বাহ, ভাল না, ভালতো ! আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চলছে প্রকাশ্যে ইবি ক্যাম্পাসে, প্রশিক্ষক আর কেউ নয় সেই পুরান কৃমিনাল সজীব....
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৯:৫৪ রাত
গতবছর সেপ্টেম্বরের কথা। প্রভাতের পত্রিকায় প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গোলাগুলিরত এক যুবকের ছবি দেখেছিলাম। সংঘর্ষের
সময় তোলা ছবিতে অনুষদ ভবনের সামনে অস্ত্র হাতে গুলি ছুঁড়তেছে। বিস্তারিত পড়ে বুঝলাম যে এটা অন্য কেউ নয় ইবির সেই পাক্কা সয়তান, নাম সজিবুল সজিব ।
এই ঘটনার আগে, জানুয়ারির মাঝামাঝি সময়ে সে লঙ্কা কান্ড ঘটিয়েছিল। সেদিন সংঘর্ষের সময় সে পুলিশের অস্ত্র কেড়ে নিয়েছিল। তারপর ফিল্মিস্টাইলে গুলি ছুঁড়েছিল ...
২০০৬-০৭ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগে ভর্তি হয় এই আদুভাই। আজ প্রায় ৭ বছর হতে চললেও জানোয়ারটা এখনো তৃতীয় বর্ষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বর্তমান ইবি লীগের যুগ্ন আহবায়ক।
এই জানোয়ারটা শুধুমাত্র প্রদর্শনী পর্যন্ত থেমে থাকেনি বরং ক্রমেই দক্ষ আগ্নেয়াস্ত্র মজুতদার ডিলার ও প্রশিক্ষকও বনে গেছে। ইদানিং সে ক্যাম্পাসে গোলাগুলি করে তাদের সাঙ্গপাঙ্গদের প্রশিক্ষণ দিচ্ছে। তার সবচেয়ে কাছের সহযোগি হচ্ছে সালাউদ্দিন কুত্তা। আগ্নেয়াস্ত্র দিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে মানুষ মারতে হয়।
জগন্নাথের পরিসংখ্যান শিক্ষক মতিয়ার, বিসিএস ক্যাডার মামুন সহ বেশকয়েক জন লীগপন্হী অমানুষ শিক্ষকরাও অলরেডি ভাল দক্ষতার সহিত শিখে ফেলেছে। তাদের এ মিশন চলছে, বাধা দেওয়া কেউ নাই...
সত্যিই দেশ আজ ডিজিটাল আতংকিত। প্রানের মূল্য পিঁপড়ার চেয়েও কম। নিরাপত্তার 'ন'ও নাই। শিক্ষাঙ্গনের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? হাতে হাতে পিস্তল, রিভালবার নিয়ে ক্লাস করবে নাকি? পকেটে কলম না রেখে থাকবে গ্রেনেড, ম্যাগাজিন। যাই থাকুক সাথে, দেশ কিন্তু ডিজিটাল......
'ওরা ভীতু, ওরা ঢোকরা, ওরা বদের দল,
পড়ার সময় বোম বানায় আর পকেটে রাখে পিস্তল,
ওরা বদের দল.....'
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন