বিলুপ্ত করা হোক বাংলাদেশ পুলিশ বাহিনী !
লিখেছেন লিখেছেন জীবনের গল্প ২০ মে, ২০১৪, ০৫:৩৬:০৯ বিকাল
আমার মনে হয় না বাংলাদেশে পুলিশ বাহিনীর কোনো প্রয়োজন আছে ? এই কুলাংগার বাহিনী শুধু শুধু দেশের মানুষের টাকা নষ্ট করছে আর দেশের মানুষকে গুম খুন হত্যা করছে ! এই নর পশুগুলো ( সবাই কিন্তু না ) কোনো দূর্ঘটনা ঘটার পর গিয়ে উপস্তিত হয় ! বাংলাদেশ পুলিশ বাহিনী বিলুপ্ত করে নতুন করে নাম দেয়া উচিত ''বাংলাদেশ নিরাপত্তা বাহিনী'' (বিনিবা )। যারা শুধুই জনগণের নিরাপত্তা দিবে পাশাপাশি সরকারের নিরাপত্তায় নিয়োজিত থাকবে । তাদের প্রধান কাজ হবে জনগণের পাশে দাড়ানো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা মানুষ কাছ থেকে সুনিদিষ্ট অভিযোগ নিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্তা গ্রহন করা । মানুষকে আইনী সহযোগীতা করা মানুষকে বিভিন্ন হয়রানীমূলক কাজ থেকে উদ্ধার করে মানুষের পাশে দাড়ানো । কারন বর্তমান পুলিশ বাহিনীর ভেতর ঢুকে পড়েছে অনেক খারাপ ও সিরিয়াল কিলার যাদের দ্বারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় । পুলিশ বাহিনী তৈরী করা হয়েছে মূলুত দেশের অভ্যন্তরীন নিরাপত্তা নিশ্চিত করার জন্যে;কিন্তু বর্তমানে পুলিশ বাহিনী দ্বারা জনগণের নিরাপত্তার বদলে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে ! জনগণের কষ্টের টাকা দিয়ে এসব বাহিনীর বেতন ভাতা দেয়া হয় ,আর তারাই জনগণকে গুম করে খুন করে হত্যা করে । তাই এদের বিলুপ্তি এখন সময়ের দাবী ।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন