কি সুন্দর!!
লিখেছেন লিখেছেন ঈগল ০৫ জুলাই, ২০১৪, ১২:৪৮:২৩ রাত
হায়! এটা কেমন রাজনীতি। মহান প্রতিপালক, যার ক্ষমতা সব কিছুর উপর, সেই মহান সত্ত্বা ও তার দেওয়া নীতিকে ছেড়ে আজ আমরা কোন পথ ধরেছি।
এভাবে কি সিয়ামের পবিত্রতা রক্ষা হয়!
এটাই কি রামাদানের শিক্ষা!
বিষয়: বিবিধ
১৪৬০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখুন-আপনার প্রতিপালকের যদি সামান্যমত ক্ষমতা থাকত তাহলেকি শফীহুজুর, আমিনী...... আজীবন কোরবাণী পশু চামড়ার টোকাই হয়ে থাকে?
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এত নিক
==
কুফারদের সহায়কশক্তি এই 'বিডি নিউজের' সংবাদ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কিন্তু যেহুতু এই ছবিটি গত তিন দিন আগের, এবং এর কোন প্রতিবাদ জামাআত মিডিয়া বা অন্য কোন তথ্যমাধ্যমে পেলাম না তাই ছবিটি ব্লগে দিলাম।
কই ছবিতো দেখলাম না আপনি কোথায় পেলেন?
===============
ছবি আছে, ভালো করে দেখুন।
আল্লাহ আমাদের বোঝার শক্তি দিন এবং আমাদেরকে ইভিল এর উপর নির্ভরশীলতা হতে মুক্তি দিন এবং বোঝার শক্তি দিন - আল্লাহর উপর নির্ভর করে দুনিয়ার চোখে হারলেও তা হল আলটিমেট জয়।
জাজাক আল্লাহ খায়ের।
=============
ইসলাম একটি দ্বীন। যতক্ষন পর্যন্ত আপনি তার স্বাত্যন্ত্র বজায় রাখতে পারবেন ততক্ষন পর্যন্ত আপনি এই দ্বীনের প্রতিনিধি। কিন্তু যখনই আপনি অন্যান্য মতবাদগুলির সাথে এই দ্বীনকে গুলিয়ে ফেলবেন তখনই আপনি বিভ্রান্তির অতলে হারিয়ে গেলেণ। তাই, ইসলাম নাম দিলে বা নিলেই হবে না, আমরা দেখবো আপনার কর্মপন্থা।
ইসলাম একটি দ্বীন। যতক্ষন পর্যন্ত আপনি তার স্বাত্যন্ত্র বজায় রাখতে পারবেন ততক্ষন পর্যন্ত আপনি এই দ্বীনের প্রতিনিধি। কিন্তু যখনই আপনি অন্যান্য মতবাদগুলির সাথে এই দ্বীনকে গুলিয়ে ফেলবেন তখনই আপনি বিভ্রান্তির অতলে হারিয়ে গেলেণ।
মনে হয় উনি জামায়াত বা ১৯ দলে যোগ দেবেন । উনার হাবভাব দেখেতো সরকারের একজন এমপি বলেই দিয়েছেন যে উনি এমন ভাবে কথা বলছেন যেন বিএনপির কোন প্রেসিডিয়াম সদস্য কথা বলছেন !
যাউকগ্যা, ওবামা আর ক্লিনটনেরা যহন নিজের দেশের মানুষগোরে ইফতারির দাওয়াত দেয় তহন কেউ বলেনা আমরা হেই ইফতারি খাইব না।
হেই ইফতারী খাইতে গেছে বইলাই, হোয়াইট হাউজের ভিতরে আজান দিয়া নামাজ পড়বার কাজটা কইরা লইছে।
মন্তব্য করতে লগইন করুন