জান্নাতে থেকো মা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৫ জুলাই, ২০১৪, ১২:৩৭:২৩ রাত
নির্ঘুম রাত কাটে
হাহাকার বুকে
দিন-রাত মা'র স্মৃতি
ভাসে দু'চোখে।
-
প্রাণপণ চেষ্টায় কাটে
পুরো রাত্রি
নিশ্চয়ই আমিও মা'র
পথের যাত্রি।
-
মা ছাড়া পৃথিবীতে
নেই কোন সুখ
মা'র মুখ দেখলে
ভরে যেতো বুক।
-
জানি তুমি আসবে না
কখনো ফিরে
জান্নাতে থেকো মা
উন্নত শিরে।
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কখনো ফিরে
জান্নাতে থেকো মা
উন্নত শিরে।
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন