ব্লগারদের নাম বিকৃতকরন ; ব্লগার ভিশু ওরফে ভিষ্ণু'র ফাঁসী চাই।
লিখেছেন লিখেছেন মুমতাহিনা তাজরি ০২ মার্চ, ২০১৪, ০৫:১৫:১৯ সকাল
বিয়ে নিয়ে গল্প লেখা প্রতিযোগিতার ফল প্রকাশ হলো গতকাল। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।
পাশাপাশি আপনারা দেখেছেন নিশ্চয়,প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ব্লগার ভিশুর কি অবস্হা হয়েছে। খুশিতে একেবারে টগবগ। যার কারনে তিনি আমাকে সহ আমার মত অনেক নামিদামি ব্লগারদের নাম বিকৃত করে ঐ পোষ্টে একটি মন্তব্য করেছেন। আপনাদের জন্য আমি সেটা এখানে কপি করছি।
আমি ভীষণ লজ্জিত...I এত্ত বড় বড় সাহিত্যিকদের প্রচণ্ড ভীড়ে এই নিতান্ত নগণ্য পাঠক কিছুতেই পুরস্কার পাওয়ার কথা না! বুঝেছি, উৎসাহ দেয়ার জন্যই হয়তো করা হয়েছে এটি! আমার পুরস্কারের টাকার সাথে আরো টাকা যোগ করে সকল পাঠক এবং বিডিটিমকে খাঁটি ছানার মিষ্টি, আগ্রহী পাঠিকাদের জম্মের মতো টক আচার, তরুণ-শিশুদের জন্য পছন্দসই ক্যান্ডি-আইস্ক্রীমসহ সবাইকে বৃষ্টির পানির চা-কফি খাওয়ানোর বাকি খরচ আমার! সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের! কৃতজ্ঞতা জানাই আমার বিশেষ ‘ভার্সিটি’র এবং সকল সুহৃদ সহব্লগারদের! তবে ব্যস্ততা বা কোনো কারণে যেসব বিদগ্ধ-উন্নত-অনন্য ব্লগার এই প্রতিযোগিতায় অংশ না নিয়ে অন্যদের পুরস্কার পাওয়ার সুযোগ করে দিয়েছেন, তাঁদেরকে উৎসর্গ করলাম আমার প্রাইজটি! তাঁরা হলেন:
রেহনুমা ওরফে রেন্নু, হাসান ওরফে হাস্যু, পুস্পিতা ওরফে মিত্তু, ইক্লিপ্স ওরফে রুম্মা, মজুমদার ওরফে মঝ্নু, নূরআয়েশা ওরফে নোর্ঢ়া, তাঁরাচাদ ওরফে চান্দু, শুকনোপাতা ওরফে মিহি, আবুসাইফ ওরফে আস্ফা, ফাতিমা ওরফে ফাত্মী, নীলসালু ওরফে নীস্লু, চেয়ারম্যান ওরফে বস, চেয়ারম্যানেরবউ ওরফে রাণী, মুমতাহিনা ওরফে মুম্তি, বাকপ্রবাস ওরফে হাব্বি, আফরোজা ওরফে রুজ্জা, আবুজারীর ওরফে আব্জি, আরোহী ওরফে ঊন্তি, মিয়াজী ওরফে মিজু, রুবাইয়া ওরফে রুব্বু, দামাল ওরফে দাম্মি, পেন্সিল ওরফে চুক্ষী, শাহীন ওরফে আব্দু, রোদেরআলো ওরফে রুদ্রি, আবুল ওরফে আব্লু, মিশেল ওরফে মিশ্লী, লোকমান ওরফে লুক্মু, জোছনা ওরফে ইম্নু, জোবাইর ওরফে জুব্রা, লুকোচুরি ওরফে পাপ্রী, চাঁটিগা ওরফে বাহ্রা, সুমাইয়া ওরফে সুম্মু, তানিন ওরফে তান্না, রাইশা ওরফে রুশ্যী, দুহিতা ওরফে কণ্ণা, ইমরান ওরফে ইম্রু, পবিত্র ওরফে তাহ্না, নাইস ওরফে সুপ্রা, তহুরা ওরফে ক্লিন, আওন ওরফে রিস্তা, হারিকেন ওরফে হ্যারি...আরো আরো অনেক অন্নেক সম্মানিত সহব্লগার...সবশেষে মডু ওরফে টাক্লুদের শুভেচ্ছা..
এধরনের মন্তব্য করে তিনি ব্লগারীয় বিরুধী অপরাধ করেছেন। আমরা তাই ব্লগার ভিশু ওরফে ভিষ্ণু'র ফাঁসী চাই। সবাই একসাথে আওয়াজ তুলুন
ভ- তে ভিশু
তুই ব্লগার তুই ব্লগার।
ব্লগার ভিষ্ণু'র ফাঁসী চাই
(নাহলে) নতুন নতুন লেখা চাই।
(তুই বলাতে মাইন্ড করবেন না জনাব)
বিষয়: বিবিধ
২৩৪০ বার পঠিত, ৮৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই আরকি
আর আপনার লেখার সাথে একমত
ভিশুর ফাসি চাই। খুশি ??
তবে ভিশুর ফাসি চাই না। কিছু মিস্টি মিস্টি কথা শুনবার চাই
ভিশু তোমার ভয় নাই, আমরা তোমার সাথে তাই।
ভিশু ভাইয়ের কিছু হলে, তাজরি তোমার রক্ষা নাই।
ভিশু ভাই এগিয়ে চলো, আমরা আছি তাজরির সাঙ্গে
ভিশু ভাই এগিয়ে চলো, আমরা আছি তাজরির সাঙ্গে
স্পষ্ট ব্লগীয় বেঈমানী
ভিষ্ণু'দার কিচ্ছু হলে, ইম্রু দাদার রক্ষা নাই
আম্রা তোমায় ছাড়ি নাই, ভিষ্ণু তোমার ভয় নাই
এটাবে ব্লগীয় বেইমানি বলেনা এটাকে ব্লগীয় এরশাদী
তাই ভীশু ভাইয়ের ফাঁসী চাইলে আপনারটাও চাইতে হয়৷ কি বলেন?
বলছিলাম কি দাবী কি আর একটু কমানো যায়না?
আমাকে যা-ই বলুক আমি কিন্তু ফাঁসি চাইনা
আসুন সবাই নতুন শ্লোগান ধরি,
'ফাঁসি চাইনা হাসি চাই'
হাসি চাই হাসি চাই
ফোকলা দাতের হাসি চাই।
ভিশু ভাইয়ের ভাবি চাই। থুক্কু আমাদের ভাবি চাই।
আর কুনো দাব্বী নাই
ভিশু ভাইয়ের বিয়ে চাই
কুটকুটে ভাবি চাই
কাঠখোট্টা ভাবি চাই।
ঝগড়াটে ভাবি চাই।
গোপন সূত্রে খবর পাওয়া গেলো বিঞ্চু মিয়া নাকি পালিয়ে গেছে। তয় মডু মামুদের কাছে জোর দাবী জানাচ্ছি- বিঞ্চু মিয়ারে পাওন না গেলে তার একটি ব্লগকে অন্তত ফাসিঁতে লঠকানো (স্টীকি) করা হোক।
ভীসুর কিছু হলে জ্বলবে আগুন রান্না ঘরে..
ভিশু এখন কান্না করে।
ইম্রুদাদার হাতুড়ি
নিয়ে এসো তাড়াতাড়ি
আরো লাগলে বইলো....
মন্তব্যটি পড়েছি । আবেগের বহি:প্রকাশ ।
তবে নিজের আবেগ কে প্রকাশ করতে গিয়ে কারো ব্যাক্তিত্বে আঘাত লাগলো কিনা সেটাও বিবেচনায় আনতে হবে ।
আমার মনে হয় এবিষয়ে ভিশু ভাইয়ের আলাদা একটি পোষ্ট দেয়া দরকার ।
আমরা তো জানি ভিশু ভাই হৃদি-ব্লগিং এর জন্য কত আন্তরিক । এমতাবস্থায় কাউকে হেয় করার জন্য তিনি এটা করেছেন বললে অবশ্য আমি বিশ্বাস করবো না ।
কেউ বলে ফাঁসি চাই
কেউ বলে হাসি চাই
আমি বলি ভাবি চাই....
তবে যা চাইনা কেন নাম বিকৃতী চাই না ।
ভিশু ভাই যে আমার মত অনিয়মিত ব্লগারকেও মনে রেখেছেন তাই একটা ধন্যবাদ তো পেতেই পারেন! কিন্তু এভাবে বলায় লজ্জা পেলুম।
তাই নাম না শোনাই স্বাভাবিক হারিকেন ভাই।
তাজরি আপু কি লজ্জা পাচ্ছেন??
ফাঁসীতে ঝুলতে যদি না চান
মজার মজার পোষ্ট দান। (দেন)
মুম্তি মুম্তি মুম্তি মুম্তি মুম্তি মুম্তি
মুম্তি মুম্তি মুম্তি মুম্তি মুম্তি মুম্তি
মুম্তি মুম্তি মুম্তি মুম্তি মুম্তি মুম্তি
মুম্তি মুম্তি মুম্তি মুম্তি মুম্তি মুম্তি
দারুন.... :D/ :D/ :D/ :D/
ভেবেছি মিলনে হয়গো প্রেম
সাহিত্য রসে জমে মেলা,
হৃদয়ের টানে নেই ভেদাভেদ
বাধাহীন ব্লগিং খেলা।
যাদুময় শব্দে মেতে উঠে সবাই
ছন্দ গাথূনীতে গায় গান,
মনের মাধুরীতে রং লাগিয়ে
জুড়াই সবার প্রাণ।
ভীশু কখনো যীশু হয়ে লিখে
কখনো দরগাহ বাবা,
ঠেলার জ্বালায় ছুটে পালায়
নেশার জ্বারায় টানে ডাবা।
ডাবাতো নয় কলকির বড় ভাই
চোখ বুঝে মারে টান,
আহ ভীশু ভীষন খূশী
জোরে দেয় সুখ টান।
নেশা ঘোরে ভীশু প্রলাপে বকে
কে আছো বাচাও মোরে
আমি ভীশূ আমি পাগল
মিছে বকি নেশার ঘোরে।
...ধন্যবাদ। ফান করলাম।
বাংলাদেশের সরকার ফাসির আসামীদের মাফ করে আর আপনি ফাসি দিবার লাগচন কেন ?
সবাই দেখি আমার ওপর ভীষণ বিরক্ত... আচ্ছা ঠিক আছে...
মিয়াজী ওরফে মিজু
খায় শুধু পিয়াজু।
আপনার লেখার স্টাইল ভালো লাগে আমার।
তাই আপনাকে চাই, সবসময় যেন ব্লগে পাই, আমি আছি অপেক্ষায়।
আমার মনেহয় ভাইয়া প্যারিস থেকে আপুর আইডি দিয়ে লগইন করে জবাব দিচ্ছে
ভিশু দার ফাসি চাই
মুমতাহিনার খাবার নাই
মন্তব্য করতে লগইন করুন