যে ছবি কথা বলে
লিখেছেন লিখেছেন মুমতাহিনা তাজরি ২৩ জুন, ২০১৩, ০২:৪৯:৫৪ রাত
আইন করে মানুষকে বিধি-নিষেধ মানাতে হয়।তখন যদি কেও তা অমান্য করে তাহলে তার জন্য রয়েছে শাস্তির ব্যবস্তা।দুনিয়ার সব দেশেই নানা সময়ে নানান কারনে নানান ধরনের বিধি-নিষেধ সংক্রান্ত আইন হয়ে থাকে।ফ্রান্সও এর ব্যাতিক্রম নয়।তবে সব সময় আইন করেই যে মানুষকে বিধি-নিষেধ মানাতে হবে এরকম কোনো কথা নেই।সচেতনামূলক কিছু ছবিই মানুষকে তার করনীয় সম্পর্কে শিক্ষা দিয়ে দেয়। তার বাস্তব উদাহরন স্হাপন করলো ফ্রান্স।প্যারিসের বিভিন্ন যায়গায় এ ছবিগুলো দেখা যায়। এই ছবি দিয়েই তারা তাদের দেশের মানুষের কাছে ম্যাসেজ পৌছিয়ে দিচ্ছে।দেখুন সেই চমৎকার সচেতনামূলক ছবিগুলো।
সাধারনত চলন্ত সিঁড়িতে আপনাকে দাড়াতে হলে ডান পাশ দিয়ে দাড়াতে হবে,যাতে করে বাম পাশ দিয়ে কেও হেটে যেতে চাইলে যেতে পারে।অনেক সময় দেখা যায় একসাথে পাশাপাশি দু'জন দাড়িয়ে যায়।যার কারনে কেও হেটে যেতে চাইলে বাধার সৃষ্টি হয়। এটা থেকে সচেতন করার জন্য উপরের ছবি।
মেট্রোতে ঢুকার গেইট দিয়ে কেও যাতে বেঙ এর মত লাফালাফি না করে তার জন্য উপরের ছবি।
মেট্রোর ভিতরে ঢুকে পেছনে এভাবে ব্যাগ রেখে অন্যকে কষ্ট না দেয়ার জন্য এই ছবি।
মেট্রোর ভিতরে ঢুকে ৪ জনের সীট আপনি একা দখল করবেন আবার ময়লা করবেন তখন আপনি কোন অস্তায় পড়েন তার জন্যে এই ছবি।
অনেক সময় দেখা যায় অনেকে মেট্রোর ভিতরে মোবাইলে অনেকক্ষন থেকে কথা বলতেছে তাও উচ্চ স্বরে, অন্যের অসুবিধার কথা মুটেও মাথায় নেই। এই অবস্তা থেকে মানুষকে সচেতন করতে এই ছবি যাতে আপনি মুরগের মত শুধু কককক না করেন।
মেট্রো থেকে বের হওয়ার সময় আপনার আচরন যাতে ষাড়ের মত না হয় তার জন্য এই ছবি।
কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু।
বিষয়: বিবিধ
৫৫১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন