তাসের খেল
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ জুন, ২০১৪, ০৫:১৭:৪১ বিকাল
তোমরা লুটপাট করে সম্পদ গড়ো
গরীব অসহায় পায়নি নিস্তার
পুলিশ র্যাব দিয়ে করো
সন্ত্রাসী কাজের বিস্তার ।
-
তাসবীহ হাতে নেকাব পরে
প্রচার করো রঙ বেরংয়ের চিত্র
ধর্মের মানে ধোকা দিয়ে
বোকা বানাও দেখাও তাদের মিত্র ।
-
হাতে হাত রেখে রেখে স্বৈরাচারের
সাথে করো ক্ষমতার সন্ধি
ক্ষমতার লোভে দেশের স্বার্থ
বিকিয়ে প্রভুদের খাঁচার বন্দি ।
-
মুখে যা আসে বলে ফেলো সহজে
দেখাও তাসের খেল
রাহাজানি গুম খুনাখুনিতে আজ
হিংস্র প্রাণীরা ও ফেল।
বিষয়: বিবিধ
১৪১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গরীব অসহায় পায়নি নিস্তার
পুলিশ র্যাব দিয়ে করো
সন্ত্রাসী কাজের বিস্তার
আজকাল তো চলছেই এসব।
এ কথায় হয়না কোনই বেঠিক৷
মন্তব্য করতে লগইন করুন