ছায়াস্বপ্ন

লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ০৮ জুন, ২০১৪, ০২:২৪:৪৩ রাত

আমার স্বপ্নকে ছুয়ে যায় তোমার ছায়া,

ঘুমের মাঝে কিছু স্বপ্নের উদভ্রান্ত হাটাহাটি,

হঠাৎ তোমার আগমন,

রঙে রঙে রঙিন আমার ঘর মন জানালা ।

স্বপ্নের প্রত্যেকটি তোরণ পার করে আমার কাছে,

আরো কাছে,

গভীরে,আমার গহীনে তোমার শব্দ,

গভীর,ঘন,গাঢ় তোমার নিঃশ্বাস ।

সহসা সচকিত আমি,

আকড়ে ধরি তোমাকে ।

মনভালবাসার ফটকে মস্ত বড় এক তালা ঝুলিয়ে থেকো যাও তুমি ।।

বিষয়: বিবিধ

৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File