শুভ নববর্ষ, ১৪২১- উথলে উঠেছে অসাম্প্রদায়িক বাঙালির ঢোল, ঘন্টা, কাশা আর মঙ্গল শোভাযত্রা.................

লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ১৪ এপ্রিল, ২০১৪, ১২:২৩:৪৮ রাত



মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। এই প্রত্যাশা-প্রত্যয়ে জীর্ণ মলিনতা পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখার স্বাগত শুভ নববর্ষ ১৪২১..। বিডিটুডের অগণিত ব্লগার, ভিজিটার, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে রাজধানীর সব বয়সের বাধঁভাঙ্গা জোয়ার, নতুন পোশাক পরে নতুন বছরকে বরণের জন্য বিপুল উৎসাহে বের হয়ে আসবে রাজপথে। শুরু হবে রমনা বটমূলের "জীর্ণ পুরাতন যাক ভেসে যাক" , শুরু হবে অসুভ শক্তি পরাভুতকরার মঙ্গল শোভাযাত্রা।

নতুনের আবাহনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরায়ত সুর অনুরণন তুলবে প্রতিটি বাঙালির হূদয়ে-

'এসো হে, বৈশাখ এসো এসো,

তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নববর্ষ সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি যোগাবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ জরা ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে।



বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207392
১৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৪
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরা আজ খুবই আবেগাপ্লুত।
এসো হে বৈশাখ
এসো পুর্ব দিগন্তে নবরশ্নি ছড়িয়ে,
উদ্দীপ্ত যুবতীর নৃত্যর তালে তালে
ক্ষণিকের জন্য তোমার মাঝে যাবে হারিয়ে।
হে বৈশাখ,
জানি তুমি বড় নির্জীব,
তবুও মেতে উঠবো তোমাকে করতে বরণ
সব সুন্দরীদের লেলিয়ে দেবো তোমার আলোতে
ভাঙ্গাতে সব ধর্মান্ধতার তোরণ।
নতুন করে সভ্যতাকে আলিঙ্গন করবো
তুমি আসার সন্ধিক্ষণে
বিদ্রোহী ইব্রাহীমের অগ্নীকে আবারও প্রণাম করবো
মুখে বাজাবো পুজোর ধ্বণিকে।
অতৃপ্ত হৃদয় আজ বড় অশান্ত
চারিদিকে আর্তনাদ আর হাহাকার
স্বাধীন ভূমি দখলে ধেয়ে আসছে
ধর্মান্ধ মদীনার স্বপ্নে বিভৈার রাজাকার।
না, এমন হতে দেবোনা
মাতাপিতার ধর্ম পাঠাবো বনবাস,
উলঙ্গ সভ্যতায় আদিম হয়ে যাবো
চোখ ধাধানো যুবতীদের করবো সর্বনাশ!
১৪ এপ্রিল ২০১৪ রাত ০১:০৭
155948
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : এসো হে বৈশাখ
এসো পুর্ব দিগন্তে নবরশ্নি ছড়িয়ে,
উদ্দীপ্ত যুবতীর নৃত্যর তালে তালে
ক্ষণিকের জন্য তোমার মাঝে যাবে হারিয়ে।


তবে বৈশাখ না- ঘরে দাসী, বাদী এবং তার উপর ১১ বউয়ের জলসা বসালেই তা সম্ভব। ধন্যবাদ।



207428
১৪ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৮
বেদনা মধুর লিখেছেন : হে বৈশাক এসো এসো নারীর মাথার তিলক হয়ে
সে বৈশাক তুমি ঘুমটা পরে এসো না।
ঘুমটা দিলে তোমাকে আমি দেখতে পায় না
আর দেখতে না পেলে সোনার বাংলার
অনুষ্ঠানের মত তোমার শরীরে হাত বুলাব কি ভাবে?
তাই তুমি ঘুমটা দিয়ে নয়
কপালে সিঁদুর দিয়ে এসো।
এসো হে বৈশাক এসো এসো
ষোড়শীর উন্নত বুকে চড়ে তুমি এসো
এসো এসো আমি তোমাকে ছুঁয়ে দিতে চায়
তোমার ঠোঁট তোমার বুক তোমার যোনি
সব কিছুতেই তুমি বৈশাখ মাখো
আমি সবখানে ছুতে চায়
যেভাবে ছুয়েছিলাম সোনার বাংলার অনুষ্ঠানে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File