বাহান্ন'র রাজপথ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০৮:৩৭ সকাল

রক্তের মশাল হাতে ঘুরিফিরি

মাতৃভাষার বর্ণমালায় ভর করে

দেখি এখনো কেমন যেন চোপ চোপ

রক্তের দাগ লেগে আছে ঢাকার রাজপথে,

মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে

অস্পষ্ট নক্ষত্রের ন্যায়।

সালাম-রফিক-জব্বার-বরকত

ওরা কেমন ছিল এখন কেমন আছে

জানার প্রচন্ড আগ্রহ নিয়ে

মাত্রাবৃত্ত ছন্দে হাঁটি আল মাহমুদ,

শামসুর রাহমানের অনবদ্য সৃষ্টির মাঝে।

অবাক চোখে তাকিয়ে দেখি

বাহান্ন'র রাজপথে জনতার ঢল,

১৪৪ধারা ভঙ্গ করে ছাত্রদের মিছিল শ্লোগান

"রাষ্টভাষা বাংলা চাই",পুলিশের টিয়ার গ্যাস,

গুলি,রক্ত আর রক্তাক্ত শবদেহে

ভরপুর ঢাকার রাজপথ ।

গা শিউরে উঠি নিজের অজান্তে নিজে বজ্র হই

আবার নিজেকে সামলে নেই আনমনে গেয়ে উঠি-

আমার ভাইয়ের রক্তের ঋণ

শোধ হবে না কোন দিন

শোধ হবে না কোন দিন। ।

-----২১/০২/২০১৪

বিষয়: বিবিধ

৮৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180127
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২১
শিকারিমন লিখেছেন : অতি সুন্দর চমত্কার।
180152
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৫
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো
180501
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : টাওয়ার গিয়েছিলেন কিনা ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File