ব্যাপার কি? জামাতের জন্য খেজুর আর মুরসীর জন্য বুলেট! জামাত সৌদি দালাল
লিখেছেন লিখেছেন চোথাবাজ ০২ জুন, ২০১৪, ০৫:০৪:০১ বিকাল
সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরী জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে এক কার্টন সৌদি খেজুর উপহার হিসেবে পাঠিয়েছেন। সেটা তাকে গ্রহণ করতে বিশেষ অনুরোধ করেছেন এই সৌদি রাষ্ট্রদূত। গোলাম আযমের মেঝ ছেলে সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রেগেডিয়ার আজমী আজ তার ফেসবুকে এই চিঠিটি প্রচার করেছেন
ওদিকে মিশরের নির্বাচিত দল ও প্রেসিডেন্ট মুরশীকে ক্ষমতাচ্যুত করতে প্রধান ভুমিকায় সৌদি রাজারা মুসলিম ব্রাদারহুডকে শেষ করে দিচ্ছে।
ব্যাপার কি? সৌদি দালাল জামাত, গোলাম-নিজামীদের মুখোশ উন্মোচন করি।
বিস্তারিত এখানে
Click this link
বিষয়: বিবিধ
১৯২৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিডি ব্লগে সুস্বাগতম আপ্নাকে!
অ্যাতোদিন কোথায় ছিলেন?
এটাতো প্রমাণ করে মুসলিম বিশ্বে অধ্যাপক গোলাম আযমের গ্রহণযোগ্যতা।
আর হাম্বাদের গ্রহণযোগ্যতা তো রেন্ডিয়ার বাইরে আর কোথাও নেই। মুসলিম বিশ্বের কোনো দেশে এদের গ্রহণযোগ্যতা নেই।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন