বৃষ্টিভেজা আমি।
লিখেছেন লিখেছেন নিভৃত চারিণী ২৪ মে, ২০১৪, ০৮:৪০:৪৬ রাত
বৃষ্টির জলে মন ভেজাই।
ভেজা ঘাসের আলপনা।
সাদা কাগজে স্বপ্ন আঁকি।
কালো কালির মূর্ছনা।
দুখের সাথে সন্ধি করি
নীরব রাতের বন্দনা।
তারার সাথে কথা বলি
কল্পলোকের গল্প না।
চাঁদের সাথে ছন্দ তুলি
মিথ্যে আশার জল্পনা।
পাখির সাথে মিতালী গড়ি
একাকী হৃদয়ের সান্ত্বনা।
নিবিড় সুখের ঘর বাঁধি
এ যে শুধু কল্পনা।
এমন করেই চলছে জীবন
তেমন একটা মন্দ না।
বিষয়: বিবিধ
১৫৮৮ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে কদম ফুলের শুভেচ্ছাঃ)
ভেজা ঘাসের আলপনা।
আমি সাদা কাগজে স্বপ্ন আঁকি।
কালো কালির মূর্ছনা।
কবিতার কবির কল্পনার বহিপ্রকাশ খুবই সুন্দর ও চমৎকার। কবিতার মাঝে তার শব্দ ও ছন্দে যা আপনি একেছেন। ধন্যবাদ।
আমার ব্লগ বাড়ীতে তোমাকে বৃষ্টি ভেজা পদ্মফুলের শুভেচ্ছা।
বৃষ্টি ভেজা শিউলিফুলের শুভেচ্ছা।
লেকা ত ষব মুসে গ্যাশে...
বৃষ্টি ভেজা ক্যাকটাসের শুভেচ্ছা।
তেমন একটা মন্দ না।
মন্তব্য করতে লগইন করুন