"তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি"
লিখেছেন লিখেছেন আমি স্বাধীন ২৭ মার্চ, ২০১৪, ০৩:২২:৩৬ রাত
সকালে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল তখন আমি বসে বসে হিসেব কষছিলাম ব্যয় করা টাকার অঙ্কটা নিয়ে। পুরো ৯০০০০০০০০ টাকা!!!! তারপর ভাবলাম, এই টাকা দিয়ে অর্ধহার, অনাহারে দিনানিপাত করা কতো গরিব অসহায় মানুষকে একবেলা পেট ভরে (মাছ/ মাংস+ ডিম) দিয়ে খাওয়ানো যেত। হিসেব করে বের করলাম, ঠিক ১৮০০০০০০ জন, আর দু'বেলা হলে ৯০০০০০০ জন অভুক্তকে !!! আর গার্মেন্টস শ্রমিকদের মাসিক ৩৫০০ টাকা হারে বেতন ধরলে ২৫৭১৪৩ জনের সারা মাস গতর খাটিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে পাওয়া পুরো এক মাসের বেতন!!
যে বাংলাদেশে, আজও অনেক মুক্তিযোদ্ধা টাকার অভাবে দু'বেলা বেলা পেট ভরে খেতে পারে না, টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, কিন্তু একটি রের্কড করার জন্য ৯০ কোটি টাকা খরচ করা হলো। ওহ, রেকর্ড অবশ্য দুইটা, আরেকটা রেকর্ড করতে গিয়ে সব চেয়ে বেশি টাকা খরচের রেকর্ড!
এই পতাকা শুধু পতাকা নয়। তার চেয়ে বেশি কিছু। শহীদের রক্তে এ পতাকা অর্জিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আমরা এর অবমাননায় ব্যতিত হই। দেশপ্রেম মানে কি লাখো কন্ঠে সোনার বাংলা গাওয়া? আর গিফটের প্যাকেট!! তারপর পতাকাটাকে প্যাকেটের সাথে ফেলে দিয়ে পা মুড়িয়ে দেয়া? নতুবা নিজের প্যান্টে ময়লা না লাগাতে সেই পতাকার উপরই আসন পাতা, পাছা রাখা?? হায়রে দেশপ্রেম...
এই হল ৯০ কোটি টাকার বিনিময়ে অর্জন করা কয়েক মিনিটের দেশপ্রেম আর তার খানিক পরেই......... পুরো দেশটাই পায়ের তলে!!!!
তাছাড়াও কালকের অনুষ্ঠানের একটি সাধারন খরচের হিসাব---
পাউরুটি- ১ টা x ১০/- = ১০/-
আপেল -১টা x২০/- = ২০/-
জুস - ১টা x১৫/- = ১৫/-
কেক- ২টা x১০/- = ২০/-
বিস্কিট- ১প্যা. x১২/- = ১২/-
পানি - ১টা x১৫/- = ১৫/-
স্যলাইন- ১টা x৫/- = ৫/-
--------------------------------
মোট------------ / ৯৭/-
ক্যাপ- ৪০ টাকা
লিরিক্স- ১০ টাকা
পতাকা- ১০ টাকা
ঔষধ- ২৫ টাকা
--------------------
মোট - /৮৫/ -টাকা
সর্বমোট- ১৮২ টাকা ,
একটা রাউন্ড ফিগারে নিয়ে আসি
১৮২ টাকাকে মোট সংখ্যা দিয়ে গুন করলে দাঁড়ায়
=২,৫৭,০০০ x ১৮২ টাকা =৪৬৭৭৪০০০টাকা । আরো অন্যান্য ধরলাম ৫০,০০,০০০ টাকা। সুতরাং মোট দাঁড়াল ৫,১৭,৭৪,০০০ টাকা।
কিন্তু অনুষ্ঠানের মোট বাজেট ছিল----৯০,০০,০০,০০০ টাকা।
তবে বাকি টাকা কি আমাদের বাকের ভাইয়ের পকেটে, এটা জাতীর বিবেকের কাছে প্রশ্ন রইল।
এছাড়াও আরেকটা সম্পুরক খবর দেখুনঃ
# প্যারেড গ্রাউন্ডে হয়রানির শিকার হওয়ার অভিযোগ ছাত্রীদের। (প্রথম আলো)
অবশেষে কিছুই বলার নেই, শুধুই বলতে ইচ্ছে করছে......
"তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি"
বিষয়: বিবিধ
১৫৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বোদ হয় সব মিলে এককোটি টাকাও খরচ হয়নি। আর ঈভটিজিং.... মন্তব্য নিস্প্রোয়জন।
মন্তব্য করতে লগইন করুন