"সবার কাছে কামনা"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৪ মে, ২০১৪, ০৭:৫৩:২৮ সন্ধ্যা
প্রিয় ব্লগের প্রিয় ব্লগার ভাই ও বোনেরা মাহবুবা সুলতানা লায়লার স্বপরিবারে অসুস্থ! প্রথমে আমি জ্বরে আক্রান্ত হই সাথে শর্দি তো আছেই! আর সৌদিতে একটি মহামারি রোগ দেখা দিয়েছে করুনা ভাইরাস নামে! এবং এই রোগে ডাক্তার সহ অনেক রোগী মারা গেছে! মক্কা মদিনাতে বিভিন্ন দেশের মানুষের সমাগম বেশী তাই এখানে করুনা ভাইরাসে আক্রান্ত রোগী খুব বেশী! এই রোগের চিকিৎসা করতে গিয়ে অনেক ডাক্তারকেও প্রান হারাতে হয়েছে! আমি গতকালে থেকে কিছুটা ভালো আলহামদুলিল্লাহ! আর গতকাল থেকেই আমার স্বামী ও মেয়ের মেয়ের জ্বর শর্দি শুরু হয়েছে! এখনো আমি সম্পুর্ণ সুস্থ হইনি এর মাঝে আমার পরিবারের সবাই অসুস্থ! কে কাকে সেবা করবে? খুব কঠিন সময় যাচ্ছে আমাদের! প্রবাসে তো এমন কেউ নেই যে, অসুস্থতার সময় সেবা তো দুরে থাক চোখের দেখা দেখবে! এখনো ব্লগারদেরকেই আপনজন ভাবি! খুব কাছের মানুষ হলো সকল ব্লগার ভাই ও বোনেরা! কারন সুখ দুঃখের সব বিষয় তো আপনাদের সাথেই শেয়ার করি প্রতিদিন! আপনারাই আমার আমাদের আপনজন! স্বজন! তাই সবার সমীপে কামনা সবাই আমার ও আমার স্বামী এবং মেয়ের জন্য সুস্থতার দোয়া করবেন! আল্লাহ যেন উত্তম শিফা দান করেন আমাদেরকে ও যারা অসুস্থ আছে সবাইকে! সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন! সবার জন্য কল্যানের দোয়া! সাথে সবাই সতর্ক থাকুন! জ্বর শর্দি এই রোগের অনেক লক্ষনের মধ্যে দুইটা! আর সবাই মাসক্ ব্যবহার করুন! মদিনাতে বিশেষ গুরুত্ব সহকারে মাসক্ ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকারি ভাবে! আর মসজিদে নব্বীতে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে! আগেও ছিলো! কিন্তু এই রোগটা প্রকাশিত হওয়ার পর থেকে খুব বেশী দিচ্ছে! আর ঘরে ঘরে ও চলছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর বিশেষ নজর! আল্লাহ সবাইকে ভালো রাখুন! আর আমাদেরকেও ভালো রাখুন! আমিন! প্রিয় ব্লগার ভাই ও বোনেরা নিজেদের জন্য ও আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না প্লিজ!
বিষয়: সাহিত্য
১৫৮৪ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করবেন। আমিন।
মন্তব্য করতে লগইন করুন