আঁধার কালো জ্যান্ত মানুষ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ মে, ২০১৪, ১২:৪০:১৫ রাত

সুখের মাঝে সুখ খুঁজিনা সুখের মাঝে দুঃখ খুঁজি

স্বাধীনতার মাঝেও আমি পরাধীনতায় বন্দি আজি।

রাতের আধাঁর আমার কাছে দিনের চেয়েও লাগে ভালো

তাইতো আমি দিনের মাঝে আঁধার খুঁজি হতে আঁধার কালো।

আমি এখন আর মানুষ নই, আগের মতো

আট দশটা মানুষের মতো

যদিও আমার হাত পা আছে, নাক মুখ আছে

সবই আছে সবার মতো ।

আমি এখন আর আমার নই

কারো নই তোমারও নই

আমি এখন আঁধার কালো জ্যান্ত মানুষ

আঁধার খুঁজে ব্যস্ত রই ।

সবার যেমন ইচ্ছা আছে আশা আছে

আমারও তেমন ইচ্ছা ছিল আশা ছিল

পুর্বাকাশের রবি হতে,

জ্যোৎস্না রাতের শশি হয়ে

রাতের আঁধার সরিয়ে দিতে।

কোথায় আছি কেমন আছি

আমি জানি না কেউ জানে না

শুধুই জানি সব আশারই শশ্মান ঘাটে

আঁধার খুঁজে কাটছে সময় নিঃস্ব খাটে ।

বিষয়: বিবিধ

৮৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218364
০৭ মে ২০১৪ সকাল ০৮:৪০
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
218506
০৭ মে ২০১৪ দুপুর ০২:১১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শুরুর দিকের কবিতার ভাবটা আস্তে আস্তে শেষের দিকে এসে হারিয়ে গেল। কিন্তু বিষয় ভাবনা দারুন। আরা বেশি বেশি লিখুন, শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File