গ্রিনিজ রের্কড

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৭ মার্চ, ২০১৪, ০২:২২:৫৯ রাত

লাখো কন্ঠে গীত হলো

আজ জাতীয় সংগিত

বাঙালীরা সবই পারে

নয় কি তার ইংগিত?

রের্কড গড়লো বাঙালীরা

নাম উঠলো গ্রিনিজ বুকে

নূরের চোখে খুশীর ঝলক

পকেট ভারী টাকার সুখে।

নব্বই কোটি খরচ করে

গাইলো সবে গান

গ্রিনিজ বুকে নাম উঠায়ে

রাখলো দেশের মান।

দেশের মানুষ না খেয়ে আছে

তাতে হলো কি

দাদার কথা রাখতে হবে

না হয় বলবে ছি।

২৬/০৩/২০১৪

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File