হ্রদয়ের হাহাকার

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ জুন, ২০১৪, ০২:০৯:২৬ রাত

হয়তো আর আমাদের পদচিহ্ন পড়বে না

একসাথে ক্যাম্পাসে,শিল্পকলা একাডেমিতে,

নাটকপাড়ায় কিংবা বেতারের রের্কডিং রুমে।

হ্রদয়ে বইছে হাহাকার খরা শূন্যতা...।

প্রবাহিত বাতাসে ঘর্মাত্মক দেহের গন্ধ শুঁকে

চিরচেনা শিহরণ এখন ঝড় তুলে বুকে।

-

অজানা গন্তব্যে ছুটে চলি অগত্যা

বিনিদ্র রাতের নীলাভ আকাশে।

দিগবিদিগ ছড়িয়ে পড়া আলোকরশ্মি

আরো হাহাকার বাড়ায় ।

সন্ধ্যা ঘনিয়ে এলে পাখিরা নীড়ে ফিরে

আমি দাঁড়িয়ে থাকি সমুদ্রে ডুবে যেতে

যেমন দিনের কষ্ট বয়ে ডুবে যায় সূর্য।

-

সমুদ্ররেখা অতিক্রম হবে না জানি।

যদি সীমারেখা মুছে যায় কোনদিন

তবে ফিরে এসো ঘর্মাত্মক উষ্ঞতা নিয়ে

মুছে দিতে হ্রদয়ের সব হাহাকার।

০৮/০৬/২০১৪

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File