ছেলেটির বই হাতে স্কুলে যাওয়ার কথা সেই ছেলের হাতে বাবাকে ক্রসফায়ার না দেওয়ার ব্যানার!
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ মে, ২০১৪, ০১:২০:৩৬ রাত
বাংলাদেশি কমিউনিটিতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চলছে আলোনা-সমালোচনা। বাড়ছে ক্ষোভ, হতাশা। সারাদেশ জুড়ে অপহরণ, গুম পরবর্তী রাস্তার পাশে পড়ে থাকা লাশ, নদীতে ভাসা অর্ধগলিত লাশ প্রতিদিনই টিভিতে দূর প্রবাসে বসে লাখ লাখ প্রবাসীকে দেখতে হয়।
বাংলাদেশের গুম, অপহরণ, খুন, সন্ত্রাসের খবর যখন ফলাও করে প্রচার হয় আন্তর্জার্তিক মিডিয়ায় তখন সেসব খবরে প্রবাসীদের নানারকম প্রশ্নের সম্মুখীন হতে হয়।
বাংলাদেশের গুম, অপহরণ, খুন, সন্ত্রাসের কারণে গুম, অপহর শিকার পরিবারের স্বজনেরা এখন কান্না , পথে পথে ঘুরে বেড়াচ্ছেন যদি তাদের স্বজন দের ফিরে পান। সন্তানেরা লিখা পড়া ছেড়ে আতংকে আছে।
মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, আত্মীয় স্বজনদের থেকে হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভ, কষ্ট, চিন্তিত অপমানিত লাখ লাখ প্রবাসীদের প্রশ্ন, প্রবাসীদের আর কতকাল শুনতে হবে, কেন বাংলাদেশিরা এত খারাপ?
দেশের রাজনৈতিক পরিস্থিতি যতই খারাপ হচ্ছে ততই ভিনদেশি অন্য সহকর্মীদের কটুক্তির শিকার হতে হচ্ছে প্রবাসীরা । এমনও শুনতে হয়েছে যে তোমরা বাংলাদেশিরা পারো তো শুধু খুন-খারাবি করতে।
ইদানিং প্রায় কোন দেশি জানতে চাইলে আমি বাংলাদেশি এটা বলার পর দেশের ভয়াবহ রাজনৈতিক অস্থিরতাকে ইঙ্গিত করে চরম অবজ্ঞা নিয়ে বলে, ওহ! তুমি বাংলাদেশি? কেন বাংলাদেশিরা এত খারাপ ? প্রতি উত্তরে কিছুই বলার থাকে না।
বিষয়: বিবিধ
১৭০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার সাথে আওয়ামীলীগ আরও একটা বড় শয়তান ।
মন্তব্য করতে লগইন করুন