আসছে নীতিমালা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৬ আগস্ট, ২০১৪, ০৫:১১:৩৬ বিকাল
বুঝবে তোরা বুঝবে এবার
টুটি চেপে ধরবো সবার ।
সুখ স্বপ্ন করবে ঝালাপালা ?
চেয়ে দেখ আসছে নীতিমালা।
,
থাকবে না আর হাতে কলম
লাগবে তোদের চোখে মলম।
করবে তোরা না দেখার ভান
না হয় দেহে থাকবে না প্রাণ।
চোখ বুজে সইবে সব
করবে না কেউ কলরব।
সুখ স্বপ্ন করবে ঝালাপালা ?
চেয়ে দেখ আসছে নীতিমালা।
,
লাগবে তোদের মুখে কুলুখ
দেখলে দেখুক ভূলোক দ্যুলোক।
রামকৃষ্ঞ থাকলে পাশে
থাকবো কেন দীর্ঘশ্বাসে ?
বলবে কথা কানে কানে
পরিকল্পনা কেউ না জানে।
রেডিও টিভি পত্রিকারা
বাড়লে বেশি ভরবো কারা।
,
বুঝবে তোরা বুঝবে এবার
টুটি চেপে ধরবো সবার ।
সুখ স্বপ্ন করবে ঝালাপালা ?
চেয়ে দেখ আসছে নীতিমালা।
বিষয়: বিবিধ
৯০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন