ঈদের আগেই কাদের মোল্লার ফাসি

লিখেছেন লিখেছেন চোথাবাজ ২১ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৩৭:০৯ বিকাল

মঞ্চ প্রস্তুত। অক্টোবরের প্রথম সপ্তাহ যদি মিসও হয়; ঈদের আগে দোয়া মাহফিল, কোরআন খানি করতে হবে। একজনের এ অনিবার্য পরিণতি মঞ্চায়িত হবে গোপনে। ঘুম থেকে উঠে দেখা যাবে- পশ্চিম দিগন্তে সুর্য ঢলে পড়েছে..... গোধুলী লগ্ন।

বেশি প্রতিক্রিয়া দেখালে 'জরুরী অবস্থা'। চেতনাধারী আর আর আদর্শবাদীদের এ লড়াইয়ে আপাতত: চেতনাধারীদের বিজয় হবে। দীর্ঘ মেয়াদে লাভমান হবে আদর্শবাদীরা।

ম্যাডাম না-কি ২৫ অক্টোবরের পরে ক্যারিশমা দেখাবেন। আরে! তার আগেই তো দৃশ্যপট বদল। আরেকটু খোলাসা করি- লড়াই হবে আওয়ামী লীগ ভার্সেস জামাত। পদপিষ্ঠে কি অন্তিম অবস্থার দিকে আগুয়ান হবে বিএনপি?

ম্যাডাম, আরেকটু দুরদর্শি হোন। 'সাবধানে ধরিও হাল, উত্তাল তরঙ্গে হারাইওনা তাল।"

বিষয়: বিবিধ

১৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File