিপথে।
-
সময়ই ধারণ করে সুখ দুঃখ
আবার সময়ের স্রোতে ভেসে যায়।
কেউ চাপা কষ্ট বক্ষে ধারন করে,
কেউ সুখ সঙ্গমে চলে জীবনের সাথে
পৃথিবীর পথে। কারো পথ শেষ হয়
কারো শুরুতেই শেষ হয়।
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন