বরণী তোমার উন্নত শির (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে)
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২০ মে, ২০১৪, ০৬:০১:৫৯ সন্ধ্যা
চিরবিদ্রোহী মন্ত্রদীপ্ত বজ্রকণ্ঠে মাতালে ধরণী
যুদধ জয়ে অধিকার আদায়ে উন্নত শির বরনী ।
নিপীড়ত মানুষের কাতারে দাঁড়ায়ে বাজালে অগ্নিবীনা
বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জ্বালালে অগ্নিশীখা ।
ক্ষুধাতুর বক্ষ ছিন্ন করে এনেছিলে খ্রিস্টের সম্মান
শোষিত মানুষের ক্ষীন কন্ঠে বাজালে বজ্রগান
বৈষম্য পিষ্ট মানুষেরে শোনালে সাম্যবাদের গান
চলে এলো এক কাতারে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান।
আজি দুর্দিনে বঞ্চিত ব্যথাতুর মানুষের
পাশে তোমাকে বড়ই প্রয়োজন
বঞ্চিত ব্যথা বুকে লয়ে সদর্পে নেমেছিলে রণে
রচেছিলে বিদ্রোহী মহারন।
চিরন্তন সুন্দরের আগমনী সুর
বেজেছিল ঝরেছিল কৃষ্ঞ কাল ।
ধুমকেতু বেগে জেগেছিল
মানুষ দেখেছিল শুভ্রসকাল।
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন