মায়ের ছোট ছেলের দু'টি কবিতা

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০৩:৫৩ রাত



আমার অশ্রু দেখে তোমার অট্টহাসি,

আমার কথা শুনে তুমি ওহ রাবিশ!

আমার হাসি দেখে মুখ ভ্যাংচাও

কারণ...

আমি আনস্মার্ট; কথায় কথায় ঠুশ ঠাশ করে বলিনা “ওহ শিট”

বলতে জানিনা “মেরে জান! ম্যায় তুমসে বহুত পেয়ার করতা হু”

কারণ আমি বাংলাভাষী, আমি বাংলার মাটিতে মরতেও ভালবাসি।

বাব্বা, মাম্মা বলতে বলতে মায়ের কোল থেকে বাবার কোলে আর

বাবার কোল থেকে মায়ের আঁচলে ঝাপিয়ে পড়তাম যে!

সকালে উঠিয়া আমি মনে মনে বলি

সারাদিন আমি যেন ভাল হয়ে চলি। আর তোমাদের বাবা-মা খুশি হয়

তোমরা আর্লি টু হেল এন্ড আর্লি টু এস্ট্রে বলতে শুনলে

আমার মুখের ভাষা কেড়ে নিতে নিতেই ফিরিয়ে দিয়েছিল পিশাচেরা

আর তোমরা আবার কাড়তে চাইছো হিন্দি বাংলিশ দিয়ে

ভাষা সৈনিকদের বাড়িতে তোমরা চাঁদা চাইতে তোমাদেরকে

ভাষা সৈনিককে শতাব্দীকাল সাজা দাও তোমরা

বাংলায় গালি দিই গর্দভ কোথাকার!

তোরা বাংলা ভাষার মুখে আর চুনকালি দিসনা, তোদের কাছে আর্জি

মরতে মরতে বলব আজ শোন বিশ্ববাসী

বাংলা আমার প্রাণ আমি বাংলা ভালবাসি

।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

মা! তুমি না আমার মুখে শুনতে চেয়েছিলে

আকাশটা ছুয়েছে যে দিগন্তে, ধানক্ষেত সবুজের প্রান্তে

হারিয়ে যাব মা, খুজে গো পাবেনা, সবার দিঠির অজান্তে।

তোমারই আঁচলের সীমানা, শেষ বুঝি কোথাও হবেনা

তাই লুটিয়ে ধুলায় পড়ে, আঁচল সবুজ পাড়ে, আজ আর কোথাও যাবনা

শোন বাছা কাছে আয় জাদুরে আমার, কত কথা জমে আছে বুকে

অ-আ-ক-খ বলরে জাদু খোকা, বল আজ প্রাণ খুলে বলনা

বাংলা বাংলা বল বাংলা বাংলা বল , বল আজ প্রাণ খুলে বলনা।

মা মা মাগো , তোমার ঘুম পাড়ানী গান শুনে প্রাণ জুড়াতে পারব কি আর

কেন আমার ভাই সালাম বরকত, রফিক জব্বার ভাষার জন্য মরেছিল মা?

আজ আবার হায়েনারা তোমার শেখানো ভাষা কেড়ে নিতে এসেছে

হিন্দি আর ইংরেজি একাকার করে দিচ্ছে ওরা তোমার আদরের সোনামনির মুখের ছড়াকে

খোকন সোনা বড় হলে,টুকটুকি লাল বউ আনব ঘরে আর কি গাইতে পারবে মা?

আবার রক্ত দেব তবু ভাষা দেবনা, হয় জিহবা কেটে নে নইলে ভাষার উপর এই জুলুম বন্ধ কর

আর শহীদ মিনারে কপোত-কপোতীদের অশ্লীল প্র্বেম নিবেদন দেখতে চাইনা,

বন্ধ কর এই ফেব্রুয়ারীর ভাষা প্রেম খেলা জ্ঞানপাপীদের দল

বিষয়: বিবিধ

১৬১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180503
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৯
133788
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : ধন্যবাদ
180995
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৭
133837
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File