জুতা সবার কাড়ে দৃষ্টি

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৪ জুলাই, ২০১৪, ১১:৫৪:১৩ রাত



লন্ডন থেকে ফিরলেন দেশে

রাজ্য জয়ে বীরের বেশে !!

জুতার মালা পরে হেসে

লাজ-লজ্জা সব গেল ভেসে।

জুতার সাথে ডিমের খেলা

লন্ডনে তার কাটলো বেলা

যদিও তিনি করছেন হেলা

চারিদিকে আজ জুতার মেলা

জুতা নাকি অমর সৃষ্টি

জুতাতে আছে আচার-কৃষ্টি

মাঝে মাঝে হয় জুতা বৃষ্টি







জুতার মতো ডিমের নাকি

আজ কদর কম নয়,

তাই তো দেখি জুতার সাথে

ডিমের ব্যবহার হয়।

ছেঁড়া জুতা পঁচা ডিমের

সংগ্রহ আজ বাড়ছে,

দেশ-বিদেশে এর ব্যবহার

সকল রের্কড ছাড়ছে।

বিষয়: বিবিধ

৯৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247946
২৫ জুলাই ২০১৪ রাত ১২:১১
এবেলা ওবেলা লিখেছেন :
২৫ জুলাই ২০১৪ সকাল ১১:৩৩
192584
হতভাগা লিখেছেন : এই ছবিটার জন্যই এতদূর যাওয়া হয়েছিল । বৃটেন যখন স্বীকৃতি দিয়েছে তখন বাকী '' না দেওয়ারাও'' দিতে শুরু করবে ।

৫% ভোটেও যেমন ক্ষমতা ধরে রাখতে কোন খারাপ লাগে নি , তেমনি স্বীকৃতি পাবার বন্ধুর পথে যদি বড় কিছু পাওয়া যায় তাহলে কিছুটা না হয় কষ্ট+তিক্ততা সহ্য করলই ।

ক্ষমতা সুসংহত করতে তো অনেক অপ্রিয় কিছু করতে হয় , সইতে হয় ।
247981
২৫ জুলাই ২০১৪ সকাল ০৫:৪২
শেখের পোলা লিখেছেন : শনশনিয়ে চলছে জুতা,
ডিম্ব বলে থাম,
ইটপাটকেল এসে বলে
লেখ আমার নাম৷
শুভ কাজে আমায় ছাড়া
কেমন করে যাবে?
জায়গা মত ঝাড়লে আমায়
সুফল তুমি পাবে৷
248025
২৫ জুলাই ২০১৪ সকাল ০৯:১৬
নূর আল আমিন লিখেছেন : জয়বাংলা জুতা সামলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File