আপুরা জানেন কি ? লিপস্টিকই হতে পারে আপনার মৃত্যুর কারণ !!!

লিখেছেন লিখেছেন নিভৃত চারিণী ১৩ এপ্রিল, ২০১৪, ০৫:৪৭:২৬ বিকাল



মেয়েরা সাজবে কিন্তু লিপস্টিক মাখবে না তা কি হয়?মেয়েদের জরুরি প্রসাধনীর মধ্যে এটি অন্যতম। আর এ কারণেই হয়তো প্রায় প্রত্যেক মেয়ের পার্সের অন্দরে লিপস্টিকের অবাধ বিচরণ। বিভিন্ন ছোটবড় মার্কেটগুলোতে রয়েছে এর রমরমা বেচা-কেনা। সর্বনিম্ন ৬০-৭০টাকা থেকে শুরু করে ১৮০০- ২০০০ টাকা পর্যন্ত এর দাম। লিপস্টিক হচ্ছে এক প্রকার প্রসাধনী দ্রব্য যা বিভিন্ন রকম রঞ্জক পদার্থ, তেল, মোম, এবং ত্বক কোমলকারী পদার্থের সন্নিবেশে তৈরিহয়, এবং মুখের সৌন্দর্য বৃদ্ধিতে তা ঠোঁটে প্রয়োগ করা হয়। কিন্তু জানেন কি আপনার এই শখের লিপস্টিকই হতে পারে আপনার মৃত্যুর কারণ ? হ্যা সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকেরা অকল্যান্ডের ১৪ থেকে ১৯ বছর বয়সী ১২ জন মেয়ের ব্যবহৃত লিপস্টিক ও লিপগ্লসের নাম ও ব্যান্ড নিয়ে গবেষণা করেন।

গবেষকেরা দেখেন এসব লিপস্টকে শিশা,ক্যাডমিয়াম, ক্রোমিয়াম,অ্যালুমিনিয়াম ও অন্য আরো ৫টি ক্ষতিকর উপাদান রয়েছে যা মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম।যেমন সিসা থাকে ১০ লাখ ভাগের মাত্র এক ভাগের সামান্য বেশি (এক পিপিএম)। কিন্তু বারবার ব্যবহারে ঠোঁট থেকে জিহ্বা হয়ে পেটে যাওয়ার আশঙ্কা থাকে। শরীরে সিসা ঢুকলে তা ভেতরেই থেকে যায়। এখানেই ভয়। লিপস্টিকে সিসার উপস্থিতি ধরা পড়ে ২০০৭ সালে (দেখুন, নিউইয়র্ক টাইমস, ২০ আগস্ট ২০১৩)। সে সময় নিরাপদ প্রসাধনীর জন্য ‘বিষ চুম্বন’ আন্দোলন শুরু হয়

গবেষকেরা জানান,প্রায় সব লিপস্টিকেই এই ধরনের উপাদান কম বেশি মাত্রায় রয়েছে। লিপস্টিক ঠোঁটে ব্যবহার করা হলেও মুখে চলে যায় ফলে এর থেকে ক্যান্সারের সম্ভবনা থাকে।সম্প্রতি এই গবেষণাটি এনভায়রনমেন্টাল হেলথ পারসপেকটিভ নামক এক জার্নালে প্রকাশিত হয়েছে।

ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় লিপস্টিকের প্রচলন শুরু হয়েছে প্রাচীন সিন্ধু সভ্যতার নারীদের থেকে।

প্রাচীন সিন্ধু সভ্যতার নারীদের মাঝে মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটে লিপস্টিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।[ প্রাচীন মিশরীয়রা সামুদ্রিক আগাছা থেকে আরোহিত পার্পল-লাল রংয়ের এক প্রকার পদার্থের সাথে ০.০১% আয়োডিন, এবং কিছু ব্রোমিন মিশিয়ে এক ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করতেন, যা লিপস্টিক হিসেবে প্রয়োগ করা হতো। রানী ক্লিওপেট্রা তাঁর ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন যা তৈরি হতো মেরুন রংয়ের বিটল পোকা থেকে, এর ফলে ঠোঁটে একটি গাঢ় লাল আভা ফুটে উঠতো, এছাড়া বেজ দেওয়া জন্য ব্যবহৃত হতো পিপড়া।

এছাড়া জায়েয – নাজায়েয ও পাক-নাপাকের বিষয়টি তো রয়েছেই।বিশেষ করে মেট লিপস্টিকগুলো সাধারণত ওয়াটার প্রুফ হওয়ায় ঠোঁটের চামড়ায় পানি পৌঁছতে বিঘ্ন সৃষ্টি করে। আর অজুর ক্ষেত্রে মাসআলা হল যদি শরীরের একটা পশমের গোড়াও শুকনা থেকে যায় তাহলে অজু হবে না।আর অজু না হলে নামাজও হবেনা। অথচ আমরা অনেকেই এই সাধারন বিষয়টা মোটেই খেয়াল করিনা।তাছাড়া বেশী বেশী লিপস্টিক লাগানোর কারণে ঠোঁট তার আসল আদ্রতা হারিয়ে ফেলে। রুক্ষ সূক্ষ্ম একটা ভাব চলে আসে ঠোঁটে যার দরুন লিপস্টিক ছাড়া চলাই মুশকিল হয়ে যায়। তাই আসুন ! নিজে সচেতন হই অন্যকে সচেতন করি।

বিষয়: বিবিধ

২০৪৫ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207172
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
মাজহার১৩ লিখেছেন : কি দরকার অতিরিক্ত ঝামেলা করার,লিপস্টিক না ব্যাবহার করলেই তো হয়।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
155765
নিভৃত চারিণী লিখেছেন : হ্যাঁ , আমিও তাই ভাবছি। Straight Face
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
155772
মাজহার১৩ লিখেছেন : মেয়েদের উচিত মেয়েদের ব্যপারে সতর্কতামূলক বিষয়ে এভাবে লেখা।
207174
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
মোগলে আজম লিখেছেন : আমি শুনেছি.ঠোটের গ্লেছ ধরে রাখার জন্য.এক প্রকার মাছর আইশ ও ব্যবহার হয়ে থাকে.
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
155769
নিভৃত চারিণী লিখেছেন : ইয়া আল্লাহ ! তাই নাকি?
207178
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
অনেক পথ বাকি লিখেছেন : Applause ধন্যবাদ । ভালো লাগলো ।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
155771
নিভৃত চারিণী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck
207191
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
আঁধার কালো লিখেছেন : লিপস্টিক না ব্যাবহার করলেই তো হয়। ভালো লাগলো । ধন্যবাদ ।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
155788
নিভৃত চারিণী লিখেছেন : ভালো তো বটে। কিন্তুYawn Yawn
207199
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
রাইয়ান লিখেছেন : আমার সামান্য সাজের অনুসঙ্গ তো মাত্র দুটো , একটুখানি কাজল আর হালকা একটু লিপস্টিক । তার মধ্যে লিপস্টিকটা বাদ দিয়ে দিলে সাজব কি দিয়ে.....! Crying Crying
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
155786
নিভৃত চারিণী লিখেছেন : আমিও তো তাই ভাবছি আপু ! আসেন গলা জড়িয়ে কাঁদি Crying Crying Crying
207200
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
সিটিজি৪বিডি লিখেছেন : আজ থেকে লিপস্টিক কেনা বন্ধ করে দিলাম।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
155787
নিভৃত চারিণী লিখেছেন : সেটাই বরং ভালো হয়।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
155793
সিটিজি৪বিডি লিখেছেন : জারিফার আম্মা সাজগোজ একটু কম করে আমার টাকা সেইভ করে............Rolling on the Floor
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
155802
নিভৃত চারিণী লিখেছেন : আমরাও সেভ করি Tongue
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৭
155905
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এজন্যইতো বুঝি নুর নবীভাই আপনার শ্যালিকার খবর নিতো Winking Love Struck
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৯
156053
সিটিজি৪বিডি লিখেছেন : এখনো খবর রাখে..Rolling on the Floor Rolling on the Floor নোয়াখালীর পাসপোট পেলে নাকি বিয়ে করতে রাজী...........
207217
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি কখনও লিপস্টিক ব্যবহার করাকে সাপোর্ট করি না। খুব অপছন্দ করি। ছোটবেলায় বোনদের কাছথেকে শুনেছি যে "লিপস্টিকে" শুকরের চর্বি থাকে, তাই এটা মুসলিম মেয়েদের জন্য হারাম।

আচ্ছ আগের মা/বোনরাতো এসব জিনিস ব্যবহার করেননি, তাতে কি তাদের সৌন্দর্য্য কমে গিয়েছিলো?

আসুন... নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। এত ঝামেলায় নিজেকে না জড়িয়ে "লিপস্টিক" ব্যবহার করাথেকে বিরত থাকি।
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
155804
নিভৃত চারিণী লিখেছেন : ঠিকই বলেছেন হ্যারি সাহেব।এমন একটা গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদGood Luck Good Luck Good Luck
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
155812
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনাকে "যাজাকিল্লাহু খাইর" বলতে ভুলেগিয়েছিলাম, গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সবার নজরে আনার জন্য।

লিখুন বেশি বেশি Rose Rose Good Luck Good Luck Rose Rose
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
155829
আলোর আভা লিখেছেন : আসুন... নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। এত ঝামেলায় নিজেকে না জড়িয়ে "লিপস্টিক" ব্যবহার করাথেকে বিরত থাকি।

ভাইজান আপনি তো ছেলে তাই এটা বলে খুব সহজ ।
207255
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু লিপস্টিক কেন সবধরনের প্রসাধনিই বন্ধ করা উচিত।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৮
156916
নিভৃত চারিণী লিখেছেন : অবশ্যই। তবে হালাল বিষয়গুলোও মাথায় রাখা উচিত।
207284
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
আলোর আভা লিখেছেন : শীতের দেশে থাকি লিপিষ্টিক না দিলেও লিপজেল তো দিতেই হয় ।ধন্যবাদ আপু ।
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৯
155906
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপু আমি অনেক বোনদেরকে দেখেছি লিপস্টকে শুকরের তেল বা চর্বি আছে বলে। হারাম বলে ব্যবহার করে না।

লিপস্টিকের উপাদান আর "লিপজেলের" উপাদানতো এক নই। লিপজেলতো ঠোঁট না ফাটার জন্য (অনেকটা ওষধ হিসেবে) ব্যবহার করতে হচ্ছে। লিপস্টিকতো (অতিরিক্ত + অপ্রয়োজনীয় ভাবে) শুধুমাত্র সৌন্দর্য্য বাড়ানোর জন্য ব্যবহার করে।

তাই অতিরিক্তটা এ্যভয়েড করলেতো সমস্যা নাই।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৯
156917
নিভৃত চারিণী লিখেছেন : লিপজেল আর লিপস্টিক বোধহয় এক জিনিষ দিয়ে তৈরি হয়না আপু। তবুও জানার ভুলও হতে পারে।
Good Luck ধন্যবাদ আপনাকেGood Luck
১০
207286
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
ভিশু লিখেছেন : নিজের সৌন্দর্য্যের জন্য, স্বামীর জন্য > স্বাস্থ্যসম্মত, সাধ্যমত একটু কোয়ালিটিসম্পন্ন শালীন এবং দামীটা ব্যবহার করাতে সমস্যা আছে কি?
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩১
156918
নিভৃত চারিণী লিখেছেন : দামী হলেই যে সেটায় শীশা বা নাপাকি কিছু থাকবে না, যদি এর গ্যারান্টি দিতে পারেন তাহলে আর কিছু বলবো না।
বুঝেছি ভিশু ভাইয়ের সাজুগুজু ওয়ালা লাল টুকটুকে বৌ লাগবে। Winking Tongue Love Struck
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
162547
সুমাইয়া হাবীবা লিখেছেন : শুধু ভিশু ব্রাদার কেন এটা তো সব ব্রাদারেরই বৈধ শরিয়ত সম্মত চাহিদা। এটা কে সম্মান জানানো প্রতিটি সিসটারেরই দায়িত্ব।
১১
207297
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি অ-নে-ক বছর ধরে ব্যবহার করিনা। অথচ এক সময়....... সে সবই আজ স্মৃতি.....।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩২
156922
নিভৃত চারিণী লিখেছেন : তাইনাকি আপু ! ভালোই।আমরাও যেন পুরোপুরিভাবে পারি Praying
১২
207300
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৭
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ওমা এই ব্যাপারটি তো জানতাম না। অনেক ধন্যবাদ আপনাকে।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৩
156923
নিভৃত চারিণী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ আপুনি !
১৩
207311
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৭
হতভাগা লিখেছেন : আঙ্গুর ফল টক
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৩
156924
নিভৃত চারিণী লিখেছেন : phbbbbt phbbbbt phbbbbt
১৪
207565
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৩
অজানা পথিক লিখেছেন : সতর্কতামূলক পোষ্টের জন্যে ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৩
156925
নিভৃত চারিণী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck
১৫
214270
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : মাফ করবেন। আপনার পোষ্টটি নিসন্দেহে জনসচেতনতামূলক, কল্যাণমূলক পোষ্ট। জাযাকাল্লাহু খাইরান বোন। তবে অনেকেই মন্তব্য করেছেন যাতে একটা বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরী হয়েছে বলে আমার মনে হচ্ছে। সাজগোজ প্রসঙ্গে। ইসলাম নারীকে সাজগোজের পূর্ণ অধিকার দিয়েছে। আমরা বর্তমানের পার্লার ব্যবস্থা, হারাম বিষয়াদি, অনৈসলামিক কার্যকলাপ নিয়ে অবশ্যই বলতে পারি। কিন্তু একদমই সাজা উচিত না, না দিলে কি হয়, ইত্যাদি বলতে পারিনা। আল্লাহর রাসূল(সা) নারীদের সাজগোজ, পরিপাটি হয়ে থাকা পছন্দ করতেন। এমন অনেক উদাহরন আছে যে মহিলা সাহাবীদের সাজগোজের অনুমতি দিয়েছেন। বিবাহিত কি অবিবাহিত অবস্থায়। আর বিয়ের ক্ষেত্রেও বউ পছন্দের ক্ষেত্রে দীনদারীর পর নারীর রুপ-মাধুরীও দেখতে বলা হয়েছে। সুতরাং আমাদের অতিরিক্ত দ্বীনদারী যেন গোড়ামীর পর্যায়ে চলে না যায়, ফল স্বরুপ আমাদের পারষ্পরিক সম্পর্কগুলো(স্পেশালী দাম্পত্য সম্পর্ক) যেন নষ্ট করে না ফেলি। ইসলাম বৈরাগ্যবাদের বিরোধী। নারীর ভূষণ তার লজ্জা, নম্রতা, কোমলতা, রুপ-মাধুর্য বিশ্বস্ততা। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান লাভ করার এবং তা বোঝার এবং মানার তৌফিক দিন।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১১
163858
নিভৃত চারিণী লিখেছেন : আপনি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন এখানে আবার মাফ চাইতে হবে কেন আপুনি ?
১৬
214272
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : প্রাথমিক ভাবে চর্বিকে সাবান তৈরির কাজে ব্যবহার শুরু হয়। পরবর্তীতে আরো ব্যাপক গবেষণার মাধ্যমে, এসব চর্বিকে বিভিন্ন খাদ্য উপাদান ও প্রসাধন সামগ্রী বানাতে ব্যাপক ভাবে ব্যবহার শুরু হয়। যেসব জমাট সামগ্রী একটু গরমে নরম হলেও, সাধারণ অবস্থায় পূর্বের মত জমাট আকার ধারণ করে, সেসব বস্তুতে চর্বিকে কাজে লাগানো হয়। যেমন, টুথপেষ্ট, চকলেট ইত্যাদি। আবার যেসব বস্তু জমাট আকারেই থাকবে তবে তার ব্যবহার হবে মসৃণ; সেসব বস্তুতেও চর্বির ব্যবহার শুরু হয়, যেমন সাবান, লিপস্টিক, ফেস ক্রিম ইত্যাদি। কিছু খাবারকে আকর্ষণীয় করে প্রদর্শন করতে, উপরে সাইনিং গ্লেজ দরকার; সেসব খাবারের উপর ব্রাশ দিয়ে চর্বির উপাদান লেপ্টে দেওয়া হয়, যেমন কেক, বন, ডুনাট ইত্যাদি। সবাই জানে চর্বির স্বভাব এই ধরনেরই। আর গবেষকেরা চর্বির এই চরিত্রটিকেই কাজে লাগিয়েছে ব্যাপক হারে!

ইউরোপে শিল্প বিপ্লব পরবর্তীতে শুকরের চর্বি শুধুমাত্র সাবান উৎপাদনে ব্যবহার না হয়ে, যখন খাদ্য উপাদানেও ব্যাপক চাহিদা সৃষ্টি করল। তখন ইউরোপের বিভিন্ন কোম্পানি গুলো তাদের পণ্যকে আকর্ষণীয় পন্থায় বাজার জাত করতে অত্যাধুনিক ও নান্দনিক ব্যবস্থা গ্রহণ করে। ফলে চর্বি সংক্রান্ত ব্যবসায়ে জড়িত কোম্পানিগুলোও তাদের ব্যবসায়ের স্বার্থে একত্রিত হয়ে চর্বিকে রাসায়নিক উপাদানের মাধ্যমে প্যাকেট ও বাজারজাত করার প্রতি নজর দেয়। একই সময়ে ইউরোপিয়ান দেশ গুলো একত্রিত হয়ে একটি ঐক্যমত্যে পৌঁছে যে, বাজারজাত সকল খাদ্যের গায়ে, প্যাকের মাঝে কি কি খাদ্য উপাদান আছে তা অবশ্যই উল্লেখ করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে শুকরের চর্বির প্যাকেটের গায়ে খাদ্য উপাদান হিসেবে লিখিত হল ‘PIG FAT’ তথা শুকরের চর্বি।

সময় থাকলে চর্বি সংক্রান্ত এই অতীব গুরুত্বপূর্ন প্রতিবেদনটি পড়ুন, সেখানে আপনার ট্রপিক্সের অনেক অজানা কথা জানতে পারবেন।
E-CODES এর আবরণে মুসলমান হারাম খেতে বাধ্য হচ্ছে!
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১২
163859
নিভৃত চারিণী লিখেছেন : অনেক ধন্যবাদ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File