এসেছে বৈশাখ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ এপ্রিল, ২০১৪, ১২:৪৫:৪৪ রাত



এসেছে বৈশাখ

খাবো না পুঁইশাক

খাবো ইলিশ পান্তা

রেধেঁছে ভাবী শান্তা।

ঝগড়াটে কান্তা

খাবে না সে পান্তা

খাবে পুইঁশাক

সংস্কৃতি বিকৃতি

দিবে না সে স্বীকৃতি

আসুক না বৈশাখ



সাদা শাড়ি লাল পাড়

পরে সব ললনা

সারা বছর করে তারা

বিদেশীদের ছলনা।

হাতি-ঘোড়া-প্যাঁচা সেজে

উৎসবে মেতে উঠে

করে গীত বন্দনা

সারা বছর যাই হোক

একদিনের বাঙালী

দেখতে মন্দ না ।

------

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File