এসেছে বৈশাখ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ এপ্রিল, ২০১৪, ১২:৪৫:৪৪ রাত
১
এসেছে বৈশাখ
খাবো না পুঁইশাক
খাবো ইলিশ পান্তা
রেধেঁছে ভাবী শান্তা।
ঝগড়াটে কান্তা
খাবে না সে পান্তা
খাবে পুইঁশাক
সংস্কৃতি বিকৃতি
দিবে না সে স্বীকৃতি
আসুক না বৈশাখ
২
সাদা শাড়ি লাল পাড়
পরে সব ললনা
সারা বছর করে তারা
বিদেশীদের ছলনা।
হাতি-ঘোড়া-প্যাঁচা সেজে
উৎসবে মেতে উঠে
করে গীত বন্দনা
সারা বছর যাই হোক
একদিনের বাঙালী
দেখতে মন্দ না ।
------
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন