ফিরে এসো মানুষের পথে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ মার্চ, ২০১৪, ০৪:৫৭:৫৯ রাত
তোমরা আমাদের শত্রু ভাবো,
আমরা তোমাদের বন্ধু ভাবী,
চিরন্তন শত্রু বলে কিছু নেই।
ভোরের শত্রু সায়াহ্নে মিত্র।
শত্রুতায় কোন চিরন্তনতা নেই;আছে বন্ধুত্বে।
ভাবতে পারো আমরা তোমাদের আদর্শিক প্রতিপক্ষ,
আমরা মানে মানুষ, মানুষের আদর্শ চিরন্তন।
সৃষ্টিকূল একেকটি আদর্শ বহণ করে আমৃত্যু
পৃথিবীর সূচনা থেকে আদর্শিক দ্বন্দ্ব বহমান।
তোমরা হিংস্রতা আর বন্যতা পোষে মোকাবেলা
করো আদর্শের, আদর্শের কাছে হিংস্রতা বরাবরই
ব্যর্থ আর উত্থান হয়েছে আদর্শের দীর্ঘরুপে ।
তাই বলছি শোন-
আদর্শের পথে এসো, ফিরে এসো মানুষের পথে
ভালবাসতে শিখো দেশকে দেশের মানুষকে।
আকাশের দিকে তাকাও,
দেখো আকাশের উদারতা,বিশালতা।
চাঁদের দিকে তাকাও,
অনুভব করো চাঁদের সুশীতল আলোর আলিঙ্গন।
বৃক্ষের দিকে তাকাও,
দেখ বৃক্ষের সমান্তরাল ছায়াদান ।
তাই বলছি শোন-
ভালবাসতে চেষ্টা করো দেশকে, দেশের মানুষকে।
তোমরা রক্তের নেশায় উম্মত্ত! কেন?
খুন করছো মারছো কাদের ?
তারা তো তোমাদেরই ভাই,সন্তান,আপনজন। তাই না-
তাই বলছি শোন-
আদর্শের পথে এসো, ফিরে এসো মানুষের পথে ।
আমরা তোমাদের মসজিদ ,মন্দির গীর্জার
পথ দেখিয়ে দেবো পরিশুদ্ধির জন্য।
শুধু একটিবার প্রতিজ্ঞা করো
তোমরা ফিরে আসবে আদর্শের পথে,
মানুষের পথে আর ভালবাসবে দেশকে দেশের মানুষকে।
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন