আমার মনের কথা

লিখেছেন লিখেছেন আনমনে রাকিব ২৫ জুলাই, ২০১৪, ১২:০৪:৫০ রাত

আমি নিজেকে খুব ভাল বলে মনে করি না।আমার মতে আমি খুব খারাপ।আমি আমার মনের কথা কাউ কে বলতে পারি না।আমি আমার মতই থাকি। আমার নিজের কথা কাউকে বলি না।নিজের মন মত চলি।কেউ আমাকে কিসু বললে আমার খুব রাগ হয়।রাগ হলে আমার মাথা ঠিক থাকে না।আমার হাতের সামনে যা পাই তাই ভেঙে ফেলি।আমার নিজের মধ্যে সবসময় খুব হতাসা বোধ কাজ করে।আমার মনে হয় আমার জীবনের সবচে গুরুত্ব পূর্ণ মূহুর্তে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, এর জন্য আমি সারা জীবন অনুশোচনায় ভুগব। আমার জীবনের অপূর্ণতা খুব কম এ আছে,আমি জীবনের সকল ক্ষেত্রেই সাফল্য লাভ করেছি।শুধু মাত্র একটা জায়গা ছাড়া। আমার জীবনের অপূর্ণতা অই একটাই।আমার জীবন টা এ্কটা ছেরা পাতার মত,এক একটা অংশ আলাদা আলাদা।জীবনে তখন ই সুখ থাকে যখন জীবনের বিভিন্ন মুহুর্ত এক সাথে থাকে।কিন্তু আমি সব কিসু পাওয়া সত্তেও আমার জীবন কে জোড়া লাগাতে পারি না,একদিক হয় ত আর এক দিক হয় না।সফলতা আর ব্যর্থতা মিলেই জীবন।কিন্তু আমার জীবনে সফলতার ভাগ বেশি হওয়ায় আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি না।এটাই আমার সবচেয়ে বড় ব্যর্থতা.....

বিষয়: বিবিধ

১৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File