তুমি কি শুনেছ ?
লিখেছেন লিখেছেন নিভৃত চারিণী ২৬ আগস্ট, ২০১৪, ০৫:০৭:১৮ বিকাল
তুমি স্বপ্ন ভাঙ্গার শব্দ শুনেছ ?
কলজে পোড়া ছাইয়ের গন্ধ ?
রুদ্ধদ্বারে তৃষিত স্বরে ভালোবাসার ছন্দ ?
শুষ্ক মরুর উল্কাপিণ্ডে তাজমহলের গল্প ?
আমি শুনেছিলাম !
তাই তো আমি
নিশীথ স্বপনে
তিয়াসী বাসনায়
আকুল পিয়াসে
তব পানে চেয়ে ছিলাম।
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপু ...... কেমন ছিলেন? কোথায় ছিলেন এত্তদিন?
ওমরার সফরে গেছিলাম রোজায়। ওখান থেকে আসার পর বিভিন্ন ব্যস্ততায় ব্লগে আসার ফুরসতই মিলছিল না। তবে আপনাদের খুনসুটি মিস করেছি। হুম সত্যি মিস করেছিলাম
আসলে এতোটাই হুট করে সব ফায়সালা হয়েছে যে ব্লগে জানিয়ে যাবার সময়টুকু পাই নি। তবে মন খারাপ কইরেন না। আমার সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেছি। সেখানে আপনিও শামিল ছিলেন
ধন্যবাদ
সুন্দর কবিতা! আশাকরি ভালো আছ আপুনি! একরাশ ফুলেল শুভেচ্ছা
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন